আয় ও নিয়োগ নির্ধারণ তত্ত্ব
উচ্চ মাধ্যমিক পরীক্ষার অন্তর্গত অর্থনীতি বিষয়ের ১৫ নম্বর অধ্যায় আয় ও নিয়োগ নির্ধারণ তত্ত্ব থেকে এক নম্বরের একটি প্রশ্ন থাকবে। এই অধ্যায়ের অন্তর্গত গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলো নিচে দেওয়া হল।
প্রশ্নের মানঃ ০১
A)সঠিক উত্তরটি নির্বাচন করোঃ
1. General Theory of Employment, Interest and Money বইটির লেখক
a. স্মিথ b.মার্কস c.কেইনস d.মার্শাল
Ans. c
2.বদ্ধ অর্থনীতিতে পরিকল্পিত ভোগব্যয়, পরিকল্পিত বিনিয়োগ ব্যয় এবং পরিকল্পিত সরকারি ব্যয়ের যোগফল হবে
a.সামগ্রিক চাহিদা b. সামগ্রিক জোগান c. জাতীয় আয় d.জাতীয় ব্যয়
Ans. a
3.কেইনসের তত্ত্বে আয় বাড়ার সঙ্গে সঙ্গে গড় ভোগপ্রবণতা
a. কমে b. বাড়ে c. একই থাকে d. প্রথমে বাড়ে, তারপরে কমে
Ans. a
4. যখন গড় ভোগপ্রবণতা কমে তখন প্রান্তিক ভাগপ্রবণতা
a. কমে b. বাড়ে c. একই থাকে d. গড় ভোগপ্রবণতা অপেক্ষা কম হয়
Ans. d
5. গড় ভোগপ্রবণতা + গড় সঞ্চয় প্রবণতা =___
a. 0 b. 1 c. 2 d. 1/2
Ans. b
6. প্রান্তিক ভোগপ্রবণতা ও প্রান্তিক সঞ্চয় প্রবণতার যোগফল হবে
a. 0 b. 1 c. 2 d. 1/2
Ans. b
7 সামগ্রিক চাহিদা রেখা যেখানে 45° সরলরেখাকে ছেদ করে সেখানে ভারসাম্য___ নির্ধারিত হয়।
a. জাতীয় আয় b. কর্মসংস্থান c. সুদের হার d.ব্যয়
Ans. a
8.ভারসাম্য জাতীয় আয় নির্ধারিত হয় যখন___সঞ্চয় এবং______বিনিয়োগ সমান হবে।
a. বাস্তবিক,বাস্তবিক b.পরিকল্পিত,বাস্তবিক c.বাস্তবিক, পরিকল্পিত d.পরিকল্পিত,পরিকল্পিত
Ans. d
9. বিনিয়োগ গুণকের মান
a. 1/ MPC b. 1/1-MPS c. 1/1-MPC d. 1/MPS
Ans. d
10. মুদ্রাস্ফীতি একটি প্রক্রিয়া যার মাধ্যমে ______ক্রমাগত বেড়ে চলে।
a. অর্থের জোগান b. দামস্তর c. উৎপাদন d.আয়স্তর
Ans. b
11. দেশে পূর্ণ নিয়োগ অবস্থায় সামগ্রিক চাহিদা বাড়লে যে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয় তাকে বলে___মুদ্রাস্ফীতি।
a.চাহিদা বৃদ্ধিজনিত [b] ব্যয় বৃদ্ধিজনিত c. দমিত d. আংশিক
Ans. a
12. দেশে পূর্ণ নিয়োগ না হওয়া অবস্থায় মজুরির হার বাড়ার ফলে যে মুদ্রাস্ফীতি দেখা দেয় তাকে______ মুদ্রাস্ফীতি।
a. চাহিদা বৃদ্ধিজনিত b. ব্যয় বৃদ্ধিজনিত c. মিশ্র d. মন্দাজনিত
Ans.b
13. যদি MPC- র মান 0.6 হয় তাহলে MPS-এর মান হবে
a. 0.6 b. 0.4 c.1.6 d. 0.36
Ans. b
14. যদি APC-র মান 0.5 হয় তাহলে APS-এর মান হবে
a. 0.5 b. 0.1 c. 1 d. 0.25
Ans. a
15.স্বয়ম্ভূত বিনিয়োগ ব্যয় রেখাটি হবে
a. ঊর্ধমুখী b. নিম্নমুখী c. অনুভূমিক d. উল্লম্ব
Ans. a
16.ভোগব্যয় ও আয়ের মধ্যে সম্পর্ককে______ অপেক্ষক বলা হয়।
a. চাহিদা b. ভোগ c. উপভোগ d. ব্যয়
Ans.b
17. যদি MPC = 0- 5 হয় তাহলে বিনিয়োগ গুণকের মান হবে
a. 0.5 b.1 c. 2 d. 5
Ans. c
18.যদি MPC=2/3 হয় এবং স্বয়ম্ভূত বিনিয়োগ 100 টাকা বাড়ে তাহলে আয় বাড়বে______ টাকা।
a. 300 b. 150 c. 67 d. 250
Ans.a
19. মোট ভোগব্যয়কে জাতীয় আয় দিয়ে ভাগ করলে___ পাওয়া যায়।
a. প্রান্তিক ভোগপ্রবণতা b.প্রান্তিক সঞ্চয় প্রবণতা c. গড় সঞ্চয় প্রবণতা d.গড় ভোগপ্রবণতা
Ans. d
20. মোট ভাগব্যয়ের পরিবর্তনকে জাতীয় আয়ের পরিবর্তন দিয়ে ভাগ করলে___ পাওয়া যায়।
Ans. b
21.কেইনসীয় তত্ত্ব অনুযায়ী প্রাপ্তিক ভোগপ্রবণতার (MPC) মান হল
a. 0 < MPC <1 b.0 > MPC >1 c. MPC=0 d. MPC=1
Ans. a
22. দেশের মোট জাতীয় আয় ও সঞ্চয়ের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ককে বলা হয়
a.সঞ্চয় অপেক্ষক b.ভোগ অপেক্ষক c.বিনিয়োগ অপেক্ষক d.উৎপাদন অপেক্ষক
Ans. a
23. মোট সঞ্চয়কে মোট আয় দিয়ে ভাগ করলে___ পাওয়া যায়।
a.গড় সঞ্চয় প্রবণতা b.গড় ভোগপ্রবণতা c. প্রান্তিক সঞ্চয় প্রবণতা d. প্রান্তিক ভোগপ্রবণতা
Ans. a
24. মোট সঞ্চয় পরিবর্তনকে মোট আয়ের পরিবর্তন দিয়ে ভাগ করলে______পাওয়া যায়।
Ans. d
25. কেইনসের মতে, দেশের জাতীয় আয় এবং নিয়োগের পরিমাণ___র ওপর নির্ভর করে।
a. সামগ্রিক জোগান b.সামগ্রিক চাহিদা c. মূল্যস্তর d. কোনোটিই নয়।
Ans. b
26. কেইনসীয় তত্ত্ব অনুসারে আয় যত বৃদ্ধি পায় ভোগব্যয় তত______
a. বৃদ্ধি পায় b. হ্রাস পায় c. স্থির থাকে d.কোনোটিই নয়
Ans. a
27. প্রান্তিক সঞ্চয় প্রবণতার মান হল
a. 0 > MPS >1 b. MPS=0 c. MPS=1 d. 0 < MPS < 1
Ans. d
28. যদি MPC =2/3 হয়, তাহলে MPS এর মান হবে
a. 2/3 b. 4/3 c. 5/3 d. 1/3
Ans. d
29. যদি আয় শূন্য হয় তাহলে সঞ্চয় হবে--
a. ঋণাত্মক b. ধনাত্মক c. শূন্য d. কোনোটিই নয়
Ans. a
30.কেইনসীয় ভোগ অপেক্ষক একটি___সরলরেখা।
a. উর্ধমুখী b. নিম্নমুখী c. সমান্তরাল d. উল্লম্ব
Ans. a
31. স্বয়ন্তূত ভোগব্যয় জাতীয় আয়ের ওপর
a. নির্ভর করে b.নির্ভর করে না c.উভয়ই সত্য d.কোনোটিই নয়
Ans. b
32. অধ্যাপক কেইনসের মতে___চাহিদা এবং সামগ্রিক জোগান যখন পরম্পর সমান হবে তখনই ভারসাম্য জাতীয় আয় নির্ধারিত হবে।
a. সামগ্রিক b. আংশিক c. অপরিকল্পিত d. কোনোটিই নয়
Ans. a
33. ভারসাম্য অবস্থায় সঞ্চয় ও_________ সমান হবে।
a. বিনিয়োগ b.আয় c. ভোগ d.নিয়োগ
Ans. a
34. যদি S > I হয়, তাহলে আয় স্তর
a. বাড়বে b. স্থির থাকবে c. কমবে d. প্রথমে বাড়বে, তারপরে কমবে
Ans. c
35. ঘদি I < C+ Y হয়, তাহলে ভারসাম্য আয়
a.কমবে b.বাড়াবে c. স্থির থাকবে d.কোনোটিই নয়
Ans. b
36. বিনিয়োগ গুণকের মানটি প্রান্তিক সঞ্চয় প্রবণতার___এর সমান।
a. বর্গ b. বর্গমূল c. অনোন্যক d. অর্ধেক
Ans. c
37. প্রান্তিক ভোগপ্রবণতা যত বৃদ্ধি পায় ততই বিনিয়োগ পুণকের মান
a.বৃদ্ধি পায় b. হ্রাস পায় c. স্থির থাকে d.কোনোটিই নয়
Ans. b
38. প্রচলিত মজুরিতে কাজ করতে ইচ্ছুক ব্যক্তিরা কাজ না পেলে তাদের______বেকার বলে।
a. ইচ্ছাকৃত b. অনিচ্ছাকৃত c. মরশুমি d. প্রচ্ছন্ন
Ans. b
39. মুদ্রাস্ফীতি হল এমন একটি অবস্থা যখন দ্রব্য সামগ্রীর মূল্যস্থর______ বৃদ্ধি পায়।
a. একবার b. ক্রমাগত c. কদাচিৎ d. কোনোটিই নয়
Ans. b
40. পূর্ণ নিয়োগ অবস্থায় দ্রব্যসামগ্রীর সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক জোগানের মধাে যে ব্যবধান
দেখা যায়, তাকে______ ব্যবধান বলে।
Ans. a
41. মুদ্রাস্ফীতি দুই প্রকারের______ বৃদ্ধিজনিত এবং ব্যয় বৃদ্ধিজনিত।
a. চাহিদা b. জোগান c. অর্থ d. বেতন
Ans. a
42. বদ্ধ অর্থনীতিতে সৃষ্ট সামগ্রিক চাহিদার মূল উপাদানগুলি হল
a. C b. I c. C,I d. C, I, G এবং (X - M)
43. উম্মুক্ত অর্থনীতিতে সৃষ্ট সামগ্রিক চাহিদার মূল উপাদানগুলি হল
a. C b. I c. C,I d. C, I, G এবং (X - M)
Ans. d
44. গড় ভোগ অপেক্ষক (APC) হল
a.C/r b. C/s c. C/M d. C/Y
Ans. d
45. যখন Y = C তখন APC-এর মান হবে
a. 1এর সমান b.1-এর বেশি c.1-এর কম d. শূন্য
Ans. a
46. কোনো ব্যক্তির মোট 400 টাকা আয়ের মধ্যে ভোগব্যয় 200 হলে APC-এর মান হবে
a.1 b.2 c. 1/2 d. 0
47. প্রান্তিক ভোগপ্রবণতা (MPC) হল
a. C/Y b. C/r c. C/M d. C/k
Ans. a
48. কেইনসীয় ভোগ অপেক্ষকে ভোগব্যয়রেখার ঢাল হল
a.APC b.MPC c.APS d.MPS
Ans. b
49. সঞ্চয় অপেক্ষকটি হল
a. S = S(Y) b. S = S(M) c. S = S(k) d.কোনোটিই নয়
Ans. a
50. গড় সঞ্চয় প্রবণতা হল (APS)
a. S/C b. S/ Y c. S/R d. S/M
Ans. b
51. APS এর সঙ্শে APC-এর সম্পর্ক হল
a. APC + APS = 0 b. APC + APS >1 c. APC + APS =0 d.APC + APS < 1
Ans.c
52. প্রান্তিক সঞ্চয় প্রবণতা (MPS) হল
a. S/C b. S/Y c. S/r d. S/M
Ans. b
53.MPS -এর সঙ্গে MPC- এর সম্পর্কটি হল
a. MPC + MPS =1 b. MPC + MPS=0 c. MPC + MPS >1 d. কোনোটিই নয়
Ans. a
54. সাধারণত কর্মনিয়োগ বলতে বোঝায়
a.কতজন শ্রমিক উদবৃত্ত b. কতজন শ্রমিক কাজে নিযুক্ত হচ্ছে c.কতজন শ্রমিক কাজ চাইছে d. একটিও নয়
Ans. b
55. পূর্ণ নিয়োগ অবস্থা বলতে সেই অবস্থাকে বোঝায় যেখানে
a. শ্রমিকের চাহিদা = শ্রমিকের জোগান b. শ্রমিকের চাহিদা > শ্রমিকের জোগান c. শ্রমিকের চাহিদা< শ্রমিকের জোগান d.কোনোটিই নয়
Ans. a
56. পূর্ণ নিয়োগ আয়স্তরে, সামগ্রিক চাহিদা যদি সামগ্রিক জোগানের তুলনায কম হয় তাহলে দেখা যায়
a. মন্দাজনিত ঝুঁকি b.মুদ্রাস্ফীতি জনিত ফাঁক c. আয়জনিত ফাঁক d. ব্যয়জনিত ফাঁক
Ans. a
57. অর্থনীতিতে সামগ্রিক চাহিদা নির্ধারণে যে ব্যয়ের গুরুত্ব অপরিসীম তা হল
a. সামগ্রিক ভোগব্যয় b. সামগ্রিক বিনিয়োগ ব্যয় c. সরকারি ব্যয় d. সামগ্রিক পরিকল্পিত ব্যয়
Ans. d
58. অর্থনীতিবিদ কেইনস-এর মতে স্বল্পকালে দেশের নিয়োগ নির্ভর করে
a.সামগ্রিক কার্যকর চাহিদার ওপর b. সামগ্রিক বিনিয়োগ বায়ের ওপর c.সামগ্রিক ভোগব্যয়ের ওপর d. কোনোটিই নয়
Ans. a
59. কেইনসীয় ভোগ অপেক্ষকের গাণিতিক রূপ হল
a. C = a+ bY b. C= by c. C= a d.কোনোটিই নয়
Ans. a
60. কেইনসীয় ভোগ আপেক্ষক একটি
a.দীর্ঘকালীন ভোগ অপেক্ষক স্বল্পকালীন ভোগ অপেক্ষক c.অতি দীর্ঘকালীন ভোগ অপেক্ষক d.কোনোটিই নয়
Ans. b
61. সরল কেইনসীয় মডেলের একটি অনুমান হল
a.অর্থনীতিতে পূর্ণ নিয়োগ রয়েছে b.বিনিয়োগ ব্যয় স্বয়ম্ভূত c. অর্থনৈতিক কাজকর্মে সরকারি হস্তক্ষেপ থাকে d. ভোগব্যয় আয় নিরপেক্ষ
Ans. b
62. 'অর্থনীতিতে কার্যকর চাহিদার অভাবের কারণেই বেকার সমস্যার উদ্ভব হয়'-অভিমতটি
a.কেইনস-এর b.মাশাল-এর c.রিকার্ডো-এর d. ফ্রিডম্যান-এর
Ans. a
63. চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি একটি কারণ হল
a. অর্থের প্রচলন বেগ হ্রাস b. সরকারের ঘাটতি ব্যয় বৃদ্ধি c.সর্বনিম্ন মজুরির হার বৃদ্ধি d.কোনোটিই নয়
Ans. b
64. কেইনসীয় মতে, সমাজের মোট বিনিয়োগ দুটি বিষয়ের ওপর নির্ভর করে। একটি হল মূলধনের প্রান্তিক দক্ষতা এবং অপরটি হল___
a. আয়স্থর b. সঞ্চয় c. সুদের হার d.কর্মসংস্থান
Ans. c
65. প্রান্তিক ডোগপ্রবণতার মান___অপেক্ষা বেশি কিন্তু___অপেক্ষা কম।
a. 0,1 b. 0, 2 c. 0,infinity d.1, 1.5
66. ভোগব্যয়ের সঙ্গে সম্পদের সম্পর্ক______ প্রভাব নামে পরিচিত।
a.ভেবলেন b. প্রদর্শন c. পিগু d. আয়
Ans. c
67. নীচের কোনটি ভোগব্যয় নির্ধারণের বস্তুগত বিষয় নয়?
a. সুদের হার b.সম্পদের পরিমাণ c. বিজ্ঞাপন ব্যয় d. জনসাধারণের প্রত্যাশা
Ans. d
68. ভোগ আপেক্ষক C =(100+1/2) Y এবং বিনিয়োগ অপেক্ষক I = 50 ধরলে ভারসাম্য আয়স্তর হবে
a.100 b. 200 c. 300 d. 400
Ans. c
69. যখন I> S তখন আয়স্থর
a.বাড়বে b.কমবে c. একই থাকবে d.প্রথমে বাড়বে, তারপর কমবে
Ans. a
70. ভারসাম্য আয়ের স্তরটি সথায়ী (stable) হওয়ার শর্ত হল
a.MPC < 0 b.MPC >1 c.0< MPC < 1 d. MPC ≤1
Ans. c
71. নীচের কোনটি গুণকতত্বের অনুমান নয়?
a. দেশে পূর্ণ কর্মসংস্থান রয়েছে b. দেশের ভোগব্যয় আয়ের ওপর নির্ভরশীল c. বিনিয়োগ ব্যয় স্বয়স্তত d. দামস্তর, সুদের হার, মজুরির হার অপরিবর্তিত আছে
Ans. a
72. যদি MPC = 0.8 হয়, তাহলে বিনিয়োগ গুণকের মান
a. 8 b. 4/5 c. 5/4 d. 5
Ans. d
73. 'মুদ্রাস্ফীতির ব্যবধান' ধারণাটি কোন ধরনের মুদ্রাস্ফীতির ক্ষেত্রে প্রযোজ্য?
a. চাহিদা বৃদ্ধিজনিত b.ব্যয় বৃদ্ধিজনিত c. মিশ্র d. দমিত
Ans. a
প্ৰিয় ছাত্র-ছাত্রী তোমাদের অন্যান্য সাপ্লিমেন্টারি কোনো নোটস বা রেফারেন্স প্রয়োজন হলে তোমরা আমাদের যোগাযোগ করতে পারো। তোমার শ্রেণীর অন্তর্গত সমস্ত বিষয়ের সাজেশন এবং ছোট বড় প্রশ্ন উত্তর এই ওয়েবসাইটে দেওয়া আছে, তোমরা চাইলে সেগুলো পড়ে দেখতে পারো। ফাইনাল পরীক্ষার আগে প্রত্যেকটা বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নের আরও একটা সাজেশন বের হবে, সেটা পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যেও।
2023 উচ্চমাধ্যমিক পরীক্ষার সাজেশন এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রত্যেক বিষয়ের শেষ দশ বছরের প্রশ্নপত্র পাওয়ার জন্য ওয়েবসাইটটি অবশ্যই ফলো করো।
