যা করার এখনই করতে হবে- motivation story

যা করার এখনই করতে হবে- motivation story 

গল্প: একদিন এক মন্দিরে মূর্তি উপস্থাপনের জন্য কিছু লোক এক মূর্তিকার এর কাছে মূর্তি বানাতে যায় এবং মূর্তিকারকে মূর্তি বানাতে দিয়েছে আসে। মূর্তিকার সেই মূর্তি বানানোর জন্য জঙ্গল থেকে দুটো পাথর নিয়ে আসে। এরপর সে তাঁর মূর্তি বানানোর কাজ শুরু করে।

মূর্তি বানানোর জন্য সে প্রথম পাথরটিকে নিয়ে আসে এবং আঘাত করতে শুরু করে। মূর্তি বানানোর সময় সে যখনই হাতুড়ি দিয়ে পাথরের আঘাত করে মূর্তির আকার আনছিল, তখনই প্রথম পাথরটি চিৎকার করে উঠছিলো- " এটা খুবই যন্ত্রণাদায়ক আমায় ক্ষমা করো", আমায় ছেড়ে দাও।  এরপর আবার যখন মূর্তিকার আঘাত আনছিল, তখনও পাথরটি এই ভাবেই বলে যায়।  এরপর মূর্তি কারের দুঃখ হয় এবং সে ওই পাথরটিতে আঘাত করা বন্ধ করে দেয়।

এরপর সে দ্বিতীয় পাথরটিকে তুলে নিয়ে আসে এবং আঘাত হানতে শুরু করে। দ্বিতীয় পাথরটিকে যখন আঘাত করছিল,  তখন দ্বিতীয় পাথরটিও চেচাতে শুরু করে। মূর্তিকারের মনে দুঃখ জাগে এবং সে দ্বিতীয় পাথরটিকে বলে, তোমাকেও কি ছেড়ে দেবো?  তখন দ্বিতীয় পাথরটি তাকে উত্তর দেয় যে, না ছাড়ার দরকার নেই। তুমি তোমার কাজ চালিয়ে যাও। এইভাবে অনেক আঘাত-কষ্টের পর দ্বিতীয় পাথরটি থেকে মূর্তির আকার বেরিয়ে আসে।

এরপর যখন মূর্তি বানাতে দেওয়া লোকগুলো মূর্তি নিতে আসে, তখন তারা মূর্তি নিয়ে যাওয়ার সময় সেই আগের পাথরটিকে দেখতে পায়।  সেই লোক গুলো তখন মূর্তিকারকে জিজ্ঞেস করে, এই পাথরটা কি তার কোনো কাজের? লোকগুলো প্রথম পাথরটিকে তাদের সঙ্গে নিয়ে যাওয়ার আবেদন করেন। লোকগুলো চাইছিল যখনই মূর্তির ভক্তরা মূর্তি দেখতে আসবে তখন ওই পাথরের নারকেল ভাঙ্গা হবে। এভাবে তারা দুটি পাথরের একটিকে মূর্তি এবং অপরটিকে নারকেল ভাঙ্গার জায়গা হিসেবে উপস্থাপন করেন।

## এর থেকে কি শেখা যায়? যে পাথরটি প্রথমে কষ্ট করে একবার মূর্তির আকার ধারণ করতে পারল, সে সারাজীবন ফল পুজো আরো অন্যান্য কত কি পেয়েছে। আর যে পাথরটি প্রথমে কষ্ট নিতে রাজি ছিল না, তাকে প্রত্যেক আধাঘণ্টায় তার উপর নারকেল ভাঙ্গার উপহার। এই কথাটা ছোটবেলা থেকে আমাদের বাবা-মাও আমাদেরকে শেখানোর চেষ্টা করে। তবে তাদের ভাষায়। তাই হয়তো আমরা বুঝতে চাইনা। এই গল্পের মাধ্যমে হয়তো একটু হলেও আমাদের মনে দাগ কেটেছে। আর যদি আমরা আজ থেকে একটু কষ্ট করে পড়াশোনা বা আসল কাজটা করে নিতে পারি, হয়তো জীবনটা অন্যরকম হতে পারে!!

নবীনতর পূর্বতন

نموذج الاتصال

close