উচ্চ মাধ্যমিক পরীক্ষার অন্তর্গত অর্থনীতি বিষয়ের ৭ নম্বর অধ্যায় 'মুনাফা সর্বাধিকরন' থেকে ১ নম্বরের ১টি প্রশ্ন থাকবে। এই অধ্যায়ের অন্তর্গত গুরুত্বপূর্ণ ১ নম্বরের প্রশ্ন গুলো নিচে দেওয়া হল।
প্রশ্নের মানঃ ০১
মুনাফা সর্বাধিকরন
নীতি
A)সঠিক উত্তরটি নির্বাচস্লেসনঃ
1. মুনাফা সর্বাধিকরণের প্রথম ক্রমের শর্ত হল
a. AR = MR b. MR = MC c. AR = AC d. AR = MC
Ans. b
2. মোট রেভিনিউ
ও
মোট ব্যয় সমান হলে_____মুনাফা অর্জিত হয়।
a. শূন্য b.স্বাভাবিক c. ধনাত্মক d. ঋণাত্মক
Ans.b
3.AVC রেখার নিম্নতম বিন্দুকে বলে
a. না-লাভ না-ক্ষতির বিন্দু b. উৎপাদন বন্ধের বিন্দু c. দীর্ঘকালীন ভারসাম্য বিন্দু d. সর্বনিম্ন ক্ষতির বিন্দু
Ans.b
4. না-লাভ না-ক্ষতির বিন্দু বলা হয়______রেখার নিম্নতম বিন্দুকে।
a. AC b. AVC c. MCd. TC
Ans.a
5. যখন MR > MC তখন উৎপাদন বাড়লে মোট মুনাফা
a. কমবে b.বাড়বে c. একই থাকবে d. সর্বোচ্চ হবে
Ans.b
6. যখন MR < MC তখন উৎপাদন বাড়লে মোট মুনাফা
a. কমবে b. বাড়বে c. একই থাকবে d. সর্বোচ্চ হবে
Ans.a
7. ফার্মের লক্ষ্য সংক্লান্ত চিরাচরিত তত্ত্বে ধরা হয় যে, ফার্মের লক্ষ্য হল
a. উৎপাদন সর্বাধিক করা b. বিক্রি সর্বাধিক করা c.মুনাফা সর্বাধিক করা d. a., b., c.-এর কোনোটিই ঠিক নয়
Ans.c
৪.যখন ফার্ম দামকে প্রদত্ত বলে ধরে নেয় তখন ফার্মের লোকসান হলেও সে উৎপাদন চালিয়ে যাবে, যখন
a.P< AVC b. AC
< P =< AVC c.AC > P2 >= AVC
d. P> AC
Ans.c
9.দামগ্রহীতা ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করবে, যখন
a. P> AC b. P=
AC c. P< AC d. P >= AC
Ans.b
10. নীচের কোনটি মুনাফা সর্বাধিকরণ তত্ত্বের অনুমান নয়?
a. ফার্মের মালিক একজন ব্যক্তি b. ফার্ম তার চাহিদা ও ব্যয় নিশ্চিতভাবে জানে c. উৎপাদন ব্যয় ছাড়া অন্য কোনো ব্যয় নেই। d. ফার্ম অনিশ্চিত
অবস্থার
মধ্যে
কাজ
করে
Ans.d
11. মোট রেভিনিউ
ও
মোট ব্যয়ের পার্থক্যকে বলে
a.স্থুল মুনাফা b.নিট মুনাফা c. স্বাভাবিক মুনাফা d. এর কোনোটিই নয়
Ans.a
12.স্থুল মুনাফা থেকে সংগঠকের নিজস্ব সরবরাহ করা উপাদানের ব্যয়ের পার্থক্যকে বলে
a. মোট মুনাফা
b নিট
মুনাফা c.
স্বাভাবিক
মুনাফা
d. চুক্তিভিত্তিক
ব্যয়
Ans.b
13. নীচের কোন বক্তব্যটি মুনাফার সম্পার্কে প্রযোজ্য নয়?
a. মুনাফা উদবৃত্ত আয় b. মুনাফা চুক্তি দ্বারা নির্দিষ্ট হয় না c. মুনাফা শূন্য বা ঋণাত্মক
হতে
পারে
d. মুনাফা
সহসা
পরিবর্তিত
হয়
না
Ans.d
14. মুনাফা সর্বাধিক করার যথেষ্ট শর্ত হল
a. MR রেখাকে MC রেখা ওপর থেকে ছেদ করবে b.MR রেখাকে MC রেখা নীচ থেকে ছেদ করবে c. MR রেখার ঢাল ও MC রেখার ঢাল সমান d. MR রেখার ঢাল > MC রেখার ঢাল
Ans.b
15.ফার্ম উৎপাদন বন্ধ করবে যখন
aমোট রেভিনিউ
< মোট
পরিবর্তনীয় ব্যয় b. মোট ক্ষতি
> মোট
স্থির ব্যয় c. a. ও b. উভয়ই d. a. ও b.-এর কোনোটিই নয়
Ans.a
16. মাট মুনাফা হল মোট আয় ও মোট ব্যয়ের
a. যোগফল b.বিয়োগফল c. গুণফল d. ভাগফল
Ans.b
17. মোট মুনাফার
পরিমাণ
নিট
মুনাফার
চেয়ে
a.বেশি হয় b. কম হয় c. সমান হয় d. এর কোনোটিই নয়
Ans.a
18. ভারসাময উৎপাদনে MC রেখার ঢাল MR রেখার ঢাল অপেক্ষা
a. বেশি হয় b. কম হয় c.সমান হয় d.এর কোনোটিই নয়
Ans.a
19. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে মুনাফা সর্বাধিকরণের প্রয়োজনীয় শর্তটি হল
a.MR – MC b. MR > MC c. TR = TC d. AR = AC
Ans.a
20, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে মুনাফা সর্বাধিকরণের যথেষ্ট বা পর্যাপ্ত শর্তটি হল
a.MC রেখা নিম্নাভিমুখী b.MC রেখা উর্ধবমুখী c. MR – MC d. AR = MR
Ans.b
21.TR > TVC হলে কোনো ফার্ম উৎপাদন
a.চালাবে b. চালাবে না c. কিছুটা চালাবে d. এর কোনোটিই নয়
Ans.a
22. নীচের কোন অবস্থায় ফার্মটি উৎপাদন বন্ধ করে দেবে?
a. TR > TVC b. TR = TVC c.TR < TVC d. এর কোনোটিই নয়
Ans.c
23. মোট মুনাফার
একটি
উপাদান
হল
a. নিজস্ব জমি b. অন্যের জমি c. ঋণের ঝুঁকি d. এর কোনোটিই নয়
Ans.a
24. কখন একটি ফার্মের প্রান্তিক ক্ষতি হয়?
a. যখন MR > MC হয় b. যখন MR = MC হয় c. যখন MC = 0 হয় d.MC > MR হয়
Ans.d
25. ভারসাম্য উৎপাদন স্তরে নীচের কোন শর্তটি হওয়া উচিত?
a. P>= AVC min b. P > AVC min c. P = AVC min d. P <
AVC min
Ans.a
26. পূর্ণ প্রতিযোগিতার বাজারে ফার্ম দীর্ঘকালে মুনাফা
a. অস্বাভাবিক b. স্বাভাবিক c. অতিরিক্ত d.ঋণাত্মক
Ans.b
27. উৎপাদনের ভারসাম্য অবস্ধায়
a. সংস্থার আয় সর্বোচ্চ হয় b. সংস্থার ব্য় সর্বনিম্ন হয়। c.সংস্থার মুনাফা সর্বোচ্চ হয় d. এর কোনোটিই নয়
Ans.c
28. মুনাফা সর্বাধিকরণ মোট আয়-মোট ব্যয় পদ্ধতি অনুসারে, ভারসাম্য বিক্রয়ের স্তরে
a.TR এবং TC-এর পার্থক্য (TR - TC) সর্বাধিক হয় b. (TR - TC) সবচেয়ে কম হয় c.
(TR – TC) d. (IR - TC) কমতে থাকে
Ans.a
29. মুনাফা সর্বোচ্চকরণের প্রান্তিক আয়-প্রান্তিক ব্যয় পদ্ধতি অনুযায়ী, ভারসাম্য বিক্ক্রয়ের স্তরে
a.MR = MC হবে b. MC-এর পরিবর্তনের হার MR-এর পরিবর্তনের হারের তুলনায় বেশি হবে
c.a এবং
b উভয়ই
d. এর
কোনোটিই নয়
Ans.c
30.ফার্ম উৎপাদন বন্ধ করবে, যদি
a. P=AVC হয় b. P>= AVC হয় c.P< AVC হয় d. এর কোনোটিই নয়
Ans.c
31. মুনাফা সর্বোচ্চকরণের দ্বিতীয় ক্রম শর্ত হল
a. MR রেখার ঢাল = MC রেখার ঢাল b. MC রেখার ঢাল > MR রেখার ঢাল c. MC রেখার ঢাল < MR রেখার ঢাল d. AC রেখার ঢাল > MR রেখার ঢাল
Ans.b
32.পূর্ণ প্রতিযোগিতার বাজারে AC রেখার সর্বনিম্ন বিন্দুতে ভারসাম্য প্রতিষ্ঠিত হলে AC রেখার সর্বনিম্ন বিন্দুকে বলে
a আয়-ব্যয় সমতার বিন্দু b. উৎপাদন বন্ধের বিন্দু c. অস্বাভাবিক মুনাফার বিন্দু d. অস্বাভাবিক ক্ষতির বিন্দু
Ans.a
33. AVC রেখার সর্বনিম্ন বিন্দুতে ভারসাম্য প্রতিষ্ঠিত হলে AVC রেখার সর্বনিম্ন বিন্দুকে বলা হবে
a.আয়-ব্য় সমতার বিন্দু b.উৎপাদন বন্ধের বিন্দু c. অস্বাভাবিক মুনাফার বিন্দু d. সর্বোচ্চ ক্ষতির বিন্দু
Ans.b
34. মোট বিক্রয়ল্
আয়
ও
মোট ব্যয় সমান হলে_____মুনাফা অর্জিত হয়।
a.স্বাভাবিক b. অস্বাভাবিক c. ঋণাত্মক d. ধনাত্মক
Ans.a
35. মুনাফা সর্বোচ্চকরণের পর্যাপ্ত শর্তটি হল
a MC রেখার ঢাল > MR রেখার ঢাল b. MC রেখার ঢাল = MR রেখার ঢাল
c. MC রেখার ঢাল < MR রেখার ঢাল d. MR রেখার ঢাল = AR রেখার ঢাল
Ans.a
36._____ রেখার সর্বনিম্ন বিন্দুকে বলে আয়-ব্যয় সমতার বিন্দু।
a. AVC b. AC c. MC d. AFC
Ans.b
37._____রেখার সর্বনিম্ন বিন্দুকে বলে উৎপাদন বন্ধের বিন্দু।
a. AVC b. AC c. MC d.
AFC
Ans.a
38. MR > MC হলে মুনাফা সর্বোচ্চ করার জন্য উৎপাদক উৎপাদন_____
a.বৃদ্ধি করবে b. হ্রাস করবে c. স্থির রাখবে d. বন্ধ করবে
Ans.a
39. চিরাচরিত তত্ত্ব অনুযায়ী ফার্মের লক্ষ্য হল
a. মুনাফা সর্বোচ্চ করা b. মূনাফা সর্বনিম্ন করা c.উৎপাদন সর্বোচ্চ করা d. বিক্রয় সর্বোচ্চ করা
Ans.b
40.একচেটিয়া বাজারে ফার্ম স্বল্পকালে
a.অস্বাভাবিক মুনাফা পায় b. স্বাভাবিক মুনাফা অর্জন করে c.ক্ষতিস্বীকার করে d. পুর্বের সবগুলি প্রযোজ্য
Ans.d
41. একচেটিয়া বাজারে ফার্ম দীর্ঘকালে
a.অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে b.স্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
c. a এবং b উভয়ই সত্য d. a এবং b এর কোনোটিই নয়
Ans.c
42.কোন বাজারে ফার্ম দীর্ঘকালে কেবলমাত্র স্বাভাবিক মুনাফা অর্জন করে
a.পূর্ণ প্রতিযোগিতার বাজার b. একচেটিয়া বাজার c. একচেটিয়া প্রতিযোগিতার বাজার d. অলিগোপলি বাজার
Ans.a
প্ৰিয় ছাত্র-ছাত্রী তোমাদের অন্যান্য সাপ্লিমেন্টারি কোনো নোটস বা রেফারেন্স প্রয়োজন হলে তোমরা আমাদের যোগাযোগ করতে পারো। তোমার শ্রেণীর অন্তর্গত সমস্ত বিষয়ের সাজেশন এবং ছোট বড় প্রশ্ন উত্তর এই ওয়েবসাইটে দেওয়া আছে, তোমরা চাইলে সেগুলো পড়ে দেখতে পারো। ফাইনাল পরীক্ষার আগে প্রত্যেকটা বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নের আরও একটা সাজেশন বের হবে, সেটা পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যেও।
2023 উচ্চমাধ্যমিক পরীক্ষার সাজেশন এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রত্যেক বিষয়ের শেষ দশ বছরের প্রশ্নপত্র পাওয়ার জন্য ওয়েবসাইটটি অবশ্যই ফলো করো।
.png)