নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে দিল্লি কনটেনমেন্ট এর তরফ থেকে, আবেদনের শেষ তারিখ 13/01/ 2023
কলকাতা, নিজস্ব সংবাদদাতা: নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে দিল্লি কনটেনমেন্ট এর তরফ থেকে। নিয়োগ করা হবে চুক্তিভিত্তিক ভাবে। ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। আবেদন করতে পারবেন আজকেই।
শূন্যপদ:
1) Junior Clerk- 22 (UR- 11, SC-03, ST- 01, OBC- 05, EWS- 02, PH- 01, EX SERVICE MAN- 02)
বেতন: বেতন হবে প্রতিমাসে 19900- 63200 টাকার মধ্যে।
বয়স: বয়স হিসেব করবেন 14 জানুয়ারি 2022 তারিখ অনুসারে। বয়স হতে হবে 21-30 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে।
শিক্ষাগত যোগ্যতা: উক্ত পদে আবেদনের জন্য মূলত যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, সেগুলি হল- 12 পাশ করে থাকতে হবে, এবং টাইপিং স্পিড থাকতে হবে 35 টা শব্দ প্রতি মিনিট ইংরেজিতে, 30 টি শব্দ প্রতি মিনিট হিন্দিতে।
আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে। আবেদন ফি বাবদ 500 টাকা জমা করতে হবে। আবেদন করার সময় বয়সের শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার নথিপত্র সমস্ত জিনিস গুলো ভালভাবে ফিলাপ করে সাবমিট করতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল করে দেওয়া হবে। আবেদন করার শেষ তারিখ 13/01/ 2023
Download official notification- click here
Apply now- click here
.jpg)