দ্বাদশ শ্রেণী বাংলা বিষয় সাজেসশন ২০২৩ | Class 12 Bengali Suggestion

 কবিতা


 রূপনারায়ণের কূলে

 রূপনারানের কূলে জেগে উঠলাম - কে জেগে উঠেছিল? তার জেগে ওঠার মধ্য দিয়ে কোন ভাবনা প্রকাশ পায়?

 সত্য যে কঠিন - এ উপলব্ধিতে কবি কিভাবে উপনীত হয়েছে- তার রূপনারানের কূলে কবিতা অবলম্বনে রচনা কর :

 কঠিনেরে ভালোবাসার কারণ কি? রূপনারায়ণ কূলে কবিতার নামকরণের সার্থকতা লেখ:

 জানিলাম এ জগত স্বপ্ন নয় উদ্ধৃতিটির তাৎপর্য লেখ :


 শিকার

 শিকার কবিতায় যে দুটি ভোরের বর্ণনা কবি দিয়েছেন তা আলোচনা কর :

 নাগরিক লালসায়...... আধারে - উদ্ধৃতিটির অন্তর্নিহিত অর্থ বিশ্লেষণ কর :

 শিকার কবিতায় কোন ঋতুর কথা উল্লেখ করা হয়েছে? তা কিভাবে জানা যায়? সত্য মানুষের উপস্থিতি কিভাবে অরণ্যের ধ্বংস করে তা কবিতা অবলম্বনে আলোচনা কর :


 মহুয়ার দেশ

 আমার ক্লান্তির উপর ঝরুক মহুয়ার ফুল, নামুক মহুয়ার গন্ধ - আমার বলতে কার কথা বলা হয়েছে? এই ধরনের কামনার কারণ কি?

 মহুয়ার দেশ কবিতায় প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে সামাজিক মানুষের যে বাস্তব জীবনের স্বরূপ চিহ্নিত হয়েছে তা আলোচনা কর:

 নাগরিক সভ্যতা কিভাবে গ্রাম্য জীবনকে গ্রাস করছে তা আলোচনা কর :


 আমি দেখি

 আরোগ্যের জন্য এই সবুজের ভীষণ দরকার - কবি সবুজের কামনা করেছেন কেন?

 চোখ তো সবুজ চাই- এর মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন?

 আমার দরকার শুধু গাছ দেখা- বক্তা কে? তার কাজ দেখার প্রয়োজন কেন?

 এ সবুজের ভীষণ দরকার- এ সবুজ বলতে কি বুঝিয়েছেন এবং তা দরকার কেন?


 ক্রন্দনরতা জননীর পাশে

 ক্রন্দনরতা জননীর পাশে- এদের পাশে কে দাঁড়িয়ে ছিলেন? কেন বক্তা তাদের পাশে দাঁড়াতে চেয়েছিলেন?

 কন্দনরতা জননীর পাশে কবিতায় কবি জননীকে কল্দনরতা বলেছেন কেন? এই পরিস্থিতিতে কি করা উচিত বলে কবি মনে করেছেন?

 কন্দনরতা জননীর পাশে কবিতায় সামাজিক অবক্ষয়ের মধ্যে যে মানববোধের প্রকাশ ঘটেছে তা আলোচনা কর :

নবীনতর পূর্বতন

نموذج الاتصال

close