গল্প: একদিন এক লোক এক জ্ঞানী ব্যক্তির কাছে গিয়ে তার কিছু অসুবিধার কথা বলল। সে বলল যে আমি ভেবেছিলাম উচ্চ মাধ্যমিক পরীক্ষার এক বছর আগে থেকে খুব ভালোভাবে পড়বো এবং ভালো ফলাফল নিয়ে পাশ করব। কিন্তু প্রতিবার কোনোনা কোনো কারনে তা সম্ভব হয়ে ওঠেনি, তারপর আমি ভেবেছিলাম কোনো জায়গা থেকে বেশি পরিমান আয়ের উপায় হলে, নিজের একটা ব্যবসা দাঁড় করাবো কিন্তু আলাদাভাবে কোনো আয়ের সুযোগ হয়ে ওঠেনি। তারপর ভেবেছিলাম যে, যেকাজটা আমি করছি সে কাজ থেকে ছুটি নিয়ে পরিবারসহ ঘুরতে বেরোবো কিন্তু তাও সম্ভব হয়ে ওঠেনি। শুধু এইটুকু নয় আরও অনেক কিছু রয়েছে যেগুলো আমি ভেবে রেখেছি কিন্তু কিছুই হয়ে উঠছে না।
সব কথা শোনার পর জ্ঞানী ব্যাক্তি
কিছুক্ষণ চুপ রইলেন। এরপর জ্ঞানী ব্যাক্তি
লোকটিকে গোলাপের বাগানে নিয়ে গেলেন।
গোলাপের বাগানে নিয়ে গিয়ে লোকটিকে তিনি বললেন, যে তুমি গোলাপের এই প্রান্ত থেকে শেষ প্রান্ত পর্যন্ত যাও
এবং সবথেকে ভালো গোলাপটি বেছে নিয়ে এসো। তবে মনে রাখবে যে, যেই প্রান্ত থেকে তুমি একবার এগিয়ে চলে যাবে, সেখানে আর ফিরে আসা যাবেনা। এইভাবে লোকটিকে প্রথম প্রান্ত
থেকে ছেড়ে দেওয়া হল।
এইভাবে লোকটি প্রথম প্রান্ত থেকে
চলতে শুরু করল এবং একের পর এক ভালো গোলাপ দেখতে পেল। কিন্তু সে যত এগিয়ে যাচ্ছিল
ততো ভাবছিল পরে হয়তো আরও ভালো গোলাপ আছে । সে যখন এইভাবে শেষ প্রান্তের দিকে
এগিয়ে যাচ্ছিল তখন, সে লক্ষ্য করল যে
এবার আর ভালো গোলাপ নেই এবার সব দুমড়ে মুচড়ে যাওয়া গোলাপগুলো রয়ে গেছে এবং সব
ভালো গোলাপ গুলো সে আগেই ফেলে চলে এসেছে। এবার যেহেতু পিছিয়ে যাওয়া নিষেধ ছিল, তাই শেষ প্রান্ত থেকেই কিছু দুমড়ে মুচড়ে যাওয়া গোলাপের
মধ্য থেকেই একটা ভালো গোলাপ নিয়ে সে জ্ঞানী ব্যক্তির কাছে উপস্থিত হল।
গোলাপ নিয়ে যাওয়ার পর জ্ঞানী
ব্যক্তিকে সে বলল যে আমি এই বাগানে ঘোরার সময় অনেক ভালো ভালো গোলাপ দেখেছি কিন্তু
আমি প্রত্যেকবারই ভেবেছি যে আগে হয়তো আরো ভালো গোলাপ আছে এবং এই ভেবেই আমি ভালো
গোলাপ তুলতে পারিনি। তখন জ্ঞানী ব্যক্তি
তার উত্তরে বললেন যে, তোমার জীবনের
সঙ্গেও ঠিক এমনই হচ্ছে। তোমার জীবনের প্রত্যেকটা দিন প্রত্যেকটা গোলাপের মতো। তুমি
যেই দিনটিকে একবার কাটিয়ে দেবে সেটা আর কোনদিনও ফিরে পাবে না। তাই প্রতিবারে যাই
ভাবো না কেন, পরের আশা না করে প্রতিদিনের কাজ
প্রতিদিন করে যাও।
