Class 12 Economics chapter 5 wbbhse | উৎপাদন ব্যয় বিশ্লেষণ সমস্ত প্রশ্নউত্তর

  

Class 12 Economics chapter 5 wbbhse

উৎপাদন ব্যয় বিশ্লেষণ

উচ্চ মাধ্যমিক পরীক্ষার অন্তর্গত অর্থনীতি বিষয়ের ৫ নম্বর অধ্যায় 'উৎপাদন ব্যয় বিশ্লেষণ' থেকে ১ নম্বরের ১টি, ২ নম্বরের ১টি প্রশ্ন থাকবে। এই অধ্যায়ের অন্তর্গত গুরুত্বপূর্ণ ১ নম্বরের প্রশ্ন গুলো নিচে দেওয়া হল।

প্রশ্নের মানঃ ০২


প্রশ্নের মানঃ ০১

A)সঠিক উত্তরটি নির্বাচন করোঃ

1.কোনো উপকরণের বিকল্প ব্যবহার থেকে যা উপার্জন হতে পারত তাই হবে ওই উপকরণের সুযোগ ব্যয়

 a. আর্থিক ব্যয় b.প্রকৃত ব্যয় c.সুযোগ ব্যয় d. গড় ব্যয়

Ans.c

2. মোট স্থির  ব্যয় রেখার আকৃতি হবে

c. উত্তল d. অবতল b. উর্ধ্মুখী  অনুভূমিক

Ans.a

3. গড় ব্যয় কমলে

a. প্রান্তিক ব্যয় কমবে b. প্রান্তিক ব্যয় বাড়বে c.প্রান্তিক ব্যয় গড় ব্যয় অপেক্ষা কম হবে d. প্রান্তিক ব্যয় গড় ব্যয় অপেক্ষা বেশি হবে

Ans.c

4. গড় স্থির ব্যয় রেখা

a.নিম্নমুখী b.অনুভূমিক  c.U আকৃতির d,উর্ধমুখী

Ans.a

5. স্বল্পকালে গড় ব্যয় রেখা হয়

a. U আকৃতির b.উর্ধমুখী c. নিম্নমুখী d. অবতল

Ans.a

6. গড় ব্যয়ের নিম্নতম বিন্দুতে

a.গড় ব্যয় = প্রান্তিক ব্যয় b. প্রান্তিক ব্যয় সর্বনিম্ন c.গড় ব্যয় > প্রান্তিক ব্যয় d. গড় ব্যয় < প্রান্তিক-ব্যয়

Ans.a

7. স্থির ব্যয় এবং পরিবর্তনীয় ব্যয়ের পার্থক্য প্রযোজ্য

a. শুধু স্বল্পকালে b. শুধু দীর্ঘকালে c.স্বল্পকালে এবং দীর্ঘকালে d. কোনোটিই নয়

Ans.a

8. যখন MC < AC তখন AC হবে

a. নিম্মুখী  b. উর্ধমুখী c.স্থির d.এর কোনোটিই নয়

Ans.a

9. গড় ব্যয় বাড়লে প্রান্তিক ব্যয়

a. বাড়বে b. কমবে c. গড় ব্যয় অপেক্ষা বেশি হবে d. গড় ব্যয় অপেক্ষা কম হবে

Ans.c

10. স্বল্পকালের প্রান্তিক ব্যয়রেখা

a.নিম্নমুখী b. উর্ধমুখী c.U আকৃতির d.V আকৃতির

Ans.d

11. স্বল্পকালীন পরিবর্তনীয় ব্যয় রেখা

a.নিম্নমুখী b. উর্ধমুখী c.U আকৃতির d.S আকৃতির

Ans.d

12. যখন AVC সর্বনিম্ন তখন

a.AVC = MC b.AVC > MC c. AVC < MC  d. AVC = AC

Ans.a

13. স্বল্পকালীন ব্যয় রেখার আকৃতি নির্ধারিত হয় যে নিয়মের ডিত্তিতে সেটি হল

a.পরিবর্তনীয় অনুপাতের নিয়ম b. মাত্রাবৃদ্ধির প্রতিদানের নিয়ম c. a এবং b উভয়ই d. a এবং b কোনোটিই নয়

Ans.a

14. যখন উৎপাদন পদ্ধতিতে সমহার মাত্রা বৃদ্ধির প্রতিদানের নিয়ম কার্যকরী হয়, তখন LAC রেখাটি হবে

a. নিম্নমুখী b.উর্ধমুখী c.অনুভূমিক d. উলম্ব

Ans.c

15. যদি উৎপাদন পদ্ধতিতে সকল সময়েই সমহার মাত্রা বৃদ্ধির প্রতিদানের নিয়ম কার্যকরী হয় তাহলে দীর্ঘকালীন মোট ব্যয় রেখা হবে

a.মূল বিন্দুগামী সরলরেখা  b. উত্তল বক্রেরেখা c.অবতল বক্ৰরেখা d.অনুভূমিক সরলরেখা

Ans.a

16. স্বল্পকালীন AC রেখার বহিঃস্পর্শক থেকে পাওয়া যায়

a.LAC b.LMC রেখা c. a b উভয়ই d. a এবং b এর কোনোটিই নয়

Ans.c

17. কোন রেখাটির আকৃতি হবে আয়তক্ষেত্রিক পরাবৃত্ত?

a. AVC b. AFC  c. AC d. MC

Ans.b

18. AC, MC এবং AVC রেখার মধ্যে সবথেকে আগে সর্বনিম্ন হয় রেখা সবথেকে শেষে সর্বনিম্ন হয় রেখা

a. AC, MC b. MC, AC c. MC, AVC  d. AVC, AC

Ans.b

19. TC রেখা এবং TVC রেখার মধ্যে উলম্ব দূরত্ব

a. ক্রমাগত বাড়ে b. ক্রমাগত কমে c.সর্বদা সমান থাকে  d. কোনোটিই নয়

Ans.c

20. AC রেখা এবং TVC রেখার মধ্যে উত্তম দূরত্ব

a. ক্রমাগত বাড়ে  b ক্রমাগত কমে c. একই থাকে  d. কোনোটিই নয়

Ans.b

21. উৎপাদনের ক্ষেত্রে বাইরে থেকে উপকরণ সংগ্রহ করার জন্য অর্থের আকারে ফার্মের যে ব্যয় হয় তাকে বলে

a সুস্পষ্ট ব্যয় b. অন্তর্নিহিত ব্যয় c. সুযোগ ব্যয় d. কোনোটিই নয়

Ans.a

22. উৎপাদকের নিজের দ্বারা সরবরাহ করা উৎপাদনের ওপর আরোপিত ব্যয়কে বলে

a. সুস্পষ্ট ব্যয় b.অন্তর্নিহিত ব্যয় c.সুযোগ ব্যয়  d. কোনোটিই নয়

Ans.c

23. দীর্ঘকালে পরিবর্তনীয় উপাদানের সংখ্যা হল

a.একটি b. দুটি c.তিনটি d.সব উপাদান

Ans.d

24. মোট ব্যয়রেখার আকৃতি হল

a. অনুভূমিক b. উলম্ব c. ‘V' আকৃতিরd ওলটানো d. 'S' আকৃতির

Ans.d

25. মোট পরিবর্তনশীল ব্যয়রেখা হল

a. অনুভূমিক b.ওলটানো S' আকৃতির c. উলম্ব d. আয়তাকার পরাবৃত্তের মতো

Ans.b

26. গড় ব্যয়রেখার আকৃতি হল

a. অনুভূমিক b.‘U' আকৃতির c. উলম্ব d. আয়তাকার পরাবৃত্তের মতো

Ans.b

27. গড় স্থির ব্যয়রেখা হল

a. উলম্ব b.আয়তাকার পরাবৃত্তের মতো c.অনুভূমিক d. 'U' আকৃতির

Ans.b

28. গড় পরিবর্তনশীল ব্যয়রেখা হল

a. উলম্ব b.আয়তাকার পরাবৃত্তের মতো c.অনুভূমিক d. 'U' আকৃতির

Ans.d

29. প্রান্তিক ব্যয়রেখা হয়

a. উলম্ব b.আয়তাকার পরাবৃত্তের মতো c.অনুভূমিক d. 'U' আকৃতির

Ans.d

30. প্রান্তিক ব্যয়রেখা যখন গড় ব্যয়রেখাকে ছেদ করে তখন গড় ব্যয়

a. সর্বোচ্চ হয় b.বৃদ্ধি c.সর্বনিম্ন হয়  d.হ্রাস পায়

Ans.c

31. AVC যখন বৃদ্ধি পায় তখন_____হয়

a.MC > AVC  b. MC=AVC  c. AC > AVC d. কোনোটিই নয়

Ans.a

32. উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে গড় স্থির ব্যয়

a. বৃদ্ধি পায় b.হ্রাস পায় c. স্থির থাকে d. কোনোটিই নয়

Ans.b

33. AC যখন হ্রাস পায় তখন____ হয়

a. MC > AC b. MC = AC c.AC > MC d. কোনোটিই নয়

Ans.c

34. TC রেখা হল TFC এবং TVC-_____এর যোগফল

a. অনুভূমিক  b. উলম্ব c. কৌণিক d. কোনোটিই নয়

Ans.b

35. AC রেখা হল AFC এবং AVC____এর যোগফল

a. অনুভূমিক  b. উলম্ব c. কৌণিক d. কোনোটিই নয়

Ans.b

36. স্বল্পকালীন গড় ব্যয়রেখার বহিঃস্পর্শক বা মোড়ক হল

a.LMC b.LAC c.LMC ও LAC d.কোনোটিই নয়

Ans.b 

37. কোন রেখাটি সব থেকে আগে সর্বনিম্ন হয়?

a.MC b.AC c.AVC d.কোনোটিই নয়

Ans.a

38. কোন রেখাটি U' আকৃতির নয়

a.AC b. AVC c. MC d.TVC

Ans.d

39. কোন্ রেখাটি ওলটানো 'S' আকৃতির?

a.TC b. AC c.MC d.TFC

Ans.a

40. কোন রেখাটি 'U আকৃতির হয়?

a.TC b. AC c.TFC d.TVC

Ans.b

41. সমহার ব্যয়সম্পন্ন শিল্পের ক্ষেত্রে দীর্ঘকালীন মোট ব্যয়রেখা হবে

a.উত্তল b. অবতল  c.অনুভূমিক d.মূলবিন্দুগামী সরলরেখা

Ans.c

42. সমহার মাত্রা বৃদ্ধির প্রতিদান কার্যকরী হলে LAC রেখার আকৃতি হবে

a.উত্তল b. অবতল  c.আয়তাকার পরাবৃত্তের মতো d.আনুভূমিক

Ans.d

43. নীচের কোনটি স্থির-ব্যয়ের-উদাহরণ নয় ?

a. স্থায়ী কর্মচারীদের বেতন b.কাঁচামালের মূল্য c.বিমার প্রিমিয়াম d. লাইসেন্স ফি

Ans.b

44. নীচের কোন্টি পরিবর্তনীয় ব্যয় নয়?

a.কাঁচামালের ব্যয় b.মজুরি c.জ্বালানির ব্যয় d.যন্ত্রপাতির ক্ষতি

Ans.d

45. TC = TVC +____

a.TFC b. AFC c. AVC d. MC

Ans.a

46. AVC + AFC =

a.AC b. MC c. TC d. TFC

Ans.a

47. অর্থনৈতিক তত্ত্বে ধরা হয় যে TVC রেখাটি

a. মূলবিন্দুগামী সরলরেখা  b. প্রথমে উত্তল পারে অবতল উর্চ্বমুখী বক্ররেখা c.প্রথমে অবতল পরে উত্তন উর্ধমুখী বক্ররেখা d. নিম্নমুখী বক্ররেখা

Ans.c

48. এক ইউনিট দ্রব্য বেশি উৎপাদন করতে হলে যে অতিরিক্ত ব্যয় করতে হয় তাকে বলে ওই ইউনিটের____

a. গড় ব্যয় b. মোট ব্যয় c. প্রান্তিক ব্যয় d. গড় পরিবর্তনীয় ব্যয়

Ans.c

49. AVC রেখা U-আকৃতির হয়

a.পরিবর্তনীয় অনুপাতের নিয়ম কার্যকরী হয় বলে b. পরিবর্তনীয় উপাদানের গড় উৎপাদন বাড়ে বলে  c. পরিবর্তনশীল উপাদানের গড় উৎপাদন কমে বলে  d. পরিবর্তনীয় উপাদানের দাম বাড় বলে

Ans.a

50.দীর্ঘকালীন ব্যয় ও স্বল্পকালীন ব্যয়ের মধ্যে নীচের কোন্ সম্পর্কটি সত্য?

a. দীর্ঘকালীন ব্যয় স্বল্পকালীন ব্যয়ের বেশি হবে b. দীর্ঘকালীন ব্যয় স্বল্পকালীন ব্যয়ের কম হবে c.দীর্ঘকালীন ব্যয় স্বল্পকালীন ব্যায়ের সমান হবে d.দীর্ঘকালীন ব্যয় স্বল্পকালীন ব্যয়ের কম অথবা সমান হবে

Ans.d

51.মোট ব্যয় রেখার বাঁক বদলের বিন্দুতে

a.MC হবে সর্বনিম্ন b.AC হবে সর্বনিম্ন c.MC = AC হবে d.MC হবে উর্ধ্বমুখী

Ans.a

52. LAC রেখা SAC রেখাগুলির

a. নিম্নতম বিন্দু দিয়ে যায় b.প্রত্যেকটিকে নীচের থেকে স্পর্শ করে c. মতো U আকৃতির হবে না d. নিম্নমুখী অংশে স্পর্শ করে

Ans.b

53. স্বল্পকালে উৎপাদনের পরিমাণ শূন্য হলে, ফার্মের মোট ব্যয় হবে

a.TVC b.TFC c. TFC+TVC d. 0

Ans.b

54. স্বল্পকালে উৎপাদনের পরিমাণ শূন্য হলে, ফার্মের TVC-এর মান হবে

a.শূন্য (0) b.ধনাত্তক c.ঋণাত্মক  d.কোনোটিই নয়

Ans.a

55. স্বল্পকালে ফার্মের প্রান্তিক ব্যয় (MC) নির্ভর করে

a.TFC এর পরিবর্তনের ওপর b.TVC-এর পরিবর্তনের ওপর c. উভয়ের পরিবর্তনের ওপর d. কোনোটিই নয়

Ans.b

56. স্বল্পকালে AVC রেখা U আকৃতি হওয়ার কারণ হল

a.পরিবর্তনীয় অনুপাতের নিয়ম কার্যকরী হওয়া b. মাত্রাবৃদ্ধির প্রতিদানের নিয়ম কার্যকরী হওয়া c. ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগের নিয়ম কার্যকরী হওয়া d. কোনোটিই নয়

Ans.a

57. ফার্মের AC যখন বাড়ছে তখন

a. MC < AC b. AC < MC c. MC = AC d. কোনোটিই নয়

Ans.b

58. স্বল্পকালে ফার্মের AVC রেখাটি হবে ফার্মের পরিবর্তনীয় উপাদানের

a.AP রেখার প্রতিচ্ছবি b. MP রেখার প্রতিচ্ছবি c. AP এবং MP উভয় রেখার প্রতিচ্ছবি d. কোনোটিই নয়

Ans.a

59. স্বল্পকালে ফার্মের MC রেখাটি হবে ফার্মের পরিবর্তনীয় উপাদানের

a. AP রেখার প্রতিচ্ছবি  b. AP এবং MP উভয় রেখার প্রতিচ্ছবি c.MP রেখার প্রতিচ্ছবি d. কোনোটিই নয়

Ans.c

60. লেফাফা বা মোড়ক (Envelope) রেখা বলা হয়

a. SAC রেখাকে b. AVC রেখাকে  c. LAC রেখাকে   d. LMC রেখাকে

Ans.c

61. স্বল্পকালে কোনো প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয়ের ক-টি অংশ?

a. একটি b. দুটি c.তিনটি d.চারটি

Ans.b

62. দীর্ঘকালে যে ব্যয় থাকে না, সেটি হল

a.স্থির ব্যয় b. পরিবর্তনশীল ব্যয় c. উৎপাদন ব্যয় d. কোনোটিই নয়

Ans.a

63. নীচের কোনটি পরিবর্তনশীল ব্যয়ের উদাহরণ

a. কাঁচামালের জন্য ব্যয় b. জ্বালানি ব্যয় c.পরিবহণ ব্যয় d স্থায়ী কর্মীদের বেতন

Ans.d

64. চুক্তিবন্ধ ব্যয় হল

a. পরিবর্তনশীল ব্যয় b. গড় ব্যয় c.প্রান্তিক ব্যয় d.স্থির ব্যয়

Ans.d

65. TFC রেখার আকৃতি হবে

a. অনুভূমিক b. উর্ধ্বমুখী c. উত্তল  d অবতল

Ans.a

66. 10 একক উৎপাদনের জন্য ফার্মের মোট ব্যয় 500 টাকা হলে, গড় ব্যয় হয়

a.50 টাকা  b.10 টাকা  c. 500 টাকা  d.5000 টাকা

Ans.a

67. দীর্ঘকালে সমস্ত ব্যয়ই হল

a. স্থির ব্যয় b.গড় ব্যয় c.পরিবর্তনশীল ব্যয় d. প্রান্তিক ব্যয়

Ans.c

68. MC সর্বদা AC- কোন্ বিন্দুতে ছেদ করে?

 a.উর্ধবতম বিন্দুতে  b.নিম্নতম বিন্দুতে  c.বামদিকের যে-কোনো বিন্দুতে  d. ডানদিকের যে-কোনো বিন্দুতে

Ans.b

69. উৎপাদনের পরিমাণ শূন্য হলে কাঁচামালের জন্য ব্যয় হবে

a.শূন্য  b.ধনাত্তক c.ঋণাত্মক d. কোনোটিই নয়

Ans.a

70. যখন AC সর্বনিম্ব, তখন

a.AC=MC b. AC > MC  c. AC < MC  d. কোনোটিই নয়

Ans.a

71. দীর্ঘকালীন মোট ব্যয় (LTC) রেখার আকৃতি হবে

a.উত্তল b. অনুভূমিক c.ওলটানো s আকৃতির  d. নিম্নমুখী সরলরেখা

Ans.c

72. স্বল্পকালীন সময়ে ফার্মের উপস্থিত খরচ বা পরোক্ষ খরচ হল

a.TVC b.TFC c.TFC+TVC d. কোনটিই নয় 

Ans.b

73. স্বল্পকালীন সময়ে ফার্মের মুখ্য ব্যয় বা প্রত্যক্ষ ব্যয় হল

a.TVC b.TFC c.TFC+TVC d. কোনটিই নয়

Ans.a

74. স্বল্পকালীন সময়ে ফার্মের প্রান্তিক ব্যয় (SMC) নির্ভর করে

a.TFC-এর পরিবর্তনের ওপর b. TVC-এর পরিবর্তানের ওপর c. উভয়ের পরিবর্তনের ওপর d. কোনোটিই নয়

Ans.b

75) ফার্মের AVC যখন সর্বনিম্ন, তখন

a. MC < AVC b. MC > AVC c. MC = AVC d. AC = AVC

Ans.c

76. ফার্মের LTC রেখা ওলটানো s আকৃতির, কারণ হল

a. উৎপাদনের মাত্রাজনিত প্রতিদানের বিধি b. পরিবর্তনশীল উপাদানের প্রতিদানের বিধি c. ক্রমহাসমান প্রান্তিক উপযোগ বিধি d. কোনোটিই নয়

Ans.a

77. ফার্মের প্রতিটি উৎপাদনের স্তরে

a. SAC > LAC b.SAC >= LAC c.LAC > SAC d. LAC >= SAC

Ans.b

78. দীর্ঘকালীন সময়ে ফার্মের লেফাফা রেখা' বা 'পরিকল্পনা রেখা' হল

a. SAC রেখা  b. AFC রেখা c.LAC রেখা d. কোনোটিই নয়

Ans.c

79. কাম্য আয়তনের উৎপাদনের স্তরে ফার্মের

a. LAC ক্রমহ্রাসমান হয় b. LAC ক্রমবর্ধমান হয় c.LAC সর্বনিম্ন হয় d. LAC = 0

Ans.c

 

        প্ৰিয় ছাত্র-ছাত্রী তোমাদের অন্যান্য সাপ্লিমেন্টারি কোনো নোটস বা রেফারেন্স প্রয়োজন হলে তোমরা আমাদের যোগাযোগ করতে পারো। তোমার শ্রেণীর অন্তর্গত সমস্ত বিষয়ের সাজেশন এবং ছোট বড় প্রশ্ন উত্তর এই ওয়েবসাইটে দেওয়া আছে, তোমরা চাইলে সেগুলো পড়ে দেখতে পারো। ফাইনাল পরীক্ষার আগে প্রত্যেকটা বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নের আরও একটা সাজেশন বের হবে, সেটা পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যেও।

2023 উচ্চমাধ্যমিক পরীক্ষার সাজেশন এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রত্যেক বিষয়ের শেষ দশ বছরের প্রশ্নপত্র পাওয়ার জন্য ওয়েবসাইটটি অবশ্যই ফলো করো।

নবীনতর পূর্বতন

نموذج الاتصال

close