HS Costing and Taxation Suggestions | All Chapter CSTX Suggestions Class 12
L1 কাঁচামালের ব্যয় (Cost of Material)
১ নম্বরের ৬টি
৪ নম্বরের ১টি
- সরল গড় মূল্য পদ্ধতি এর সুবিধা অসুবিধা লেখো:
- FIFO ও LIFO এর পার্থক্য লেখ:
- কাঁচামালের যাচনপত্র কাঁচামালের তালিকা পার্থক্য:
- FIFO পদ্ধতি কোন কোন ক্ষেত্রে ব্যবহার সমীচীন বলে মনে করো : এমন দুটি ক্ষেত্রের উদাহরণ দাও:
- কাঁচামাল বিলির মূল্যায়নের উদ্দেশ্য গুলি লেখ :
L2 শ্রম সংক্রান্ত ব্যয় ও মজুরি
১ নম্বরের ৭টি
৪ নম্বরের ১টি
৬ নম্বরের ১টি
৮ নম্বরের ১টি
- সময়রক্ষণ বা সময় লিপিবদ্ধকরন ও সময়আরক্ষন বা সময় হিসাবরক্ষণ এর মধ্যে পার্থক্য:
- অলস সময় কাকে বলে? স্বাভাবিক অলস সময় ও অস্বাভাবিক অলস সময়ের একটি করে উদাহরণ দাও।
- সময় লিখন বা কাজের ব্যয়িত সময়ের উদ্দেশ্যে:
- কার্যভিত্তিক ও সময় ভিত্তিক মজুরি প্রদান ব্যবস্থা তিনটি পার্থক্য :
- হালসে ও রোয়ান প্রিমিয়াম এর দুটি সুবিধা অসুবিধা লেখ :
- প্রত্যক্ষ ও পরোক্ষ মজুরির পার্থক্য :
- উত্তম সময় রক্ষণ পদ্ধতির চারটি বৈশিষ্ট্য লেখ :
L1 গৃহ সম্পত্তি থেকে আয় (Income From House Property)
১ নম্বরের ৬টি
৪ নম্বরের ১টি
১০ নম্বরের ১টি
- চাকরি করমুক্ত গৃহ সম্পত্তি আয় এর উদাহরণ দাও।
- ধারা ৪ অনুযায়ী অনাদায়ী বা বকেয়া ভাড়া ছাড় পাবার শর্ত সংক্রান্ত ব্যাখ্যা কর:
- বিবেচিত মালিকানা কাকে বলে? চারটি বিবেচিত মালিকানা এর উদাহরণ :
- গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য নির্ধারণের ছাড় গুলির বিবরণ দাও।
- পৌর কর কি? পৌর কর ছাড়ের শর্তগুলি কি কি?
- গৃহ সম্পত্তি থেকে আয় এর ভিত্তি গুলি লেখ :
- নিজ বসবাসের জন্য ব্যবহৃত গৃহ সম্পত্তি আয় নির্ধারণের কোন কোন ক্ষেত্র থেকে ছাড় মেলে তার বর্ণনা দাও :
- গৃহ সম্পত্তি থেকে আয় থাকার সত্বেও গৃহ সম্পত্তির আয় বলে বিবেচিত হবে না এমন কয়েকটি আয় এর উদাহরণ দাও।
- গৃহ সম্পত্তি থেকে আয় কখন ক্ষতি হয়?
L2 মূলধন খাতে আয় (Income From Capital Gain)
১ নম্বরের ৬টি
৪ নম্বরের ১টি
- এমন চারটি সম্পত্তির উদাহরণ দাও যেগুলি মূলধনের সম্পত্তি হিসেবে বিবেচিত হয় না।
- স্বল্প মেয়াদী ও দীর্ঘমেয়াদী মূলধনের সম্পত্তির পার্থক্য :
- স্বল্প মেয়াদী ও দীর্ঘমেয়াদী লাভের পার্থক্য :
- মূলধনী খাতে আয় এর করযোগ্যতা ভিত্তি গুলো উল্লেখ কর :
- মূলধন সম্পত্তির হস্তান্তর বলতে কী বোঝো?
- চাকরি করমুক্ত সুদের উদাহরণ দাও :
L3 অন্যান্য উৎস থেকে আয় (Income From Other Source)
১ নম্বরের ৬টি
৪ নম্বরের ১টি
- অন্যান্য উৎস থেকে আয়- কর ধার্যের ভিত্তি গুলি লেখ:
- চারটি করমুক্ত সুদের উদাহরণ দাও
- ধারা 115BB অনুসারে অন্যান্য উৎস থেকে আয় খাতে প্রাপ্য আয়ের উপর কত শতাংশ কর ধার্য করতে হয়?
- অন্যান্য উৎস থেকে আয় খাতে করযোগ্য আয় গুলির চারটি উদাহরণ দাও:
- পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা সংসদের খাতা পরীক্ষা করার জন্য প্রাপ্য পারিশ্রমিক অন্যান্য উৎস খাতে আয় ধার্য হয় - কেন?
