রাজ্যে নিয়গের বিজ্ঞপ্তি জারি, আবেদন করার শেষ তারিখ ২৬ অক্টোবর ২০২২
কলকাতা, নিজস্ব সংবাদদাতা: রাজ্যে নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে District Health & Family Welfare Samiti, Purulia এর তরফ থেকে। নিয়োগ করা হবে চুক্তিভিত্তিক ভাবে। ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। আবেদন করতে পারবেন আজকেই। Online এর মাধ্যমে আবেদন করতে হবে।
শূন্যপদ:
1. Block Epidemiologist- 05
2. Block Public Health Manager- 05
3. Laboratory Technician- 10
4. Block Data Manager- 05
বয়স: বয়স হিসেব করবেন 01/01/2022 তারিখ অনুসারে। বয়স হতে হবে 21-40 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে।
বেতন:
1. Block Epidemiologist- 35,000 p.m.
2. Block Public Health Manager- 35,000 p.m.
3. Laboratory Technician- 22,000 p.m.
4. Block Data Manager- 22,000 p.m.
শিক্ষাগত যোগ্যতা: download official notice!!
আবেদন পদ্ধতি:
আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। www.purulia.gov.in অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে। আবেদন ফি বাবদ কোনো টাকা জমা করতে হবেনা। আবেদন করার সময় বয়সের শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার নথিপত্র সমস্ত জিনিস গুলো ভালভাবে ফিলাপ করে সাবমিট করতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল করে দেওয়া হবে। আবেদন করার শেষ তারিখ 26/10/ 2022
নিয়োগ পদ্ধতি: নিয়োগ করা হবে বিশেষ কয়েকটি ধাপে। নির্দিষ্ট ধাপ গুলি হল- Computer Test, Interview, Academic Qualification
Download official notification- click here
Apply now- click here
.jpg)