মাধ্যমিক রুটিন 2023 কবে থেকে শুরু হচ্ছে?

10th class routine

মাধ্যমিক রুটিন 2023 কবে থেকে শুরু হচ্ছে? 

প্রতিবছর ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যেই মাধ্যমিক পরীক্ষা হয়ে যায় এবং তার পরবর্তী এক মাসের মধ্যেই তাদের ফলাফল প্রকাশিত হয়ে যায়। 2023 সালে মাধ্যমিক পরীক্ষার সম্ভাব্য দিনগুলো নিচে দেওয়া রইল।


 তোমাদের মাধ্যমিক প্রস্তুতির জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ Study Material লাগে যেমন- প্রত্যেকটা বিষয় চ্যাপ্টার ভিত্তিক সাজেশন, Madhyamik math book solution, Madhyamik important math MCQ, chapter wise Madhyamik suggestion with solution, English grammar and important notes সবকিছুই এই ওয়েবসাইটে প্রদান করা হয়। তোমরা চাইলে প্রতিনিয়ত ওয়েবসাইট থেকে এই চাহিদাগুলো পূরণ করতে পূরণ করতে পারো।

2023 10th exam date


1. 2023 মাধ্যমিক পরিক্ষা কবে হবে?

    2023 মাধ্যমিক পরিক্ষা 23 February থেকে 4 মার্চ 2023 পর্যন্ত চলবে। 

2. মাধ্যমিক পরীক্ষার পাশ নম্বর কত? 

    প্রত্যেক বিষয়ে ন্যূনতম 25 পেতে হবে।

3. মাধ্যমিকে কত নম্বরে ফার্স্ট ডিভিশন?

    700 এর মধ্যে মোট 420 বা তার বেশি পেতে হবে।

4. মাধ্যমিকে সেকেন্ড ডিভিশন কত নাম্বার ?

    মোট নম্বর যদি 212 থেকে 300 নম্বর হয়। 

5. মাধ্যমিকে থার্ড ডিভিশন কত নাম্বার ? 

    212 নম্বর বা তার নীচে

6. মাধ্যমিক রেজাল্ট দেখার ওয়েবসাইট ? 

    মাধ্যমিক রেজাল্ট দেখার ওয়েবসাইট wbresults.nic.in


 মাধ্যমিক এর সময়সূচী যদি পরিবর্তন হয়, তাহলে আপডেট দিয়ে জানিয়ে দেওয়া হবে!

নবীনতর পূর্বতন

نموذج الاتصال

close