Class 12 Economics Suggestions Chapter 3 | উচ্চ মাধ্যমিক অর্থনীতি সাজেসশন 2023 চাহিদার স্থিতিস্থাপকতা

 

Elasticity

Class 12 Economics Suggestions Chapter 3 | উচ্চ মাধ্যমিক অর্থনীতি সাজেসশন 2023

Class 12 
Economics | Chapter 3 | WBBHSE
Chapter Name- Elasticity (চাহিদার স্থিতিস্থাপকতা)
Mark Division- 2 x 1 = 02

WBBHSE Economics Chapter 2 Suggestion 

উচ্চ মাধ্যমিক পরীক্ষার অন্তর্গত অর্থনীতি বিষয়ের ২ নম্বর অধ্যায় 'চাহিদার স্থিতিস্থাপকতা (Elasticity)' থেকে ২ নম্বরের ১ টি প্রশ্ন থাকবে। এই অধ্যায়ের অন্তর্গত গুরুত্বপূর্ণ ২ নম্বরের প্রশ্ন গুলো নিচে দেওয়া হল।

গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী:

  1.  চাহিদার স্থিতিস্থাপকতা কাকে বলে?
  2.  চাহিদার আয় গত স্থিতিস্থাপকতা কাকে বলে?
  3.  চাহিদার পারস্পারিক স্থিতিস্থাপকতা কাকে বলে?
  4.  চাহিদার বিন্দু গত স্থিতিস্থাপকতা কাকে বলে?
  5.  চাহিদার চাপ গত স্থিতিস্থাপকতা কাকে বলে?
  6.  কোন দ্রব্যের দাম 6 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 9 টাকা হওয়ায় চাহিদার পরিমাণ 10 কেজি থেকে কমিয়ে 5 কেজি হল, এক্ষেত্রে চাহিদার দাম স্থিতিস্থাপকতার মান কত?
  7.  নিকৃষ্ট দ্রব্য কাকে বলে?
  8.  পরিবর্ত দ্রব্য কাকে বলে?
  9.  পরিপূরক দ্রব্য কাকে বলে?


অতিরিক্ত প্রশ্নবলী:

  1.  চাহিদা স্থিতিস্থাপকতা কাকে বলে?
  2.  চাহিদার স্থিতিস্থাপকতা কয় প্রকার ও কি কি?
  3.  চাহিদার দাম কত স্থিতিস্থাপকতা কয় প্রকার ও কি কি?
  4.  একক বা সমাহার স্থিতিস্থাপক চাহিদা কাকে বলে?
  5.  স্থিতিস্থাপক চাহিদা কাকে বলে?
  6.  অস্থিতিস্থাপক চাহিদা কাকে বলে?
  7.  সম্পূর্ণ স্থিতিস্থাপকতা চাহিদা কাকে বলে?
  8.  সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা কাকে বলে?
  9.  চাহিদার আয় গত স্থিতিস্থাপকতা কাকে বলে?
  10.  নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কাকে বলে?
  11.  বিলাসবহুল দ্রব্য কাকে বলে?
  12.  স্বাভাবিক দ্রব্য কাকে বলে?
  13.  কোনো একটি সরল রৈখিক চাহিদা রেখার উপর চাহিদার দাম স্থিতিস্থাপকতার মান কিরূপ হবে?
  14.  কোনো একটি চাহিদা রেখার সমীকরণ pq = c হলে, এর কোনো বিন্দুতে চাহিদার দাম স্থিতিস্থাপকতার মান কত হবে?
  15.  চাহিদার দামগত স্থিতিস্থাপকতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?
  16.  খাদ্য দ্রব্যের চাহিদা অস্থিতিস্থাপক হয় কেন?
  17.  চাহিদা রেখার ঢাল ও চাহিদার স্থিতিস্থাপকতার মধ্যে সম্পর্ক আছে কি?
  18.  একক স্থিতিস্থাপক চাহিদা ক্ষেত্রে চাহিদা রেখার আকৃতি আয়তক্ষেত্রের পরাবৃত্তের ন্যায় হয়, একে আয়তক্ষেত্রের পরাবৃত্ত বলা হয় কেন?


প্ৰিয় ছাত্র-ছাত্রী তোমাদের অন্যান্য সাপ্লিমেন্টারি কোনো নোটস বা রেফারেন্স প্রয়োজন হলে তোমরা আমাদের কন্টাক্ট করতে পারো। তোমার শ্রেণীর অন্তর্গত সমস্ত বিষয়ের সাজেশন এবং ছোট বড় প্রশ্ন উত্তর এই ওয়েবসাইটে দেওয়া আছে, তোমরা চাইলে সেগুলো পড়ে দেখতে পারো। ফাইনাল পরীক্ষার আগে প্রত্যেকটা বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নের আরও একটা সাজেশন বের হবে, সেটা পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যেও।


2023 মাধ্যমিক পরীক্ষার সাজেশন এবং উচ্চ-মাধ্যমিক পরীক্ষার শেষ দশ বছরের প্রশ্নপত্র পাওয়ার জন্য ওয়েবসাইটটি অবশ্যই ফলো করো।

নবীনতর পূর্বতন

نموذج الاتصال

close