উচ্চ মাধ্যমিক পরীক্ষার অন্তর্গত অর্থনীতি বিষয়ের ৫ নম্বর অধ্যায় 'জোগান বিশ্লেষণ' থেকে ১ নম্বরের ১টি প্রশ্ন থাকবে। এই অধ্যায়ের অন্তর্গত গুরুত্বপূর্ণ ১ নম্বরের প্রশ্ন গুলো নিচে দেওয়া হল।
প্রশ্নের মানঃ ০১
A)সঠিক উত্তরটি নির্বাচন করোঃ
1. সত্য না মিথ্যা লেখো:পরিকল্পিত মুনাফাই মার্ক-আপ।
Ans. সত্য।
2. শূন্যস্থান পূরণ করোও:কালেস্কির মতে, শিল্পজাত দ্রব্যের ইউনিট প্রতি দাম = গড় পরিবর্তনশীল ব্যয় +____
Ans. মার্ক-আপ।
3. সত্য না মিথ্যা লেখো: ফার্মের উদবৃত্ত উৎপাদন ক্ষমতা থাকার জন্য দীর্ঘকালে LAC রেখা L আকৃতির হয়।
Ans. সত্য।
4. সত্য না মিথ্যা লেখো: শিল্পজাত দ্রব্যের ক্ষেত্রে দাম হল ব্যয় নির্ধারিত এবং উৎপাদন হল চাহিদা নির্ধারিত।
Ans. সত্য।
5. শূন্যস্থান পূরণ করো: শিল্পজাত দ্রব্যের ক্ষেত্রে উৎপাদনের পরিমান___ রেখার দ্বারা নির্ধারিত হয়।
Ans. চাহিদা।
6. মাক-আপ ব্যবস্থার সংজ্ঞা দাও।
Ans. উৎপাদনকারীরা উৎপাদিত
দ্রব্যের
দাম
নির্ধারণ
করার
জন্য
গড়
উৎপাদন
ব্যয়
নির্ণয়
করে
এবং
তার
সঙ্গে
পরিকল্পিত
মুনাফা
যোগ
করে
দাম
স্থির
করে। একে বলে মার্ক আপ ব্যবস্থা।
7.মার্ক-আপের মাধ্যমে দাম নির্ধারণ তত্ত্বটির অন্যতম প্রবক্তা কে?
Ans. মার্ক-আপের মাধ্যমে দাম নির্ধারণ তত্ত্বটির অন্যতম প্রবক্তা অধ্যাপক কালেস্কি।
8.মার্ক-আপ ব্যবস্থায় শিল্পের দীর্ঘকালের জোগান রেখার আকৃতি কীরূপ?
Ans. মার্ক -আপ ব্যবস্থায় শিল্পের দীর্ঘকালের জোগান রেখার আকৃতি অনুভূমিক।
9. আধুনিক অর্থনীতিবিদদের মতে দীর্ঘকালীন গড় ব্যয় রেখার আকৃতি কীরূপ?
Ans. আধুনিককালের অর্থনীতিবিদদের মতে দীর্ঘকালীন
গড়
ব্যয়
রেখার
আকৃতি
'L'এর
মতো।
10.মার্ক-আপ তত্ত্ব অনুযায়ী শিল্পজাত দ্রব্যের দাম কী দ্বারা নির্ধারিত হয়?
Ans. মার্ক-আপ তত্ত্ব অনুযায়ী শিল্পজাত দ্রব্যের দাম ব্যয় দ্বারা নির্ধারিত হয়।
11. সত্য না মিথ্যা লেখো:স্বাভাবিক মুনাফা উৎপাদন ব্যয়ের অ্তর্ভুক্ত থাকে।
Ans. সত্য।
12. শূন্যস্থান পূরণ করো:মার্ক-আপ ব্যবস্থায় দাম = গড় উৎপাদন ব্যয় +___
Ans. মুনাফার।
13.ন্যূনতম সর্বোত্তম মাত্রা কাকে বলে?
Ans. যে পরিমাণ দ্রব্য উৎপাদন না হওয়া পর্যন্ত LAC রেখা নিম্নাভিমুখী হয়, সেই পরিমাণ উৎপাদনকে ন্যূনতম সর্বোত্তম মাত্রা বলে।
14. সত্য না মিথ্যা লেখো:শিল্পজাত দ্রব্যের দাম নিরুপণে চাহিদার কোনো ভূমিকা নেই।
Ans. সত্য।
15. সত্য না মিথ্যা লেখো:শিল্পজাত দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বাড়লে উদবৃত্ত উৎপাদন ক্ষমতা কমে আসে।
Ans. সত্য।
16. মার্ক-আপ কী?
Ans.মার্ক-আপ হল--একক প্রতি মুনাফা বা গড় মুনাফা।
17.শূন্যস্থান পূরণ করো:AC = AVC +_
Ans. AFC I
18. মার্ক-আপ তত্ত্ব সম্পর্কে কালেস্কির বক্তব্য কী?
Ans. কালেস্কির মতে মার্ক-আপ তত্ত্ব বলা হয় শিল্পজাত দ্রব্যের একক প্রতি দাম= গড় পরিবর্তনশীল
ব্যয়+মার্ক-আপ। অর্থাৎ, দাম=AVC + মার্ক-আপ।
19. মার্ক-আপ তত্ত্ব সম্পর্কে 'হল' এবং 'হিচ'-এর মতবাদ কী?
Ans.হল এবং হিচ-এর মতে, দাম=AVC + AFC + মার্ক-আপ বা, দাম = AC + মার্ক-আপ
20. ব্যয় নির্ধারিত দাম নীতি কী?
Ans. আমরা জানি, স্বল্পকালে AC=AFC+AVC কিন্তু P=AC=APM যেখানে, APM=গড় মুনাফা মার্জিন
P=(AFC+APM)+AVC
=GPM+AVC
যেখানে, GPM = মােট মুনাফা মাজিন
অর্থাৎ AFC, GPM-এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে।
আবার, গড় দাম তত্বের প্রবক্তাদের মতে ফার্মের মালিকরা AVC অনুসারে GPM ধার্য করে থাকে। কাজেই দ্রব্যের
দাম
নির্ধারিত
হয়
গড়
ব্যয়
দ্বারা,
এটিই
ব্যয়
নির্ধারিত
দাম
নীতি।
21. ন্যূনতম সর্বোত্তম মাত্রা কাকে বলে?
Ans. ন্যূনতম সর্বোত্তম মাত্রা হল সেই পরিমাণ উৎপাদনের পরিমাণ, যে পরিমাণ পর্যন্ত উৎপাদনের পরিমাণ কমলে দীর্ঘকালীন গড় ব্যয়ও কমে।
22. শূন্যস্থান পূরণ করো: শিল্পজাত দ্রব্যের ক্ষেত্রে দাম নির্ধারিত হয়_রেখার দ্বারা।
Ans. জোগান।
23.শূন্যস্থান পূরণ করো:গড় মুনাফা মা্জিনকেই বলা হয়___
Ans.মা্ক-আপ ।
24.শূন্যস্থান পূরণ করো: GPM =___+AFC I
Ans. NPM I
25.শূন্যস্থান পূরণ করো:মার্ক-আপের মাধ্যমে দাম নির্ধারণের তত্ত্বটির অন্যতম প্রবক্তা_
Ans.অধ্যাপক কালেস্কি।
26. শূন্যস্থান পূরণ করো: মার্ক-আপ ব্যবস্থায় ধরা হয় যে শিল্পের দীর্ঘকালীন জোগান রেখা_
Ans.অনুভূমিক।
27.সত্য না মিথ্যা লেখো: আধুনিক অর্থনীতিবিদদের মতে দীর্ঘকালীন গড় ব্যয় রেখা অনুভূমিক।
Ans.মিথ্যা।
28.সত্য না মিথ্যা লেখো : ফার্ম এর AVCএর ওপর দ্রব্যের দাম নির্ভর করে না।
Ans. মিথ্যা।
29.শূন্যস্থান পূরণ করো:___ মুনাফা উৎপাদন ব্যয়ের অন্তর্ভুত্ত থাকে।
Ans. স্বাভাবিক।
30.শূন্যস্থান পূরণ করো: স্বাভাবিক মুনাফার ধারণাটি একটি___ ধারণা।
Ans. ব্যাক্তিগত।
31. শূন্যস্থান পূরণ করে:ফার্ম একটি___ মুনাফা পেতে চায়।
Ans.পরিকল্পিত।
32. শূন্যস্থান পূরণ করে:গড় উৎপাদন ব্যয়ের সঙ্গে কোনো কিছু যোগ করে দাম নির্ধারণের পদ্ধতিকে
বলে_ব্যবস্থা।
Ans.মার্ক-আপ।
33. শূন্যস্থান পূরণ করো:শিল্পজাত দ্রব্যের দাম কীভাবে স্থির হয় সে সম্পর্কে_এবং_নামে দুজন অথনীতিবিদ 1939 খ্রিস্টাব্দে একটি অনুসন্ধান ঢালান।
Ans. হল, হিচ।
34. শূন্যস্থান পূরণ করো: কালেস্কির মতে শিল্পজাত দ্রব্যের দাম =___+মার্ক-আপ।
Ans. AVC।
35. শূন্যস্থান পূরণ করো: মার্ক-আপ ব্যবস্থায় ধরে নেওয়া হয় যে শিল্পের দীর্ঘকালীন জোগান রেখা ___অক্ষের সঙ্গে সমাস্তরাল।
Ans অনুভূমিক।
36. শূন্যস্থান পূরণ করো:শিল্প উৎপাদনের বৈশিষ্ট্য এই যে সেখানে কিছুটা___উৎপাদন ক্ষমতা থাকে।
Ans. উদ্বৃত্ত।
37.শূন্যস্থান পূরণ করো: আধুনিক অর্থনীতিবিদদের মতে ফার্মের দীর্ঘকালীন গড় ব্যয় রেখা_ আকৃতির হয়।
Ans. L I
38. শূন্যস্থান পূরণ করো: উৎপাদনের পরিমাণ ন্যূনতম সর্বোত্তম মাত্রায় না আসা পর্যন্ত LAC____ হয়।
Ans. নিম্নমুখী।
39. শূন্যস্থান পূরণ করো:LAC রেখার অনুভূমিক অংশে LAC =_হয়।
Ans. LMC I
40. শূন্যস্থান পূরণ করো: LAC রেখার___ অংশকে ফার্মের জোগান রেখা হিসেবে নেওয়া হয়।
Ans. অনুভূমিক।
41.শূন্যস্থান পূরণ করো: ফার্মের LAC রেখা অনুভূমিক হওয়ার জন্য___ জোগান রেখা অনুভূমিক হয়।
Ans. শিল্পের।
42. শূন্যস্থান পূরণ করো: মার্ক-আপকে দ্রব্যের____পিছু অথবা গড় উৎপাদন ব্যয়ের হার হিসেবে ধরা যেতে
পারে।
Ans. ইউনিট।
43.শূন্যস্থান পুরণ করো:মার্ক-আপ বাড়লে LAC রেখা___দিকে স্থান পরিবর্তন করে।
Ans. উপরের।
44. শূন্যস্থান পুরণ করো: শিল্পের_____রেখার সাহায্যে শিল্পের মধ্যে অবস্থিত ফার্মের সংখ্যা নির্ধারিত হয়।
Ans. চাহিদা।
45. শূন্যস্থান পুরণ করো:শিল্পজাত দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বাড়লে উদ্বৃত্ত_ কমে আসে।
Ans.উৎপাদন ক্ষমতা।
46. শূন্যস্থান পূরণ করো: উদ্বৃত্ত উপাদন ক্ষমতা কমানোর জন্য ফার্ম___ কমিয়ে দেয়।
Ans.মার্ক-আপ।
47.শূন্যস্থান পূরণ করো: মার্ক-আপ ব্যবস্থায়, গড় উৎপাদন ব্যয় + পরিকল্পিত মুনাফা =___
Ans. দাম।
48. সত্য না মিথ্যা লেখো:শিল্পজাত দ্রব্যের ক্ষেত্রে উৎপাদনের পরিমাণ চাহিদা রেখার দ্বারা নির্ধারিত হয়।
Ans. সত্য।
49. সত্য না মিথ্যা লেখো: স্বাভাবিক মুনাফা একটি ব্যক্তিগত ধারণা।
Ans.সত্য।
50. সত্য না মিথ্যা লেখো: স্বাভাবিক মুনাফা ও পরিকল্পিত মুনাফার মধ্যে পার্থক্য আছে।
Ans. মিথ্যা।
51. সত্য না মিথ্যা লেখো: পরিকল্পিত মুনাফা দ্রব্যের ইউনিট পিছু হতে পারে না।
Ans. মিথ্যা।
52. সত্য না মিথ্যা লেখো: পরিকল্পিত মুনাফা শুধুমাত্র শতকরা হারেই ধার্য করা হয়।
Ans. মিথ্যা।
53. সত্য না মিথ্যা লেখো: হল এবং হিচ তাদের অনুসন্ধানে দেখলেন যে, ফার্মগুলি সর্বাধিক মুনাফা
অর্জন করতে চায় না।
Ans. সত্য।
54. সত্য না মিথ্যা লেখো: হল এবং হিচ দেখলেন যে, দাম প্রান্তিক
ব্যয়ের
দ্বারা
নির্ধারিত
হয়।
Ans. মিথ্যা।
55.সত্য না মিথ্যা লেখোঃ মার্ক-আপ ব্যবস্থায় ধরা হয় যে শিল্পের দীর্ঘকালীন জোগান রেখা অনুূভূমিক।
Ans. সত্য।
56.সত্য না মিথ্যা লেখো: মার্ক-আপ ব্যবস্থায় ধরা হয় যে ফার্মের LAC রেখা U আকৃতির।
Ans.মিথ্যা।
57. সত্য না মিথ্যা লেখোঃ শিল্পজাত দ্রবের দাম উৎপাদন ব্যয় ও মাক-আপের দ্বারা নির্ধারিত হয়।
Ans. সত্য।
58. সত্য না মিথ্যা লেখো:মার্ক-আপ এক ধরনের উপাদানের আয়।
Ans. সত্য।
59. সত্য না মিথ্যা লেখোঃ উপাদানের দাম বাড়লে গড় ব্যয় রেখা উপরের দিকে স্থান পরিবর্তন করবে।
Ans.সত্য।
60. সত্য না মিথ্যা লেখো: শিল্পজাত দ্রব্যের দাম নির্ধারণে চাহিদার একটি পরোক্ষ ভূমিকা আছে।
Ans.সত্য।
61. উৎপাদনের ন্যূনতম সর্বোত্তম মাত্রা কাকে বলে?
Ans. যে উৎপাদনের স্তরে ফার্মের LAC রেখা অনুভূমিক হতে শুরু করে সেই উৎপাদনের স্তরকে ন্যূনতম সর্বোত্তম মাত্রা বলে।
62. ফার্মের LAC রেখা L আকৃতির হয় কেন?
Ans, আধুনিক অর্থনীতিবিদদের মতে ফার্মের কিছুটা উদবৃত্ত উৎপাদন ক্ষমতা থাকে। তার ফলে উৎপাদন বাড়লেও
গড়
ব্যয়
বাড়ে
না। এই জন্য LAC রেখা প্রথম দিকে নিম্নমুখী হওয়ার পর অনুভূমিক হয়।
63. মার্ক-আপ স্থির করার দুটি পদ্ধতি উল্লেখ করো।
Ans. মার্ক-আপ দ্রব্যের একক প্রতি স্থির করা যেতে পারে অথবা গড় ব্যয়ের শতকরা হার হিসেবে স্থির করা যেতে পারে।
64. মার্ক-আপ তত্ত্ব অনুযায়ী শিল্পের উৎপাদনের পরিমাণ কীসের দ্বারা নির্ধারিত হয়?
Ans. মার্ক-আপ ত্ত্ব অনুযায়ী শিল্পের জোগান রেখা অনুভূমিক কিন্তু শিল্পের চাহিদা রেখা নিম্নমুখী। শিল্পের চাহিদা রেখা ও জোগান রেখার ছেদ বিন্দুতে শিল্পের উৎপাদনের পরিমাণ নির্ধারিত হয়।
65. শিল্পজাত দ্রব্যের দাম নিরূপণে চাহিদার কি কোনো ভূমিকা নেই?
Ans. শিল্পজাত দ্রব্যের দাম নিরুপণে পরোক্ষভাবে চাহিদার ভূমিকা আছে। চাহিদা কমে গেলে ফার্ম দাম কমিয়ে চাহিদা বাড়ানোর চেষ্টা করবে। মার্ক-আপ কমিয়ে ফার্ম দাম কমাবে। চাহিদার বৃদ্ধি-হ্রাস মার্ক আপকে প্রভাবিত করে এবং তার মাধ্যমে দামকে প্রভাবিত করে।
66. শূন্যস্থান পূরণ করোঃ মাইকেল কালেস্কি হলেন___এর মাধ্যমে দাম নির্ধারণ তত্ত্বের অন্যতম সমর্থক।
Ans. মার্ক-আপ।
67. শূন্যস্থান পূরণ করো:শিল্পজাত দ্রব্যের ক্ষেত্রে গড় ব্যয় বৃদ্ধি পেলে দ্রব্যের দাম_পায়।
Ans. বৃদ্ধি।
68. শূন্যস্থান পূরণ করো:শিল্পজাত দ্রব্যের ক্ষেত্রে মুনাফার মার্জিন হ্রাস করলে দ্রব্যের দাম_পায়।
Ans. হ্রাস।
69. শূন্যস্থান পূরণ করো: 'হল' এবং "হিচ' অনুসন্ধান করে দেখেছিলেন যে, শিল্পজাত দ্রব্যের ক্ষেত্রে ফার্ম ___এর দ্বারাই দাম নির্ধারণ করে।
Ans. মার্ক-আপ।
70. শূন্যস্থান পূরণ করো:মার্ক-আপ তত্ত্ব অনুযায়ী শিল্পজাত দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে কিছুটা_____ উৎপাদন ক্ষমতা থাকে।
Ans. উদবৃত্ত।
71. সত্য না মিথ্যা লেখো: মা্ক-আপ তত্ত্ব প্রান্তিক আয় ও প্রান্তিক ব্যয়ের সমতার মাধ্যমে ভারসাম্য প্রতিষ্ঠিত হয়।
Ans. মিথ্যা।
72. সত্য না মিথ্যা লেখো:মাক আপ তত্ত্ব অনুযায়ী স্বল্পকালে ফার্মের লক্ষ্য হল মুনাফা সর্বাধিক করা।
Ans. মিথ্যা।
73.সত্য না মিথ্যা লেখো:অর্থনীতিবিদ বেন-এর মতে শিল্পজাত দ্রব্যের দামর সঙ্গে প্রান্তিক ব্যয় সমান নয়।
Ans. সত্য।
74. সত্য না মিথ্যা লেখ:মার্ক-আপ তত্ত্ব অনুযায়ী মুনাফার মার্জিন বৃদ্ধি পেলে দাম বৃদ্ধি পায়।
Ans. সত্য।
75. সত্য না মিথ্যা লেখো:মার্ক আপ তত্ত্বে গড় ব্যয়ের সঙ্গে ক্ষতি যোগ করে দাম নির্ধারণ করা হয়।
Ans. মিথ্যা।
76. সত্য না মিথ্যা লেখ:বায় নির্ধারিত দাম ব্যাবস্থায়, দাম = মােট ব্যয় + অতিরিক্ত মুনাফা।
Ans. মিথ্যা।
77. শূন্যস্থান পূরণ করো: কৃষিদ্রব্যের ভারসাম্য দাম নির্ধারণ প্রক্রিয়াকে কলা যায়___নির্ধারিত দাম।
Ans. চাহিদা।
78. শূন্যস্থান পূরণ করো: শিল্পদ্রব্যের ভারসাম্য দাম নির্ধারণ প্রক্রিয়াকে বলা হয়___নির্ধারিত দাম।
Ans. ব্যয়।
79. শূন্যস্থান পূরণ করো: যদি সব্যের দাম (P) = 25 টাকা এবং উৎপাদনের গড় ব্যয় (AC) = 20 টাকা হয়, তবে এখানে মার্ক-আপ ধরা হয়েছে গড় ব্যয়ের_
Ans. 20%
80. শূন্যস্থান পূরণ করো:বিক্রেতার মুনাফা মার্জিনকে যদি মার্ক-আপ হিসেবে ধরা হয়, তবে
দীর্ঘকালীন সময়ে দ্রবমূল্য(P) হবে। P=_+NPM।
Ans. AVC I
81. শূন্যস্থান পূরণ করো: একই সময়ে একটি বাজার থেকে সস্তার দ্রব্য ক্রয় করে অন্য বাজারে বেশি দামে তা বিক্রয় করে মুনাফা অর্জনের প্রক্রিয়াকে বলা হয়___ পদ্ধতি।
Ans.আরবিট্রজ।
82. সত্য না মিথ্যা লেখ:কৃষিক্ষেত্রে শস্যের দাম ব্যয় নির্ধারিত।
Ans. মিথ্যা।
প্ৰিয় ছাত্র-ছাত্রী তোমাদের অন্যান্য সাপ্লিমেন্টারি কোনো নোটস বা রেফারেন্স প্রয়োজন হলে তোমরা আমাদের যোগাযোগ করতে পারো। তোমার শ্রেণীর অন্তর্গত সমস্ত বিষয়ের সাজেশন এবং ছোট বড় প্রশ্ন উত্তর এই ওয়েবসাইটে দেওয়া আছে, তোমরা চাইলে সেগুলো পড়ে দেখতে পারো। ফাইনাল পরীক্ষার আগে প্রত্যেকটা বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নের আরও একটা সাজেশন বের হবে, সেটা পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যেও।
2023 উচ্চমাধ্যমিক পরীক্ষার সাজেশন এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রত্যেক বিষয়ের শেষ দশ বছরের প্রশ্নপত্র পাওয়ার জন্য ওয়েবসাইটটি অবশ্যই ফলো করো।
.png)