এমন কিছু কাজ যেগুলি আপনাকে ২৫ বছর পেরিয়ে যাওয়ার আগে করা উচিত

এমন কিছু কাজ যেগুলি আপনাকে ২৫ বছর পেরিয়ে যাওয়ার আগে করা উচিত:

বয়স কোনো বাধা নয়। এই কথাটা যেমন ঠিক। ঠিক তেমনি সবকিছু করার একটি নির্দিষ্ট বয়স থাকে। যেটা আমাদের যে বয়সে করা উচিত সেটা যদি আমরা তার থেকে অনেক কম বা বেশি বয়সে গিয়ে করি তাহলে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আমাদের জীবনের এমনকিছু কাজ থাকে যেগুলি আমাদের একটি নির্দিষ্ট বয়সের আগে পূরণ করা উচিত। যার ফলে আমরা আমাদের জীবন ইচ্ছেমতো পরিচালনা করতে পারব। আজকের আলোচনায় আমরা জানবো এমন কিছু কাজের কথা যেগুলি ২৫ বছর পেরিয়ে যাওয়ার আগে করা উচিত।

১. বাবা মায়ের উপর নির্ভরশীলতা:

প্রত্যেক বাবা মা তাদের সন্তানের ভালো চান। তারা সন্তানের কষ্ট দেখতে পারেন না। সেইজন্য আমাদের সকল সমস্যা তরাই মাথা পেতে নেন। তাই আমরা সহজাতই তাদের প্রতি নির্ভরশীল হয়ে পড়ি। আর এই নির্ভরশীলতায় আমাদের সবথেকে বড় বাঁধন। যার ফলে আমরা যেকোনো প্রয়োজনে বাবা মায়ের মুখের উপর চেয়ে বসে থাকি। তাই সর্বপ্রথম বাবা মায়ের উপর নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসুন।

২. বাচ্চাদের মতো স্বপ্ন দেখা বন্ধ করুন:

ছোটবেলাই আমরা সবাই অনেকরকম স্বপ্ন দেখে থাকি। কেউ বলি ডাক্তার হবো আবার কেউ বলি পুলিশ হবো আবার কেউ কেউ ইঞ্জিনিয়ার হতে চাইতাম। ছোটবেলা এই স্বপ্নগুলো দেখা স্বাভাবিক। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে সময় আসে সেই স্বপ্নগুলোকে বাস্তব রূপ দেওয়ার। কিন্তু তখনও যদি আপনি সেই একইরকমভাবে বলতে থাকে এই হবো উমুক হবো ওই করবো। তাহলে শুধু বয়স বেড়ে যাবে কাজের কাজ কিছুই হবে না।

 ৩. ভবিষ্যতের চ্যালেঞ্জের জন্য নিজেকে তৈরি করুন:

পরিবারের কর্তা যতদিন বাবা থাকেন ততদিন সকল ঝড় তার মাথার উপর দিয়েই যায়। আর আমরা একটি সেফটির মধ্যে বড় হয়। কিন্তু দুর্ভাগ্যের কথা হল এই সুরক্ষা সারাজীবন থাকে না। খুব শীগ্রই বাবার জায়গায় আপনাকে দাঁড়াতে হতে পারে। তখন সমস্ত ঝড় আপনার মাথার উপর দিয়েই যাবে। কিন্তু সুরক্ষা বলয়ে থাকতে থাকতে আমরা যদি চ্যালেঞ্জ নিতে না শিখি ছোটো বা বড় রিসক নিতে না শিখি তাহলে ভবিষ্যতে যখন আরো বড় চ্যালেঞ্জ আসবে সেটা মোকাবেলা করবেন কিভাবে? তাই নিজেকে ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখুন।

৪.  কর্মজীবন শক্ত করুন:

টাকার জন্য জীবন নয় জীবনের জন্য টাকা। জীবনে বাঁচতে গেলে টাকা তো অত্যাবশ্যকীয় প্রয়োজন। কিন্তু আমরা এই জায়গাতেই বড্ড দেরি করে ফেলি। সাধারণত কোনো ছেলের বয়স যখন ২৪ বা ২৫ বছর হয়ে যায় তারা তখনই বুঝতে পারে যে তাদের এইবার কিছু করতে হবে। বিশ্ব বিখ্যাত ধনীদের জীবনী পড়লে বুঝতে পারবেন তাদের সাকসেসফুল হওয়ার কাহিনীটা অনেক আগে থেকেই শুরু হয়েছিল। আর ২৪ বা ২৫ বছর বয়সের আগেই তারা মিলিয়নার হয়ে গেছেন। তাই ২৫ বছর হওয়ার আগেই নিজের একটি শক্তপোক্ত ইনকাম সোর্স তৈরি করে ফেলুন।



 

নবীনতর পূর্বতন

نموذج الاتصال

close