Bangla Book Review: Invest the way of Warrent Buffet

Bangla Book Review: Invest the way of Warrent Buffet

শেয়ার মার্কেটের নাম শুনলে আমাদের মধ্যে একটা ভীতি কাজ করে যে, এটা তো জুয়ার বাজার। এখান থেকে নাকি শুধু সাপ্টা বাজরায় টাকা কামাতে পারে। আপনিও যদি এরকম মনে করে থাকেন তাহলে শেয়ার মার্কেট আপনার জন্য নয়। এটা আসলেই নিছক পর্যবেক্ষণ এবং সাধারণ জ্ঞান থাকলে করাই যায়। আপনাকে শুধু সাধারণ কিছু কনসেপ্ট বুঝতে হবে এবং বুদ্ধি লাগিয়ে সঠিক কোম্পানিতে ইনভেস্ট করতে হবে। শেয়ার মার্কেট রাজা ওয়ারেন বাফেট শেয়ার মার্কেট সম্পর্কে পাঁচটা মূল কনসেপ্ট দিয়ে থাকেন। যেগুলো আপনি লক্ষ্য করলে শেয়ার মার্কেট সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তৈরী হতে পারে,-


01) Do Business analysis not the Market analysis:

 ইনভেস্ট করার সময় সব সময় ব্যবসা কে বোঝার চেষ্টা করুন মার্কেটকে বুঝতে গেলে তার নম্বরেই আপনি হারিয়ে যাবেন। মার্কেট চালায় সাধারণ কিছু ইনভেস্টর আর বিজনেস চালায় বুদ্ধিমান এবং কোম্পানির মালিকরা। তাই আপনার সবসময় ব্যবসা বোঝার চেষ্টা করা উচিত মার্কেট নয়। অর্থাৎ ব্যবসাসংক্রান্ত ডিটেলস পড়ুন, যেমন- কোথায় আছে? কি করছে? তার কোম্পানির মালিকেরা কেমন? তার ব্যালেন্সসিট, অ্যানুয়াল রিপোর্ট ইত্যাদি পড়ুন তারপর সবকিছু জেনে বুঝে অ্যানালিসিস করে তারপরে টাকা লাগানো।


02) Choose the best: 

সময় সব থেকে ভালো কোম্পানিতে টাকা লাগানোর চেষ্টা করুন। মনে রাখবেন আপনি যখন কোন কোম্পানিতে টাকা লাগাচ্ছেন, তখন আপনি কিন্তু মালিকানা নিচ্ছেন। তাই মালিক হিসেবে আপনার কোম্পানির সম্পূর্ণ বিষয় জানা উচিত এবং সবথেকে ভালো কোম্পানির নেওয়া উচিত। ভালো কোম্পানি মানে কিন্তু শুধুমাত্র দামি কোম্পানির বোঝায় না। সেই সমস্ত কোম্পানিতে ইনভেস্ট করুন যেগুলো আপনি বুঝতে পারেন যেগুলো সম্পর্কে আপনার জ্ঞান আছে এবং যেগুলো এগুলো সম্ভাবনা আপনি লক্ষ্য করে থাকবেন। যদি ভালো কোম্পানি না পান ইনভেস্ট করার কোন দরকার নেই। শেয়ার মার্কেটের রাজা ওয়ারেন বাফেট বছরে মাত্র একটা কোম্পানিতে ইনভেস্ট করে তাও যদি তার ভালো না লাগে তিনি কোন কোন বছর ইনভেস্ট করেনইনা।


03) Bet big when its time to: 

সবসময় সঠিক সময়ে ইনভেস্ট করার চেষ্টা করুন। হয়তো আপনি কোন ভালো কোম্পানি পেয়ে গেলেন তারপর আপনাকে দামটা নির্ধারণ করতে হবে। মার্জিন অফ সেফটি এর কথা মাথায় রেখে সবসময় নিয়োগ করবেন। তা না হলে আপনি যদি বেশি দামে কিনে বসে থাকেন, তাহলে কিন্তু সেটা পরবর্তীকালে আরো বাড়ার সম্ভাবনা অনেক কম থাকতে পারে। কিন্তু মার্জিন অফ সেফটি অনুযায়ী কেনা থাকলে ভবিষ্যতে দাম যতই ওঠানামা করুক না কেন আপনার কিন্তু প্রফিট হবেই হবে।


04) Ignore the economy: 

কোন কোম্পানি আপনি নির্ধারণ করে নিলেন এবং সঠিক সময়ে কিনেও নিলেন এরপর আসে কোম্পানিটা কতক্ষণের জন্য ধরে রাখবো। এক্ষেত্রে ওয়ারেন বাফেট বলেন, আপনার যদি বিশ্বাস থাকে তাহলে আপনি অনন্তকালের জন্য কোম্পানি ধরে রাখতে পারেন। কিন্তু সেটা আপনার উপর নির্ভর করে, আপনি কত পার্সেন্ট রিটার্ন ওই কোম্পানির কাছ থেকে নেবেন বলে ভেবে রেখেছেন। কোনরকম ইকোনমিক ক্রাইসিস বা সীমিত কোন আর্থিক অনবড়তার দেখে কোম্পানি হাতছাড়া করবেন না।


05) Hold for ever: 

কোন কোম্পানির প্রতি আপনার যদি বিশ্বাস থাকে আপনি সেটা অনন্তকালের জন্য বহন করুন। মাঝে মাঝে আর্থিক অনবড়তার জন্য কোম্পানির মূল্য উঠানামা হতে পারে কিন্তু সেদিকে নজর দিলে আপনি কখনো একজন সফল ইনভেস্টর হিসেবে বিবেচিত হতে পারবেন না। আপনার নিজের প্রতি ভরসা রাখা উচিত, কোম্পানির প্রতি ভরসা রাখা উচিত এবং নিজের এনালাইসিস এর উপর জোর দিয়ে সঠিকভাবে মূল্য নির্ধারণ করে তার প্রতি বিনিয়োগ করা উচিত।






নবীনতর পূর্বতন

نموذج الاتصال

close