কি সিদ্ধান্ত নেওয়া হলো কোর্ট থেকে? কিভাবে নেওয়া হচ্ছে পরীক্ষা অনলাইনে অফলাইনে? CU Update!
ক্যালকাটা ইউনিভার্সিটি, স্টেট এবং ইউজিসি এর বিপক্ষে যে মামলা করা হয়েছিল ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে, যে অন্যান্য ছাত্র-ছাত্রীদের অনলাইনে পরীক্ষা হলে কেন তারা অফলাইনে পরীক্ষা দেবে। এভাবে কিভাবে তারা মূল্যায়নে ভালো ফলাফল করতে পারে বাকি ভাবেই তাদের সঠিক মূল্যায়ন হচ্ছে!
সর্বমোট তিনটি মামলা করা হয়েছিল ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে। আজ সোমবার সেই মামলাগুলোর একটি খারিজ করে দেয় কোর্ট। কোর্ট থেকে জানিয়ে দেওয়া হয় কোন ইউনিভার্সিটি কী সিদ্ধান্ত নেবে সেটা পুরোপুরি ইউনিভার্সিটির উপর নির্ভর করে, এর ওপর অতিরিক্ত ভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। চারিদিক থেকে বিফল তার ডাক শোনার পর এখনো পর্যন্ত ছাত্রছাত্রীরা হার মানেনি, চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা ইতিমধ্যেই এপ্লাই করতে চলেছে 3rd ডিভিশন বেঞ্চ এ।
খুব বেশি পরিমাণে সম্ভাবনা রয়েছে আজকেই বা কাল সকালের মধ্যেই 3rd ডিভিশন বেঞ্চের শুনানি হয়ে যাবে। যেহেতু কাল থেকেই M.Sc পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে তাই বেশী কিন্তু সময় নেই ছাত্র-ছাত্রীদের হাতে। যা করতে হবে এখনি করতে হবে এবং শীঘ্রই করতে হবে। তবে নিশ্চিত কালকের মধ্যেই সবকিছুই পরিষ্কার হয়ে যাবে। এবং পরীক্ষা শুরু হয়ে গেলে সম্ভবত কোনভাবেই আর সিদ্ধান্ত পরিবর্তন করা সম্ভব নয় অফলাইনেই পরীক্ষা হতে পারে।
