রেল বিকাশ নিগম লিমিটেডে ম্যানেজার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

রেল বিকাশ নিগম লিমিটেডে ম্যানেজার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

কেন্দ্রীয় সরকারের রেল বিকাশ নিগম লিমিটেডে ম্যানেজার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।


পদের নাম- Manager (Civil)

যোগ্যতা- আবেদনকারীকে অবশ্যই Construction Organization -এ কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন- পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন ৫০,০০০/- টাকা।

বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৫৬ বছরের মধ্যে হতে হবে।


আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করতে হবে। পরে পূরণ করা আবেদনপত্র, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে PDF Format -এ amit.kumar3@rvnl.org ইমেইল করতে হবে।

আবেদনের শেষ তারিখ- ১৬ ফেব্রুয়ারি, ২০২৩


নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

নিয়োগ স্থান- পশ্চিমবঙ্গের কলকাতা।


Official Notification: Download Now

Official Website: Click Here

Join Whatsapp For Daily Updateclick here


আর্থিক বিবরণী ও নিরীক্ষা প্রতিবেদন প্রস্তুতকরণ পদ্ধতি(Preparation of Financial Statements and Auditor's Report) 

https://www.emptymind.xyz/2023/03/preparation-of-financial-statements-and.html


কোন কোন ক্ষেত্রে বিশেষ স্বার্থে নিরীক্ষা (Audit for Particular Purpose) করা হয়?

https://www.emptymind.xyz/2023/03/audit-for-particular-purpose.html


সম্ভাব্য দায় (Contingent Liability) বলতে কি বোঝো? Auditor হিসেবে সম্ভাব্য দায় পর্যালোচনার নিয়ম

https://www.emptymind.xyz/2023/03/contingent-liability-auditor.html

নবীনতর পূর্বতন

نموذج الاتصال

close