উচ্চ মাধ্যমিক পরীক্ষার অন্তর্গত অর্থনীতি বিষয়ের ৫ নম্বর অধ্যায় 'ফিসক্যাল নীতি' থেকে ১ নম্বরের ১টি, ২ নম্বরের ১টি প্রশ্ন থাকবে। এই অধ্যায়ের অন্তর্গত গুরুত্বপূর্ণ ১ নম্বরের প্রশ্ন গুলো নিচে দেওয়া হল।
প্রশ্নের মানঃ ০১
A)সঠিক উত্তরটি নির্বাচন করোঃ
1.সরকারের যে নীতি বাজেটের মাধ্যমে কাজ করে, তাকে বলে____নীতি।
a.আর্থিক b. রাজকোশ c.আয় d.রাজস্ব
Ans. b
2. সরকারের ব্যয় যদি 100 টাকা বাড়ে এবং যদি প্রান্তিক ভোগপ্রবণতা 4/5 হয়, তাহলে জাতীয় আয় বাড়বে
a. 100 টাকা b. 400 টাকা c.500 টাকা d.125 টাকা
Ans. c
3.সরকারের কর রাজস্ব যদি 100 টাকা বাড়ে এবং যদি প্রান্তিক ভোগ প্রবণতা 4/5 হয়, তাহলে জাতীয় আয় কমবে
a.100 টাকা b.400 টাকা c.500 টাকা d. 125 টাকা
Ans. b
4. যদি সরকারের কর রাজস্ব এবং ব্যয় উভয়ই 100 টাকা বাড়ে এবং প্রান্তিক ভোগপ্রবণতা যদি 4/5 হয়, তাহলে জাতীয় আয় বাড়বে
a.100 টাকা b.400 টাকা c.500 টাকা d.125 টাকা
Ans. a
5. যদি প্রান্তিক ভোগপ্রবণতার মান b হয়, তাহলে সরকারের ব্যয় বৃদ্ধির গুণক হবে
a. 1/b b.-1/1-b c.-b/1-b d. 1-1/b
Ans. b
6. যদি প্রান্তিক ভোগপ্রবণতার মান b হয়, তাহলে কর রাজস্ব বৃদ্ধিরর গুণক হবে
a. 1/b b.-1/1-b c.-b/1-b d. 1/(1-1/b)
Ans. c
7. সমতার বাজেট গুণকের মান
a. 1 b. >1 c.<1 d.কোনোটিই নয়
Ans. a
8.মুদ্রাস্ফীতি প্রতিরোধকারী রাজকোশ নীতির লক্ষ্য হল_____কমানো।
a.সামগ্রিক চাহিদা b.সুদের হার c.অর্থের জোগান d.জাতীয় আয়
Ans. a
9. সরকারের বাজেটে রাজস্ব অপেক্ষা ব্যয় বেশি হলে তাকে____বাজেট বলে।
a. উদবৃত্ত b.ঘাটতি c.সমতার d. মূলধন
Ans.b
10. নীচের কোনটি মুদ্রাস্ফীতি প্রতিরোধকারী নয় ?
a.কর রাজস্ব বৃদ্ধি b. সরকারি ব্যয় হ্রাসc. সরকারি ঋণশোধ [d] বাধ্যতামূলক সঞ্চয়
Ans. c
11. প্রাচীন অর্থনীতিবিদরা_এবং_বাজেট পছন্দ করতেন।
a. ছোটো, সুষম b. বড়ো, সুষম c.ছোটো,ঘাটতি d. বড়ো, ঘাটতি
Ans. a
12.অর্থনীতিবিদ____ এর মতে, ঘাটতি ব্যয়ের মাধ্যমে আয় ও কর্মসংস্থান বাড়ানো সম্ভব।
a. মার্শাল b. রিকার্ডো c.কেইনস d. মার্কস
Ans.c
13. দেশে অব্যবহৃত উপকরণ থাকলে বাজেট ঘাটতি দেশের____বাড়াতে পারে।
a. আয় b.কর্মসংস্থান c.দামস্তর d.আয় ও কর্মসংস্থান উভয়ই
Ans. d
14. মন্দা অবস্থা দূর করার জন্য সরকারের বাজেটে
a.ঘাটতি হওয়া প্রয়োজন b.উদবৃত্ত হওয়া প্রয়োজন c.সমতা বজায় রাখা প্রয়োজন d.কোনোটিই নয়
Ans. a
15. পূর্ণ কর্মসংস্থান থাকা অবস্থায় বাজেটে ঘাটতি হলে
a. আয় বাড়বে b. উৎপাদন বাড়বে c. কর্মসংস্থান বাড়বে d. দামস্থর বাড়বে
Ans. d
16. অর্থনীতিতে মুদ্রাস্ফীতি দমনের জন্য বাজেটে
a.উদবৃত্ত সৃষ্টি হওয়া দরকার b. ঘাটতি সৃষ্টি করা দরকার c.ভারসাম্য থাকা দরকার d.কোনোটিই নয়
Ans. a
17. ঘাটতি ব্যয়ের একটি খারাপ প্রভাব হল
a. দ্রব্যের জোগান হ্রাস b.উৎপাদনের গতি হ্রাস c. উৎপন্ন দ্রব্যের
দাম
বৃদ্ধি
d.কোনোটিই
নয়
Ans. c
18. প্রান্তিক ভোগপ্রবণতা 0.8 হলে, সরকারি ব্যয় গুণকের মান হবে
a. 5 b. 8 c. 10 d. 16
Ans. a
19.রাজস্ব নীতির অন্যতম উদ্দেশ্য হল
a.অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা b.ব্যাংক বাট্টার হারে পরিবর্তন c. নগদ জমার অনুপাতে পরিবর্তন d.[a], [b] এবং[c] সবগুলিই
Ans. c
20. রাজস্ব নীতির দুটি শক্তিশালী হাতিয়ারের মধ্যে একটি হল কর রাজস্ব, অপরটি হল
a.পরােক্ষ কর b. ঘাটতি ব্যয় c. সরকারি ব্যয় d. কোনোটিই নয়
Ans. c
21.কোন পরিস্থিতিতে প্রসারণমূলক রাজস্ব নীতি অনুসরণ করা হয়?
a. মুদ্রাস্ফীতি b. মন্দা c. মন্দাস্ফীতি d.পুনরুত্থান
Ans. b
22.'ঘাটিতি ব্যয়'- এ সরকার কী করে ?
a.নোট ছাপায় b.কর বাড়ায় c.কর হ্রাস করে d.কোনোটিই নয়
Ans. a
23. ঘাটতি ব্যয়ের ফলে মুদ্রাস্ফীতি কীরূপ হয়?
a.নিম্নগামী b. কম c. শূন্য d. তীব্রতর
Ans. d
24. সম্প্রসারণমূলক রাজস্ব নীতির ফলে কর্মসংস্থান কী হয়?
a. বাড়ে b. কমে c. সামান্য কমে d.কোনো পরিবর্তন হয় না
Ans. a
25. সামাজিক নিরাপত্তাজনিত ব্যয় অবনতি কে দূরে সরানো যায়
a.সরকারের কর বৃদ্ধির মাধ্যমে b. কর হ্রাসের দ্বারা c.হস্তান্তর আয়ের মাধ্যমে d. ওপরের তিনটি
Ans. d
26. সরকারের রাজকোশ নীতি রুপায়ণের একটি হাতিয়ার হল মগাল জামার অনুপাতে পরিবর্তন
a.ব্যাংক রেটে পরিবর্তন b. নগদ জমার অনুপাতে পরিবর্তন c. রেপো রেটে পরিবর্তন d.সরকারি ব্যয়ে পরিবর্তন
Ans. d
27. মুদ্রাস্ফীতি প্রতিরোধ করার জন্য কোন ধরনের রাজকোশ নীতি গ্রহণ করা হয়?
a.সম্প্রসারণমূলক b.সংকোচনমূলক c.সমতার বাজেটের d.ঘাটতি বাজেটের
Ans. b
28. নীচের কোনটি সামগ্রিক চাহিদার উপাদান নয়?
a.মোট ভোগব্যয় b. মোট বিনিয়োগ ব্যয় c.সরকারের ব্যয় d.কর রাজস্ব
Ans. d
29. সরকারের কর রাজস্ব বাড়লে
a. জনসাধারণের হাতে খরচযোগ্য আয় বাড়বে b.জনসাধারশের হাতে খরচযোগ্য আয় কমাবে c. জনসাধারণের ভোগব্যয় কমবে d.[b] এবং [c] উভয়ই
Ans. d
30. কর রাজস্ব পরিবর্তনের ক্ষেত্রে গুণকের মান সরকারি ব্যয় পরিবর্তনের গুণকের মান
a.অপেক্ষা বড়ো b.অপেক্ষা ছোটো c. সমান d.কোনোটিই নয়
Ans. b
31. ধরা যাক, প্রান্তিক ভোগপ্রবণতার মান4/5। যদি সরকারের
ব্যয়100
টাকা
বাড়ে
এবং
কর
রাজস্ব
120 টাকা
বাড়ে
তাহলে
আয়ের
ওপর
কী
প্রভাব
পড়বে?
a.আয় 20 টাকা বাড়বে b. আয় 20 টাকা কমবে c.আয় 500 টাকা বাড়বে d. আয় 480 টাকা কমবে
Ans. a
32. নীচের কোনটি মুদ্রাস্ফীতি প্রতিরোধমূলক ব্যবস্থা নয় ?
a.সরকারের ব্যয় বাড়ানো b.সরকারের কর রাজস্ব বৃদ্ধি c. বাধ্যতামূলক সঞ্চয় প্রকল্প চালু d. সরকারি ঋণ বৃদ্ধি
Ans. a
33. সম্প্রসারণমূলক রাজস্ব নীতির উদ্দেশ্য হল
a. মুদ্রাস্ফীতি হ্রাস করা b.মুদ্রাস্ফীতি বৃদ্ধি করা c.মন্দা নিয়ন্ত্রণ d. কোনোটিই নয়
Ans. c
34. ভারতে সরকারি বাজেটে প্রাথমিক ঘাটতি নির্ধাণের জন্য আর্থিক ঘাটতি খেকে বিয়োগ করা
a. সুদ প্রদান b. ভরতুকি প্রদান c. স্থানান্তর ব্যয় d. রাজস্ব পাওনা
Ans. d
35. বার্ধক্য ভাতা, বেকার ভাতা ইত্যাদি কীসের উদাহরণ?
a. রাজস্ব নীতি b.সরকারি ক্রয়ের c. আর্থিক নীতি d. হস্তান্তর পাওনা
Ans. d
36. কোন পরিস্থিতিতে সংকোচনমূলক রাজস্ব নীতি অনুসরণ করা হয়?
a.মুদ্রাস্ফীতি b. মন্দা c. পুনরুত্থান d. কোনোটিই নয়
Ans. a
37. অবনতির সময় কার্যকরী চাহিদা
a. হ্রাস পায় b. বৃদ্ধি পায় c. নিরপেক্ষ থাকে d. শূন্য হয়
Ans. a
38. সম্প্রসারণমূলক রাজস্ব নীতির ক্ষেত্রে সরকার মূলত (¡) সরকারি ক্রয়, (¡¡) কর হ্রাস ছাড়া অন্য যে হাতিয়ার ব্যবহার করে থাকে তা হল
a.সরকারি ব্যয় b. আর্থিক নীতি c. হস্তান্তর ব্যয় d. সরকারি আয়
Ans. c
40. সরকারি ক্রয় বৃদ্ধির ফলে অর্থনীতিতে দ্রব্য সামগ্রীর কার্যকরী চাহিদার ওপর কী প্রভাৰ পড়ে?
a. হ্রাস পায় b.একই থাকে c. বৃদ্ধি পায় d. কোনোটিই নয়
Ans. c
41.যদি সরকারি ব্যয় ও কর রাজস্ব সমান পরিমাণে বৃদ্ধি পায় তাহলে আয় বৃদ্ধির গুণকের মান হৰে
a. 0 b. 1 c. 1 -এর বেশি d. 1-এর কম
Ans. b
42. ভারসাম্য বাজেটে গুণক কার্যকর হলে সরকারি ব্যয় বৃদ্ধির পরিমাণ 500কোটি হলে, জাতীয় আয় বুদ্ধির পরিমাণ হবে
a. 500 কোটি b. 1000 কোটি c.
250 কোটি d. 200 কোটি
Ans. a
43. ভারতে সরকারি বাজেটে বর্তমানে 'বাজেট ঘাটতি'র ধারণার বদলে যে ধারণা বেশি গুরুত্ব পেয়েছ, তা হল
a. মাধ্যমিক ঘাটতি b. মূলধন ঘাটতি c. আর্থিক ঘাটতি d. চলতি ঘাটতি
Ans. c
44. যদি প্রান্তিক ভোগপ্রবণতা 0.5 হয়, তবে অন্যান্য অবস্থা স্থির থেকে সরকারি ব্যয় 200 কোটি বৃদ্ধি পায়, তবে জাতীয় আয় বৃদ্ধি পাৰে
a. 200 কোটি b. 400 কোটি c.
600 কোটি d. 800 কোটি
Ans. b
45. যদি প্রান্তিক ভোগপ্রবণতা 0.5 হয়, তবে অন্যান্য অবস্থা স্থির থেকে করের পরিমাণ 200 কোটি কমানো হলে, জাতীয় আয় বৃদ্ধির
পরিমাণ
হবে--
a. 400 কোটি b. 800 কোটি c.200 কোটি d. 100 কোটি
প্ৰিয় ছাত্র-ছাত্রী তোমাদের অন্যান্য সাপ্লিমেন্টারি কোনো নোটস বা রেফারেন্স প্রয়োজন হলে তোমরা আমাদের যোগাযোগ করতে পারো। তোমার শ্রেণীর অন্তর্গত সমস্ত বিষয়ের সাজেশন এবং ছোট বড় প্রশ্ন উত্তর এই ওয়েবসাইটে দেওয়া আছে, তোমরা চাইলে সেগুলো পড়ে দেখতে পারো। ফাইনাল পরীক্ষার আগে প্রত্যেকটা বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নের আরও একটা সাজেশন বের হবে, সেটা পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যেও।
2023 উচ্চমাধ্যমিক পরীক্ষার সাজেশন এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রত্যেক বিষয়ের শেষ দশ বছরের প্রশ্নপত্র পাওয়ার জন্য ওয়েবসাইটটি অবশ্যই ফলো করো।
.png)