District Magistrate Office এ নিয়োগ বিজ্ঞপ্তি জারি

District Magistrate Office এ নিয়োগ বিজ্ঞপ্তি জারি

WB Job Updates | WB Job Vacancy | Job News | Latest Job Affairs | Job in West Bengal | Graduation Passed Job Updates | চাকরির বিজ্ঞপ্তি | HS Passed Job Updates | উচ্চ- মাধ্যমিক পাশ চাকরির বিজ্ঞপ্তি | WB Jobs 2022

কলকাতা, নিজস্ব সংবাদদাতা: রাজ্যে নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের তরফ থেকে। নিয়োগ করা হবে চুক্তিভিত্তিক ভাবে। ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। আবেদন করতে পারবেন আজকেই। অফলাইন মাধ্যমে আবেদন করা যাবে। 


শূন্যপদ:  ক্লার্ক- 84 টি।


বেতন: বেতন হবে প্রতিমাসে 10,000 টাকা।


বয়স: বয়স হিসেব করবেন 14/11/2022 তারিখ অনুসারে। বয়স হতে হবে 18-40 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে।


শিক্ষাগত যোগ্যতা: Govt. Retired হতে হবে। সঙ্গে কম্পিউটার কাজের অভিজ্ঞতা এবং ক্লারিকেল কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও প্রার্থীর ফিজিক্যাল ফিট, মেন্টালি এলার্ট ও মেডিকেল ফিটনেস্ট সার্টিফিকেট করা থাকতে হবে।


আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে বাই পোস্ট করে। অফিশিয়াল বিজ্ঞপ্তির সঙ্গে একটি আবেদনপত্র যুক্ত করে দেওয়া আছে। সেই আবেদন পত্রটা প্রিন্ট করে ভালোভাবে পূরণ করে, জরুরী নথিপত্রগুলো যুক্ত করে নির্দিষ্ট একটি ঠিকানায় পাঠাতে হবে। যে ঠিকানায় আবেদনপত্রটি পাঠাতে হবে সেটি হল Office of the District Magistrate and Collector, Murshidabad Cantonment Road, P.O & P S- Berhampure, Dist-Murshidabad, Pin- 742101 ( Room No-208) আবেদন করার শেষ তারিখ 14/11/ 2022


Download official notification- click here

Application Format- click here

Official Website- click here


নবীনতর পূর্বতন

نموذج الاتصال

close