How to became millionaire বা কিভাবে কোটিপতি হওয়া যায়!

 How to became millionaire বা কিভাবে কোটিপতি হওয়া যায়!

Steps to became a millionaire বা কিভাবে কোটিপতি হওয়া যায়, এই সম্পর্কে জানতে হলে আগে আমাদেরকে কিছু ফ্যাক্ট জেনে নিতে হবে। ভারতীয় কারেন্সিতে 7.38 কোটি টাকা আয় করলে তাকে একজন মিলিয়নিয়ার বলা যায়। আরও একটা সবথেকে বড় ফ্যাক্ট হল যে ভারতে 0.05% লোক বর্তমানে মিলিয়নিয়ার অর্থাৎ আমরা বলতে পারি যে, ভারতের প্রত্যেক 50 হাজার লোকের মধ্যে একজন মিলিয়নিয়ার। মানে হিসাব করে দেখতে গেলে UPSC/IAS হওয়া একজন মিলিওনিয়ার হওয়ার থেকে তুলনামূলক সোজা.....!


উপরের কয়েকটা ফ্যাক্টঃ এবং ফিগারের উপর ভিত্তি করে আমাদের আগে বিবেচনা করা উচিত Why want to became a millionaire? যদি আপনি মনে করেন শুধুমাত্র দামি জামা কাপড়, দামি গাড়ি, দামি ঘর, Luxury Lifestyle আপনার মিলিওনিয়ার হওয়ার কারণ,  তাহলে দুঃখিত কারণ আপনি কোনদিনই মিলিয়নিয়ার হতে পারবেন না।


মিলিওনিয়ার হওয়ার একটা কঠিন তপস্যার মত যেখানে আপনাকে সব ভালো ভালো চিন্তা ভাবনা গুলোকে বেছে নিয়ে সব বদঅভ্যাসগুলো ত্যাগ করতে হয়। যেখানে আপনাকে কষ্ট আর আরামের মধ্যে দিয়ে কষ্টকে বেছে নিতে হয়। How to became Millionaire এর সঠিক উত্তর হয়তো কেউই দিতে পারবে না।  তবে এমন কতগুলো জিনিস আপনি বেশিরভাগ জায়গা থেকেই জানতে পারবেন, যে কোন কোন পদ্ধতি গুলো অবলম্বন করলে একজন মিলিয়নিয়ার হওয়া সম্ভব।


01) Self Growth- 

এটা এমন একটা জিনিস যেটা প্রত্যেকেরই রাখা উচিত, Self Growth কে বর্তমানে অনেকে মনে করে প্রত্যেকটা কাজে কিছু না কিছু অভিজ্ঞতা থাকা। আসলে কিন্তু তা নয়।  আপনি যেই কাজে সবথেকে বেশি সময় দেন বা যে কাজ করতে আপনার সব থেকে বেশি ভালো লাগে, শুধুমাত্র সেই কাজেই যত বেশি Self Growth হবে ততই আপনি Better হতে থাকবেন।


02) Daily Learning- 

Self Growth মনে হচ্ছে আপনি যেই কাজ করছেন সেই কাজের ওপর আপনার Growth আর Daily Learning মানে হচ্ছে বাস্তবিক জীবনের পরিস্থিতি সম্পর্কে আপনার শেখা, যেমন- how to handle failure, don't negative thinking self development ইত্যাদি ইত্যাদি।


03) Good People Surrounding- 

আপনি যদি বই পড়তে অভ্যস্ত থাকেন তাহলে ইতিমধ্যেই জেনেছেন আপনি আপনার আশেপাশের পাঁচজনের সমষ্টি। এটা বাস্তবিকেই অনেকটা সত্য। তাই চেষ্টা করুন সবসময় ভালো এবং সফল লোকেদের মাঝখানে থাকার। আর যদি না সম্ভব হয় তাহলে ভার্চুয়াল জীবনে সফল লোকেদের কাছে থাকার চেষ্টা করুন এবং আশেপাশের লোকেদের এড়িয়ে চলুন। মানে পাশের বাড়ির বেকার ছেলেটার সঙ্গে না ঘুরে আপনি অনলাইনে follow করতে পারেন কোনো সফল mentor কে।


04) Patience- 

সবকিছুর পরও আপনার ধৈর্য যদি না থাকে আপনি হাজার চেষ্টা করলেও সফল হতে পারবেন না। ধৈর্য আপনাকে রাখতেই হবে। বহুবার বিফল হবেন উঠে দাঁড়াতে হবে লড়তে হবে এবং চেষ্টা চালিয়ে যেতে হবে। সব সময় সফল সেই হয় 5 গুনেই ভালো!


তাই চেষ্টা চালিয়ে যান এবং চাইলে ফলো করতে পারেন আমাদের ওয়েবসাইটকে এখানে প্রত্যেকদিন একটা-না-একটা Book Review এবং Self Development related post হয়। সম্পূর্ণ বাংলায় শিখুন, জানুন রোজ

নবীনতর পূর্বতন

نموذج الاتصال

close