কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংক এর পার্থক্য লেখ

 

কেন্দ্রীয়-ব্যাংক-ও-বাণিজ্যিক-ব্যাংক-এর-পার্থক্য


কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংক এর পার্থক্য লেখ

প্রত্যেকটি দেশে একটি মাত্র কেন্দ্রীয় ব্যাংক থাকে এবং এক বা একের বেশি বাণিজ্যিক ব্যাংক থাকতে পারে। ভারতের কেন্দ্রীয় ব্যাংক হল RBI। ভারতের কয়েকটি বাণিজ্যিক ব্যাংক এর উদাহরণ হল SBI, UBI, PNB ইত্যাদি।বাণিজ্যিক ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তার মধ্যে কিছু পার্থক্য নিম্নরূপ এ দেওয়া হল


১) সংজ্ঞা:

যে ব্যাংক দেশের ব্যাংক ব্যবস্থার শীর্ষে অবস্থান করে এবং অর্থব্যবস্থার সামগ্রিক তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করে তাকেই কেন্দ্রীয় ব্যাংক বলে।অন্যদিকে যে সমস্ত ব্যাংক জনসাধারণের নিকট হতে চাওয়া মাত্র ফেরত দেওয়ার শর্তে আমানতের সংগ্রহ করে এবং প্রয়োজনে বিনিয়োগকারীদের ঋণ দিয়ে থাকে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে।


২) সংখ্যা:

প্রতিটি স্বাধীন দেশে একটি মাত্র কেন্দ্রীয় ব্যাংক থাকে। অন্যদিকে প্রতিটি স্বাধীন দেশে একাধিক বাণিজ্যিক ব্যাংক থাকতে পারে।


৩) নোট প্রচলন ক্ষমতা:

কেন্দ্রীয় ব্যাংকের নোট প্রচলন একচেটিয়া ক্ষমতা ভোগ করে। অন্যদিকে বাণিজ্যিক বেঙ্গলি নোট প্রচলন এর কোনো ক্ষমতাই নেই।


৪) মূল লক্ষ্য:

কেন্দ্রীয় ব্যাংক এর মূল লক্ষ্য হল দেশের দ্রব্যসমূহর মূল্যস্তরের স্থিতিশীলতা বজায় রাখা, মুনাফা অর্জন করা নয়। অন্যদিকে বাণিজ্যিক ব্যাংকের মূল লক্ষ্য হলো বাণিজ্যিক ব্যবস্থার মাধ্যমে মুনাফা অর্জন করা।


৫) ঋণ কর্তা:

কেন্দ্রীয় ব্যাংক হল বাণিজ্যিক ব্যাংকের ঋণের নিয়ন্ত্রণকর্তা। অন্যদিকে বাণিজ্যিক ব্যাংক হল ঋণের সৃষ্টিকর্তা।


৬) মূল কাজের উদ্দেশ্য:

কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং কাজকর্মের মূল উদ্দেশ্য হল দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করা। অন্যদিকে বাণিজ্যিক ব্যাংকের ব্যাংকিং ব্যবস্থার মূল উদ্দেশ্য হল দেশের অর্থনৈতিক উন্নতিকে ত্বরান্বিত করা নয়, অত্যাধিক মুনাফা অর্জন করা।

নবীনতর পূর্বতন

نموذج الاتصال

close