কলকাতা রাজা রামমোহন লাইব্রেরিতে নিয়গের বিজ্ঞপ্তি জারি, ডাইরেক্ট নিয়োগ!
কলকাতা, নিজস্ব সংবাদদাতা: রাজ্যে নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে Raja Rammohun Roy Library Foundation এর তরফ থেকে। নিয়োগ করা হবে স্থায়ী ভাবে। ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। আবেদন করতে পারবেন আজকেই।
শূন্যপদ:
Lower division Clerk- 04 (UR- 02, UR-PwD- OH- 01, St- 01)
Multitasking Stuff- 01
বেতন: বেতন হবে প্রতিমাসে
Lower division Clerk- 19900- 63200 টাকা
Multitasking Stuff- 18000 - 56000 টাকা
বয়স: বয়স হিসেব করবেন 01/01/2022 তারিখ অনুসারে। বয়স হতে হবে 18-27(Lower Division Clerk), 18-25 (Multi Tasking Staff)। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে।
শিক্ষাগত যোগ্যতা:
Lower division Clerk-
12th pass from recognized board + Computer proficiency (35 wpm in english & 30 wpm in hindi)
Multitasking Stuff-
10th pass or ITI pass
আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে www.rrrlf.gov.in। আবেদন করার সময় বয়সের শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার নথিপত্র সমস্ত জিনিস গুলো ভালভাবে ফিলাপ করে সাবমিট করতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল করে দেওয়া হবে।
Download official notification- click here
Apply now- click here
.jpg)