উচ্চ মাধ্যমিক পরীক্ষার অন্তর্গত অর্থনীতি বিষয়ের ৫ নম্বর অধ্যায় 'দরিদ্র, বৈষম্য ও বেকার' থেকে ১ নম্বরের ৪টি, ২ নম্বরের ১টি, ৫ নম্বরের ১টি প্রশ্ন থাকবে। এই অধ্যায়ের অন্তর্গত গুরুত্বপূর্ণ ১ নম্বরের প্রশ্ন গুলো নিচে দেওয়া হল।
প্রশ্নের মানঃ ০১
A)সঠিক উত্তরটি নির্বাচন করোঃ
1. আয় বৈষম্যের সঙ্গে জড়িত নয় নীচের কোন নামটি?
a.আয়েঙ্গার ও মুখার্জি b. মাদালগি c. মহালানবিশ d. এস. পি. গুপ্তা
Ans.d
2. নীচের কোনটি আয় বৈষম্যের কারণ নয়?
a. কর ফাঁকি b. দ্রব্যমূল্য বৃদ্ধি
c.ভূমিসংস্কার
d. বেকারসমস্যা
Ans.c
3. নীচের কোনটি আয় বৈষম্য হ্রাসের জন্য গৃহীত ব্যবস্থা?
a. জমির সর্বোচ্চ সীমা নির্ধারণ b. উদারীকরণ কর্মসূচি c. কালো টাকা উদ্ধার d. কৃষি শ্রমিকদের ন্যূনতম বেতন আইন প্রণয়ন।
Ans.b
4. মাহিন্দ্রা
অ্যান্ড
মাহিন্দ্রা একটি-
a .একচেটিয়া প্রতিষ্ঠান b.একচেটিয়া শিল্প সমষ্টি c. সরকারি কোম্পানি d.যৌথ উদ্যোগ
Ans,a
5. টাটা পরিবার একটি -
a. একচেটিয়া প্রতিষ্ঠান b.একচেটিয়া
শিল্প
সমষ্টি
c. সরকারি
সংস্থা
d.যৌথ
মূলধনি
কোম্পানি
Ans.b
6.যদি কোনো শিল্পে তিনটি বড়ো উৎপাদক মোট উৎপাদনের 75% যোগান দিয়ে থাকে তাহলে
ওই
শিল্পে
কেন্দ্ৰায়ন
ঘটেছে-
a. উচ্চমাত্রায়
b. মধ্যমাত্রায়
c. নিম্নমাত্রায়
d. সমমাত্রায়
Ans.a
7. একচেটিয়া " কারবার অনুসন্ধান কমিটি গঠিত হয় -
a.1971 খ্রিস্টাব্দে b. 1964 খ্রিস্টাব্দে c. 1961 খ্রিস্টাব্দে
d.1981 খ্রিস্টাব্দে
Ans.b
8. নিচের কোন অর্থনীতিবিদের নাম দারিদ্র্যের পরিমাপের সঙ্গে যুক্ত নয়
a. ডান্ডেকর ও রথ b. প্রণব বর্ধন c. মহালানবিশ d. মিনহাস
Ans.c
9. ভারতের গ্রামাঞ্চলের তুলনায় শহরাঞ্চলে আয় বৈষম্য -
a. বেশি b. কম c. খুব কম d.তুলনামূলকভাবে বেশি
Ans.a
10.ক্যালোরির মাধ্যমে দারিদ্র্য পরিমাপকে ____ দৃষ্টিভঙ্গি বলা হয়।
a.জৈবিক
b.অর্থনৈতিক
c. সামাজিক
d. পুষ্টি
জনিত
Ans.a
11. দারিদ্রের তীব্রতা কোথায় বেশি?
a. গ্রামাঞ্চলে b. শহরাঞ্চলে c. আধা-শহরাঞ্চলে d.সব কটিতেই
Ans.a
12. দারিদ্রের গভীরতা পরিমাপ করার জন্য মাথাগুনতি পদ্ধতি অপেক্ষা ____ পদ্ধতি উন্নততর।
a. দারিদ্র্যের ফাঁক b.আপেক্ষিক দারিদ্র c. চরম দারিদ্র্য d.কোনোটিই নয়
Ans.a
13. _____ দেখিয়েছেন যে, ভারতে কৃষির অবস্থার সঙ্গে গ্রামীণ দারিদ্র্যের অনুপাতের একটি সম্পর্ক আছে।
a.মিনহাস b. পি. ডি. ওঝা c. আলুওয়ালিয়া d. প্রণব বর্ধন
Ans.c
14.যাদের প্রান্তিক উৎপাদন ক্ষমতা ____ তাদের
প্রচ্ছন্ন
বেকার
বলে।
a,শূন্য b.ঋণাত্মক c.শূন্য অথবা ঋণাত্মক d. ধনাত্মক
Ans.a
15 .আয় বৈষম্য অনুসন্ধানের জন্য মহালানবিশ কমিটি গঠিত হয় _____ খ্রিস্টাব্দে।
a.1948 b. 1960 c. 1970 d.1951
Ans.b
16. ভারতে আয় বৈষম্যের প্রধান কারণ হল -
a. জনসংখ্যা বৃদ্ধি b.মুদ্রাস্ফীতি c.কালো টাকা d.বেকারত্ব
Ans.d
16. সাধারণত প্রচ্ছন্ন বেকারত্ব দেখতে পাওয়া যায় -
a.কৃষিক্ষেত্রে b. শিল্পক্ষেত্রে c. ব্যাংকিং ক্ষেত্রে
d.পরিবহণ
ক্ষেত্রে
Ans.b
18. অর্থনৈতিক বৈষম্যের একটি নির্দেশক হল -
a. জাতীয় আয় বণ্টনে বৈষম্য b.জমির উর্বরতায় বৈষম্য c. শ্রমিকের দক্ষতায় বৈষম্য d. সমাজে বর্ণ বৈষম্য
Ans.a
19. সমাজে আয় বৈষম্য সৃষ্টির একটি কারণ হল-
a.জলবায়ু b.মুদ্রাস্ফীতি c. শ্রম নিবিড় প্রযুক্তি d.কোনোটিই নয়
Ans.b
20. ভারতের মত উন্নয়নশীল
দেশে
যে
ধরনের
দারিদ্র্যের
সমস্যা
প্রাসঙ্গিক
তা
হল-
a. চরম দারিদ্র্য b. আপেক্ষিক দারিদ্র্য c. প্রচ্ছন্ন দারিদ্র d. কোনোটিই নয়
Ans.a
21. গ্রামাঞ্চলে অপর্যাপ্ত সেচ ব্যবস্থার কারণে সৃষ্টি হয়-
a. মরশুমি বেকারত্ব b. প্রচ্ছন্ন বেকারত্ব c. কাঠামোগত বেকারত্ব d. সংঘাত জনিত বেকারত্ব
Ans.a
22.ভারতের কৃষিক্ষেত্রে উদবৃত্ত শ্রমের কারণে সৃষ্টি হয় -
a. মরশুমি বেকারত্ব b.প্রচ্ছন্ন বেকারত্ব c.কাঠামােগত
বেকারত্ব
d. সংঘর্ষজনিত
বেকারত্ব
Ans.b
23.দারিদ্র্যের হার নির্ধারণে বা পরিমাপে নীচের কোন অর্থনীতিবিদ জড়িত নন?
a.ড. প্রণব বর্ধন b.ড. পি. ডি. ওঝা c.ড. ডান্ডেকার
d. সুবিমল
দত্ত
Ans.d
24. 1975-80 খ্রিস্টাব্দের মূল্যস্তর অনুযায়ী
ভারতে
গ্রামাঞ্চলে
জন
প্রতি
মাসিক
আয়
-
a.76 টাকা b. 50 টাকা c. 79 টাকা d. 49 টাকা
Ans.a
25. 1999-2000 খ্রিস্টাব্দে NSSO কর্তৃক সমীক্ষার
ফলাফলের
ভিত্তিতে
দারিদ্র্যের
হার
ছিল
-
a. 33 % b. 20 % c. 26
% d. 28.2 %
Ans.c
26. আয় বৈষম্য পরিমাপকারী রেখাটি হল -
a. চাহিদা রেখা b. সাম্প্রতিক উপযোগিতা রেখা C. লোরেঞ্জ রেখা d.
শ্রমের
চাহিদা
রেখা
Ans.c
27. নীচের কোনটি আয় বৈষম্যের কারণ নয়?
a.দ্রব্যমূল্য বৃদ্ধি b. বেকারত্ব c. সবুজ বিপ্লব d. জমির কেন্দ্রীকরণ
Ans.c
28. MRTP আইন পাস হয় -
a.1968 খ্রিস্টাব্দে b.1969 খ্রিস্টাব্দে c.1970 খ্রিস্টাব্দে d. 1971 খ্রিস্টাব্দে
Ans.b
29. প্রচ্ছন্ন বেকারত্বের ক্ষেত্রে এক বা একাধিক শ্রমিকের প্রান্তিক উৎপাদনশীলতা -
a.1-এর বেশি হয় b.1-এর কম হয় c.শূন্য হয় d. শূন্যর বেশি হয়
Ans.c
30. IRDP কথার পুরো অর্থ হল -
a. Integrated Rural Development Programme b. Integrated
Regional Development Programme c. Integrated Road Development Programme d. None of the above
Ans.a
31. দারিদ্র্যসীমার সংজ্ঞায় দৈনিক কত পরিমাণ ক্যালােরিযুক্ত খাদ্যকে ন্যূনতম
সীমারূপে
ধরা
হয়েছে?
a. 2100 b.2250 c.2400 d.2500
Ans.b
32. MGNREGS কর্মসূচির উদ্দেশ্য হল গ্রামীণ পরিবারের একজন সবল ব্যক্তিকে দিনের _____
কর্মসংস্থান দেওয়া।
a.50 b.100 c.150 d.125
Ans.b
B)নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ
1. আয় বণ্টনের বৈষম্য অনুসন্ধান করার জন্য অধ্যাপক _____ এর নেতৃত্বে একটি কমিটি গঠিত হয় 1960 খ্রিস্টাব্দে
Ans.মহালানবিশ
2. বেসরকারি ক্ষেত্রে মূলধন বণ্টনে বৈষম্য থাকলে বেসরকারি ____ ঘটে থাকে।
Ans.কেন্দ্রায়ন।
3._____পদ্ধতিতে দারিদ্র্য রেখার নীচে কতজন মানুষ আছে, তা গণনা করা হয়।
Ans.মাথাগুনতি।
4. দারিদ্রের গভীরতা পরিমাপ করার জন্য দারিদ্র্যের _____ ধারণাটি প্রর্বতন করা হয়েছে।
Ans. ফাঁক।
5. ভারতের কৃষিক্ষেত্রে দু-ধরনের বেকারত্ব দেখা যায়। একটি হল
_____বেকারত্ব
এবং
অপরটি হল প্রচ্ছন্ন বেকারত্ব।
Ans. মরশুমি
6. সত্য না মিথ্যা লেখো : মহালানবিশ
কমিটির
মতে,
গ্রামাঞ্চলের
তুলনায়
শহরাঞ্চলে
আয়
বৈষম্য
বেশি।
Ans.সত্য।
7. সত্য না মিথ্যা লেখো:ভারতে জমির মালিকানা বণ্টনে বৈষম্য নেই।
Ans. মিথ্যা।
8. সত্য না মিথ্যা লেখো: পঞ্চম পরিকল্পনার আগেই দারিদ্র্যদূরীকরণের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়।
Ans. মিথ্যা।
9. সত্য না মিথ্যা লেখো : শুধু কৃষিক্ষেত্রেই
মরশুমি
বেকারত্ব
লক্ষ
করা
যায়
Ans. মিথ্যা।
10. সত্য না মিথ্যা লেখো: বেকারি ও দারিদ্র্যের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে।
Ans. সত্য।
11.IRDP- এর এর পুরো পুরো নামটি নামটি হল— কী?
Ans. IRDP- এর পুরো কথাটি হল- Intergrated Rural Development Programme।
12 NREP- এর পুরো কথাটি কী?
Ans. NREP- এর পুরো কথাটি হল— National Rural
Employment Programme।
13. গৌরব দত্ত ও রাভালিয়ান ভারতের বিভিন্ন রাজ্যের দারিদ্র্যের ফাঁক পরিমাপ করেছেন ____ খ্রিস্টাব্দের জন্য।
Ans. 1983 ।
14. দারিদ্র্য রেখার হিসাব করার জন্য কত ক্যালোরিকে নিম্নতম মান হিসেবে ধরা হয়?
Ans.দারিদ্র্য রেখার হিসাব করার জন্য 2250 ক্যালোরিকে নিম্নতম মান হিসেবে ধরা হয়।
15.কোন খ্রিস্টাব্দে ‘ গরিবি হঠাও ’ স্লোগান চালু করা হয়?
Ans. 1971 খ্রিস্টাব্দে ‘ গরিবি হঠাও ’ স্লোগান
চালু
করা
হয়।
16. বাণিজ্য চক্রজনিত বেকারত্ব কাকে বলে?
Ans.বাণিজ্য চক্রে যখন মন্দাবস্থা দেখা দেয় তখন জাতীয় আয় কমে, কর্মসংস্থান হ্রাস পায় এবং বেকারের সংখ্যা বৃদ্ধি পায়। একে বাণিজ্য
চক্ৰজনিত
বেকারত্ব
বলে।
17.একচেটিয়া প্রতিষ্ঠান কাকে বলে?
Ans. কোনো বিশেষ একটি শিল্পে বেসরকারি কেন্দ্রীভবন বা কেন্দ্রায়ন ঘটলে তখন সেই শিল্পের বাজারকে নিয়ন্ত্রণ করে একটি বা কয়েকটি মুষ্টিমেয় প্রতিষ্ঠান, তাকে বলে একচেটিয়া প্রতিষ্ঠান। যেমন — মোটরগাড়ির
বাজারকে
ভীষণভাবে
নিয়ন্ত্রণ
করে
টাটা,
হিন্দুস্থান
মোটরস।
18.একচেটিয়া শিল্পসমষ্টি কাকে বলে?
Ans. অনেক সময় দেখা যায়, কোনো একটি শিল্প পরিবার বিভিন্ন শিল্পে বা বিভিন্ন সামগ্রীর উৎপাদনে এতটা আধিপত্য বিস্তার করেছে যে সাধারণভাবে দেশের শিল্পক্ষেত্রে এরাই প্রধান নিয়ন্ত্রকের ভূমিকা পালন করেছে। এই ধরনের শিল্পপ্রতিষ্ঠানকে
বলা
হয়
একচেটিয়া
শিল্পসমষ্টি। যেমন — টাটা পরিবার।
19.সত্য না মিথ্যা লেখো : জমির মালিকানা
বণ্টনে
অসাম্য
দূর
করার
জন্য
জোতের
উর্ধ্বসীমা
ধার্য
করা
হয়েছে।
Ans. সত্য
20.টাটা, বিড়লা প্রভৃতি পরিবার হল একচেটিয়া_____ র উদাহরণ।
Ans. শিল্প সমষ্টি।
21. সত্য না মিথ্যা লেখো: যদি কোনো শিল্পে তিনটি বড়ো উৎপাদক মিলে মােট উৎপাদনের 50 % -এর কম উৎপাদন করে সেখানে নিম্নমাত্রার কেন্দ্রায়ন আছে।
Ans. মিথ্যা।
22. দারিদ্র্য সম্পর্কে দু-ধরনের চিন্তা দেখা যায়। একটি হল নিম্নতম মান এবং অপরটি হল____ মান।
Ans. আকাঙ্ক্ষিত।
23. দারিদ্র্য কয় প্রকার?
Ans. দারিদ্র্য দুই প্রকার— (i) পরম দারিদ্র্য
ও
(ii) আপেক্ষিক
দারিদ্র।
24. JRY কথার পুরো অর্থ কী?
Ans. জওহর রোজগার যোজনা।
25. 2002 খ্রিস্টাব্দে ভারতে একচেটিয়া ব্যবসা নিয়ন্ত্রণের জন্য MRTP আইনের বদলে____ আইন চালু হয়েছে।
Ans. প্রতিযোগিতা।
26.কারিগরি ও বৃত্তিমূলক শিল্পের অভাবের জন্য ____ বেকারত্ব দেখা যায়।
Ans. শিক্ষিত
27. অর্থনীতিবিদ____ -এর মতে, একটি দেশ দরিদ্র, কারণ সে দরিদ্র।
Ars. র্যাগনার নার্কস।
28. ভারতের কৃষকদের বেশিরভাগই হল_____কৃষক ।
Ans. প্রান্তিক।
29. সত্য না মিথ্যা লেখো: ভারতে প্রচ্ছন্ন বেকারত্বের বিষয়টি শিল্পক্ষেত্রে দেখা যায়।
Ans. মিথ্যা।
30. সত্য না মিথ্যা লেখো: ভারতে বর্তমানে সরকারি হিসাব অনুযায়ী দারিদ্র্যের হার প্রায় 2000।
Ans. সত্য।
31. সত্য না মিথ্যা লেখো: ভারতে একচেটিয়া ব্যাবসা নিয়ন্ত্রণের জন্য MRTP আইন পাস হয়।
Ans. সত্য।
32. সত্য না মিথ্যা লেখো: শ্রমনিবিড় পদ্ধতি ছেড়ে মূলধননিবিড় উৎপাদন পদ্ধতি গ্রহণ দারিদ্র্য বৃদ্ধির কারণ হয়।
Ans.সত্য।
33. সত্য না মিথ্যা লেখো:ভারতে আয় বৈষম্য বৃদ্ধির একটি কারণ হল বেকারত্ব।
Ans.সত্য।
34. ভারতে 100 দিনের কাজের সঙ্গে যুক্ত দারিদ্ররীকরণ প্রকল্পটি কী?
Ans. RLEGP (Rural Landless Employment Guarantee Programme) বা ভূমিহীন
কর্মসংস্থান
নিশ্চয়তা
প্রকল্প।
35. ভারতে দারিদ্র্য টিকে থাকার একটি কারণ লেখো।
Ans. মুদ্রাস্ফীতি।
36. উন্নত দেশগুলিতে আয় বণ্টনের বৈষম্যের ওপর ভিত্তি করে দারিদ্র্য নির্দেশ করা হয় — এটি কী ধরনের দারিদ্র্য?
Ans. আপেক্ষিক দারিদ্র্য।
37.ভারতে মরশুমি বেকারত্বের মূল কারণ কী?
Ans. জলসেচ ব্যবস্থার অভাব।
38. ভারতে আয় বৈষম্য রােধে ন্যূনতম মজুরি আইন কত খ্রিস্টাব্দে পাস হয়?
Ans.1948।
39 শূন্যস্থান পূরণ করো: একচেটিয়া কারবার অনুসন্ধানকারী কমিশন গঠন করা হয়_____ খ্রিস্টাব্দে।
Ans. 1964।
40 40. শূন্যস্থান পূরণ করো: 1971-72 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে বসবাসকারী পরিবারগুলির মধ্যে_____ % ছিল ভূমিহীন পরিবার অথবা স্বল্প জমির মালিকানা বিশিষ্ট পরিবার।
Ans. 78।
41. শূন্যস্থান পূরণ করো: ভারতে কৃষিজমির মালিকানা বণ্টনে তীব্র _____ দেখা যায়।
Ans.অসাম্য।
42. শূন্যস্থান পূরণ করো: জমির মালিকানা বণ্টনে বৈষম্য দূর করার জন্য ____কর্মসূচি
গৃহীত হয়েছে।
Ans. ভূমিসংস্কার।
43. সত্য না মিথ্যা লেখো : যদি কোনো শিল্পে তিনটি বড়ো উৎপাদক মিলে মোট উৎপাদনের 50 %-এর কম উৎপাদন করে সেখানে নিম্নমাত্রার কেন্দ্ৰায়ন আছে ।
Ans.মিথ্যা।
44.সত্য না মিথ্যা লেখো : ক্যালোরির মাধ্যমে দারিদ্র্য পরিমাপকে জৈবিক দৃষ্টিভঙ্গি বলা হয়।।
Ans. সত্য।
45. সত্য না মিথ্যা লেখো: দরিদ্রের
সংখ্যা
পরিমাপ
করার
জন্য
দারিদ্র্যের
ফাঁক
ধারণাটি
প্রবর্তন
করা
হয়েছে।
Ans. মিথ্যা।
46.সত্য না মিথ্যা লেখো: দারিদ্র্যের
ফাঁক
গ্রামাঞ্চল
অপেক্ষা
শহরাঞলে
বেশি।
Ans. মিথ্যা।
47. সত্য না মিথ্যা লেখো : দৈনিক গড়ে 2250 ক্যালোরিযুক্ত খাদ্যগ্রহণকে দারিদ্র্যসীমা হিসেবে ধরা হয়।
Ans.সত্য।
48. সত্য না মিথ্যা লেখো: আলুওয়ালিয়ার মতে, ভারতে কৃষির অবস্থার সঙ্গে গ্রামীণ দারিদ্রের অনুপাতের একটি প্রত্যক্ষ সম্পর্ক আছে।
Ans. মিথ্যা।
49 সত্য না মিথ্যা লেখো: 1971 খ্রিস্টাব্দে গরিবি হঠাও স্লোগান দেওয়া হয়।
Ans. সত্য।
50.মহালানবিশ কমিটি কত খ্রিস্টাব্দে গঠিত হয়?
Ans.1960 খ্রিস্টাব্দে।
51. ক্যালোরির মাধ্যমে দারিদ্র্যসীমা পরিমাপকে কী দৃষ্টিভঙ্গি বলা হয়?
Ans. জৈবিক দৃষ্টিভঙ্গি।
52.দারিদ্র্যের ফাঁক কোথায় বেশি — শহরাঞ্চলে না গ্রামাঞ্চলে?
Ans. গ্রামাঞ্চলে।
53. অর্থনৈতিক বৈষম্যের একটি নির্দেশক উল্লেখ করো।
Ans. জাতীয় আয় বণ্টনে বৈষম্য।
54.দারিদ্র্যের পরিমাপের সঙ্গে যুক্ত এমন একজন অর্থনীতিবিদের নাম লেখো।
Ans. অধ্যাপক প্রণব বর্ধন।
55. কত খ্রিস্টাব্দে স্বর্ণজয়ন্তী গ্রাম স্বরোজগার
যোজনা
প্রকল্প
চালু
করা
হয়?
Ans.1999 খ্রিস্টাব্দে
56. শূন্যস্থান পূরণ করো: যে শ্রমিকের প্রান্তিক উৎপাদন শূন্য তাকে ____বলে।
Ans. ছদ্ম বেকারত্ব।
57. শূন্যস্থান পূরণ করো: NREP হল ____-র পরিবর্তিত রূপ।
Ans. কাজের জন্য খাদ্য।
58. শূন্যস্থান পূরণ করো: ড. ডি কোস্তা গ্রামাঞ্চলে মাথাপিছু মাসিক 15 টাকা ও শহরাঞ্চলে____টাকা ভোগব্যয়ের ভিত্তিতে দারিদ্র্যের পরিমাপ করেছেন।
Ans.24।
59. সত্য না মিথ্যা লেখো: 1969 খ্রিস্টাব্দে MRTP Act পাস হয়।
Ans. সত্য
60. সত্য না মিথ্যা লেখো:মহালানবিশ কমিটির মতে, গ্রামাঞ্চলের তুলনায় শহরাঞ্চলে আয় বেশি।
Ans. সত্য
61. সত্য না মিথ্যা লেখো:পশ্চিমবঙ্গের জমির মালিকানা বণ্টনে বৈষম্য বর্তমান আছে।
Ans. সত্য
62. সত্য না মিথ্যা লেখো: অর্থনীতির শিল্প ক্ষেত্রে প্রচ্ছন্ন বেকারত্ব পরিলক্ষিত হয়।
Ans. মিথ্যা।
প্ৰিয় ছাত্র-ছাত্রী তোমাদের অন্যান্য সাপ্লিমেন্টারি কোনো নোটস বা রেফারেন্স প্রয়োজন হলে তোমরা আমাদের যোগাযোগ করতে পারো। তোমার শ্রেণীর অন্তর্গত সমস্ত বিষয়ের সাজেশন এবং ছোট বড় প্রশ্ন উত্তর এই ওয়েবসাইটে দেওয়া আছে, তোমরা চাইলে সেগুলো পড়ে দেখতে পারো। ফাইনাল পরীক্ষার আগে প্রত্যেকটা বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নের আরও একটা সাজেশন বের হবে, সেটা পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যেও।
2023 উচ্চমাধ্যমিক পরীক্ষার সাজেশন এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রত্যেক বিষয়ের শেষ দশ বছরের প্রশ্নপত্র পাওয়ার জন্য ওয়েবসাইটটি অবশ্যই ফলো করো।
.png)