Easter Railway এর পক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি, প্রায় 1600 শূন্যপদ, অষ্টম শ্রেণী পাশে নিয়োগ!
কলকাতা, নিজস্ব সংবাদদাতা: রাজ্যে নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে EASTERN RAILWAY, Railway Recruitment Cell (Kolkata) এর তরফ থেকে। নিয়োগ করা হবে APPRENTICES এর শূন্যপদে। ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। আবেদন করতে পারবেন আজকেই। ঘরে বসে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে।
শূন্যপদ: 1600+ শূন্যপদ রয়েছে।
বয়স: বয়স হিসেব করবেন 01/01/2022 তারিখ অনুসারে। বয়স হতে হবে 15-24 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে।
শিক্ষাগত যোগ্যতা: নুন্যতম শিক্ষাগত যোগ্যতা রয়েছে 10th পাশ, 50% নম্বরসহ। কিন্তু নিম্নলিখিত ট্রেড গুলির ক্ষেত্রে 8th পাশ করে থাকলেই হবে।
1. Welder (Gas and Electric)
2. Sheet Metal Worker
3. Lineman
4. Wireman
5. Carpenter
6. Painter (General)
আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। www.rrcer.com অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে। আবেদন ফি বাবদ 100 টাকা জমা করতে হবে। SC, ST, OBC, Pw BD, Women প্রার্থীদের কোনো আবেদন ফি প্রদান করতে হবেনা। আবেদন করার সময় বয়সের শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার নথিপত্র সমস্ত জিনিস গুলো ভালভাবে ফিলাপ করে সাবমিট করতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল করে দেওয়া হবে। আবেদন করার শেষ তারিখ 29/10/ 2022
প্রয়োজনীয় নথিপত্র:
a. Scanned Photograph
b. Scanned signature
c. Standard 8th and 10th mark sheet
d. ITI Certificate from NCVT/SCVT
e. Community certificate for SC/ST/OBC/EWS
f. PwBD Certificate
Download official notification- click here
Apply now- click here







