এই মুহূর্তে সব থেকে বড় খবর, পুনরায় বসলো সিন্ডিকেট মিটিং সিদ্ধান্ত কোন দিকে যাচ্ছে অনলাইন না অফলাইন!
দীর্ঘদিন রাজ্যে করোনা পরিস্থিতি থাকার জন্য অনলাইনে পরীক্ষা হয়েছিল, এবছর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক অনলাইন থেকে অফলাইন মোড এ পরীক্ষার জন্য দাবি জানায়। তারপর থেকেই রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজে শুরু হয় আন্দোলন এবং ছাত্র বিক্ষোভ।
রাজ্যে বিভিন্ন কলেজ যেমন ম্যাকাউন্ট, বিদ্যাসাগর, কল্যাণী ইউনিভার্সিটির মত বড় বড় ইউনিভার্সিটি অনলাইন পরীক্ষাতেই শেষমেষ মত প্রকাশে বাধ্য হয়। ক্যালকাটা ইউনিভার্সিটি অফ বৈঠকের মাধ্যমে সমাধান বের করার চেষ্টা করেছিল পরপর তিনটি মিটিং করে। প্রথম মিটিং 20 তারিখে, দ্বিতীয় মিটিং 27 তারিখে, তৃতীয় মিটিং হয় 3 তারিখে। সব মিটিংয়েই উপর ভিত্তি করে 3 তারিখের শেষ মিটিংয়ে সিন্ডিকেট সিদ্ধান্ত নেয় অফলাইনে পরীক্ষা হবে।
অফলাইন পরীক্ষার ঘোষণা হওয়ার পর থেকেই ছাত্রছাত্রীদের ওপর যারা ঝড় বইছে। আজ 6 জুন সবথেকে বড় আন্দোলনের জন্য ডাক দেওয়া হয়েছিল ক্যালকাটা ইউনিভার্সিটির বাইরে। প্রচুর পরিমাণে ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ আন্দোলনের জেরে সিন্ডিকেটের কান পর্যন্ত এই কথাটা নিয়ে যেতে সফল হয়। বর্তমান পরিস্থিতি সবথেকে বড় খবর হচ্ছে সিন্ডিকেট মিটিং আবারও বসেছে। শান্তিপূর্ণ আন্দোলনের এটা একটা জয় বললেও চলে।
আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আপডেট এসে যেতে পারে। বর্তমানে টুইট এর মাধ্যমেও মুখ্যমন্ত্রীর কান পর্যন্ত কথাটা শুনতে কিছুটা হলেও সক্ষম হয়েছে ছাত্রছাত্রীরা। রাজ্যের বড় বড় নিউজ চ্যানেল যেমন tv9, cnn রাও নিউজ কভারিং এর জন্য এসেছে।
এই পরিস্থিতির সময় ছাত্র-ছাত্রীদের দাবি-দাওয়া নিয়ে সিন্ডিকেট মিটিং বসার জন্য কিছু ছেলে মেয়ে কে প্রতিনিধিত্ব করার জন্য পাঠানো হয়েছে ঐ মিটিং এ। আজকের মধ্যেই একটা খবর আসতে চলেছে Calcutta University এর পক্ষ থেকে। Exclusive সিদ্ধান্ত জানার জন্য সবার আগে চোখ রাখুন এই ওয়েবসাইটে।
