State Bank of India এর তরফ থেকে নিয়গের বিজ্ঞপ্তি জারি | WB Job Update

WB Job Update

State Bank of India এর তরফ থেকে নিয়গের বিজ্ঞপ্তি জারি | WB Job Update

WB Job Updates | WB Job Vacancy | Job News | Latest Job Affairs | Job in West Bengal | Graduation Passed Job Updates | চাকরির বিজ্ঞপ্তি | HS Passed Job Updates | উচ্চ- মাধ্যমিক পাশ চাকরির বিজ্ঞপ্তি | WB Jobs 2022

কলকাতা, নিজস্ব সংবাদদাতা: রাজ্যে নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে SBIN(State Bank of India)এর তরফ থেকে। নিয়োগ করা হবে স্থায়ীভাবে। ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। আবেদন করতে পারবেন আজকেই। অনলাইনের মাধ্যমেই আবেদনের কাজ চলবে।


শূন্যপদ: 1600+ শূন্যপদ রয়েছে।

SBIN Vacany

বেতন: বেতন হবে প্রতিমাসে 42,000 টাকার মধ্যে।


বয়স: বয়স হিসেব করবেন 01/04/2022 তারিখ অনুসারে। বয়স হতে হবে 21-30 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে।


শিক্ষাগত যোগ্যতা: Graduation in any subject from any University or equivalent 


আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে। আবেদন ফি বাবদ 750টাকা জমা করতে হবে। SC, ST, PWD প্রার্থীদের কোনো আবেদন ফি প্রদান করতে হবেনা। আবেদন করার সময় বয়সের শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার নথিপত্র সমস্ত জিনিস গুলো ভালভাবে ফিলাপ করে সাবমিট করতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল করে দেওয়া হবে। আবেদন এবং ফি প্রদান করার শেষ তারিখ 12/10/ 2022


নিয়োগ পদ্ধতি: নিয়োগ করা হবে বিশেষ কয়েকটি ধাপে। নির্দিষ্ট ধাপ গুলি হল-

1) Preliminary Examination

2) Main Examination

3) Psychometric Test

4) Final Test & Interview 


Download official notification- click here

Apply now- click here

নবীনতর পূর্বতন

نموذج الاتصال

close