উচ্চ মাধ্যমিক পরীক্ষার অন্তর্গত অর্থনীতি বিষয়ের ৫ নম্বর অধ্যায় 'জোগান বিশ্লেষণ' থেকে ১ নম্বরের ২টি প্রশ্ন থাকবে। এই অধ্যায়ের অন্তর্গত গুরুত্বপূর্ণ ১ নম্বরের প্রশ্ন গুলো নিচে দেওয়া হল।
প্রশ্নের মানঃ ০১
A.) সঠিক উত্তরটি নির্বাচন কর;
1.জগান অপেক্ষকের ধারনা পাওয়া যায় শুধুমাত্র_____বাজারে।
a.পূর্ণ প্রতিযোগিতমূলক b.একচেটিয়া c.দ্রব্যের d.উপকরনের
Ans. a
2.জগান অপেক্ষককে
a.জগানের পরিমান স্বাধীন চলরাশি ও দাম নির্ভরশীল চলরাশি b.জগানের পরিমান নির্ভরশীল
চলরাশি ও দাম নির্ভরশীল চলরাশি c.জগানের পরিমান নির্ভরশীল চলরাশি ও দাম স্বাধীন চলরাশি
d.জগানের পরিমান ও দাম উভয়ই স্বাধীন চলরাশি
Ans.c
3.জগানের নিয়ম কার্যকারী হলে জগান রেখা হবে
a.নিম্নমুখী b.ঊর্ধ্বমুখী c.উলম্ব d.অনুভূমিক
Ans.b
4.বাক্তিগত জগান রেখা জগ করলে পাওয়া যায়
a.ফার্মের জোগান b.বাজারের জোগান c.শিল্পের জোগান d.দেশের জোগান
Ans.b
5.জোগান রেখাটি উলম্ব সরলরেখা হলে জোগানের স্তিতিস্থাপকতা হবে
a.শূন্য b.অসীম c.1 d.>1
Ans.a
6.জোগান রেখাটি অনুভূমিক সরলরেখা হলে জোগানের স্তিতিস্থাপকতা হবে
a.শূন্য b.অসীম c.1 d.<1
Ans.b
7.যদি জোগানরেখাটি মূলবিন্দুগামী সরলরেখা হয় তাহলে তার প্রতি বিন্দুতে জগানের স্তিতিথাপকতা হবে
a.শূন্য b.অসীম c.=1 d.>1
Ans.c
8.যদি জোগানরেখাটি সরলরেখা হয় এবং এটির অনুভূমিক অক্ষ থেকে ছেদিতাংশ থাকে তাহলে
তার প্রতি বিন্দুতে জগানের স্তিতিথাপকতা হবে
a.শূন্য b.অসীম c.=1 d.<1
Ans.d
9.যদি জোগানরেখাটি সরলরেখা হয় এবং এটির উলম্ব অক্ষ থেকে ছেদিতাংশ থাকে তাহলে
তার প্রতি বিন্দুতে জগানের স্তিতিথাপকতা হবে
a.শূন্য b.>1 c.<1 d.=1
Ans.b
10.সম্পূর্ণ স্তিতিস্তাপক জোগান রেখাটি হবে
a.ঊর্ধ্বমুখী b.নিম্নমুখী c.অনুভূমিক d.উলম্ব
Ans.c
11.সম্পূর্ণ অস্তিতিস্তাপক জোগান রেখাটি হবে
a.ঊর্ধ্বমুখী b.নিম্নমুখী c.অনুভূমিক d.উলম্ব
Ans.d
12.জোগান স্তিতিস্থাপকতার মান শূন্য হলে তাকে বলে _____ জোগান
a.স্তিতিস্থাপক b.অস্থিতিস্থাপক c.সম্পূর্ণ স্তিতিস্থাপক d.সম্পূর্ণ অস্থিতিস্থাপক
Ans.d
13.জোগান স্তিতিস্থাপকতার মান 1 অপেক্ষা বেশি হলে তাকে বলে _____ জোগান
a.স্তিতিস্থাপক b.অস্থিতিস্থাপক c.সম্পূর্ণ স্তিতিস্থাপক d.সম্পূর্ণ অস্থিতিস্থাপক
Ans.a
14.জোগানের নিয়মে দামের সঙ্গে জগানের পরিমানের সম্পর্কটি হল্
a.প্রত্যক্ষ ও ধনাত্মক b.ব্যাস্ত ও ঋণাত্মক c.শূন্য d.এর কোনোটিই নয়
Ans.a
15.দাম স্তির থাকা অবস্থায় জোগানের পরিমান বাড়ানো হলে জোগান রেখা ____ স্তান
পরিবর্তন করে
a.বামদিকে b.ডানদিকে c.সমান্তরালে d.ওপর দিকে
Ans.b
16.পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে _____ রেখা থেকে ফার্মের জোগান রেখা পাওয়া
যায়
a.A.R b.MR c.MC d.A.C
Ans.c
17.শ্রমের জোগান বাড়লে শ্রমের জোগানের পরিমান _____
a.বাড়বে b.কমবে c.প্রথমে বাড়বে তারপর কমবে d.একই থাকবে
Ans.c
18.যখন দাম 4 টাকা তখন জোগান 100 ইউনিট। দাম 5 টাকা হলে জোগান 150 ইউনিট। জোগানের
স্তিতিস্থাপকতা কত ?
a.1 b.2 c.50 d.25
Ans.b
19.একই জোগান রেখার উপর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে গেলে তাকে ____ পরিবর্তন
বলে
a.জোগানের b.জোগানের পরিমানের c.দামের d.চাহিদায়
Ans.b
20.একই দামে একই জোগান রেখা থেকে আরে এক জোগান রেখায় গেলে তাকে _____ পরিবর্তন
বলে
a.জোগানের b.জোগানের পরিমানের c.জোগানের স্তিথিস্তাপকতায় d.উৎপাদনে
Ans.a
21.জোগান রেখার ঢাল হল
a.ঋণাত্মক b.শূন্য c.অসীম d.ধনাত্তক
Ans.d
22.শ্রমের জোগান রেখা ____ হয়
a.নিম্নমুখী b.ঊর্ধ্বমুখী c.প্রথমে ঊর্ধ্বমুখী তারপর পশ্চাৎমুখী d.অনুভূমিক
Ans.c
23.বাক্তিগত জোগান রেখা গুলির _____ যোগফল হল বাজার জোগান রেখা
a.উলম্ব b.অনুভূমিক c.কৌণিক d. a. এবং b উভয়ই
Ans.b
24.জোগানের নিয়মে দাম এবং জোগানের পরিমানের মধ্যে _____ সম্পর্ক থাকে
a.বিপরীতমুখী b.প্রত্যক্ষ c.ঋণাত্মক d.এদের কোনটিই নয়
Ans.b
25.দাম বৃদ্ধি পেলে জোগানের পরিমান
a.স্তির থাকে b.হ্রাস পায় c.বৃদ্ধি পায় d.এদের কোনটিই নয়
Ans.c
26.দাম হ্রাস পেলে জোগানের পরিমান
a.স্তির থাকে b.হ্রাস পায় c.বৃদ্ধি পায় d.এদের কোনটিই নয়
Ans.b
27.স্বাভাবিক জোগান রেখা হল
a.উর্ধমুখি b.নিম্নমুখি c.উলম্ব d.অনুভূমিক
Ans.a
28.মৃত শিল্পীর দ্বারা অঙ্কিত চরিত্রের
ক্ষেত্রে বর্তমান জোগান রেখা হবে
a.অনুভূমিক b.উর্ধমুখি c.নিম্নমুখি d.উলম্ব
Ans.d
29.প্রযুক্তিগত উন্নতি হলে জোগান রেখা
a.বামদিকে সরে যায় b.ডানদিকে সরে যায় c.অপরিবর্তিত হয় d.এর কোনটিই নয়
Ans.b
30.উপকরনের দাম বাড়লে জোগান রেখা
a.বামদিকে সরে যায় b.ডানদিকে সরে যায় c.অপরিবর্তিত হয় d.এর কোনটিই নয়
Ans.a
31.একক স্তিতিস্থাপক জোগান রেখার আকৃতি হল
a.উলম্ব b.মূলবিন্দুগামি সরলরেখা c.অনুভূমিক d.নিম্নমুখী সরল রেখা
Ans.b
32.সম্পূর্ণ অস্থিতিস্থাপক জোগান রেখার আকৃতি হল
a.উলম্ব b.মূলবিন্দুগামি সরলরেখা c.অনুভূমিক d.নিম্নমুখী সরল রেখা
Ans.a
33. কোনো চিত্রশিল্পী মারা গেলে তাঁর অঙ্কিত চিত্রের বর্তমান জোগান রেখার স্থিতিস্থাপকতা
হবে
a. অসীম স্থিতিস্থাপক b. সম্পূর্ণ অস্থিতিস্থাপক c. একক স্থিতিস্থাপক d. অস্থিতিস্থাপক
Ans.b
34. সমহার স্থিতিস্থাপক জোগানের ক্ষেত্রে স্থিতিস্থাপকতার মান হবে
a. es= 0 b. es=অসীম c. es=1 d. es<1
Ans.c
35. কোনো দ্রব্যের দাম বৃদ্ধি পেলে জোগানদাতা বেশি পরিমাণ দ্রব্য জোগান দিতে
রাজি থাকে, কারণ
a. দ্রব্যের দাম (P) উৎপাদনের প্রান্তিক ব্যয়ের (MC) বেশি হয় b. P<
MC হয় c. P = MC হয় d. এর কোনোটিই নয়
Ans.a
36. স্বল্পকালীন সময়ে কোনো শিল্পের জোগান রেখা ওই শিল্পের অন্তর্গত বিভিন্ন
ফার্মের স্বল্পকালীন জোগান রেখাসমূহের
a. উল্লম্ব সংযোজন b. অনুভূমিক সংযোজন
c. নিট সংযোজন d. এর কোনোটিই নয়
Ans.b
37. নীচের বিষয়গুলির মধ্যে কোটি কোনো দ্রব্যের জোগান নির্ধারক বিষয় নয়?
a. দ্রব্যটির দাম b. উপাদানসমূহের দাম c. ভোক্তার আয় d. উৎপাদন কৌশল
Ans.c
38. স্বল্পকালীন সময়ে কোনো দ্রব্যের জোগানের স্থিতিস্থাপকতার (es)
মান হবে
a. es=1 b. es> 1 c. es< 1 d. es
= 0
Ans.c
39. দীর্ঘকালীন a. es 1 সময়ে কোনো দ্রব্যের জোগানের স্থিতিস্থাপকতার (es)
মান হবে A.
a. es> 1 b. es< 1 c. es = 0 d. es=
1
Ans.a
40. ব্যক্তিগত শ্রমের জোগান রেখার আকৃতি
a. উর্ধ্বমুখী b. নিম্নমুখী c. অনুভূমিক অক্ষের সমান্তরাল d. পশ্চাৎ-অভিমুখী
Ans.d
41. জোগানের নিয়ম অনুযায়ী জোগানের সঙ্গে দামের সম্পর্ক হল
a. সর্মমুখী b. বিপরীতমুখী c. কোনো সম্পর্ক নেই d. এর কোনোটিই নয়
Ans.a
42. উৎপাদনের উপাদানের দাম বৃদ্ধি পেলে
a. জোগান বৃদ্ধি পায় _ b. জোগান হ্রাস পায় c. জোগান একই থাকে d. এর কোনোটিই
নয়
Ans.b
43. জোগান রেখার কোনো স্থান পরিবর্তন ঘটে না, যখন
a. অপর দ্রব্যের দাম পরিবর্তিত হয়। b. ওই দ্রব্যের দাম পরিবর্তিত হয় c. কারিগরি
অবস্থা পরিবর্তিত হয় d. সব কটিই ঠিক
Ans.b
B) নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও:
1. জোগান অপেক্ষক কাকে বলে?
Ans. জোগান নির্ধারক বিষয়গুলির সঙ্গে কোনো দ্রব্যের জোগানের পরিমাণের নির্ভরশীলতার
সম্পর্ককে ‘ জোগান অপেক্ষক ' বলে।
2 জোগানের নিয়মটি উল্লেখ করো।
Ans. অন্যান্য জোগান নির্ধারক বিষয় অপরিবর্তিত অবস্থায় দাম কম হলে দ্রব্যের
জোগান কম হবে এবং দাম বেশি হলে দ্রব্যের জোগান বেশি হবে। দামের সঙ্গে জোগানের এই ধনাত্মক
সম্পর্ককে জোগানের সূত্র বা নিয়ম বলে।
3. শূন্যস্থান পূরণ করো: জোগান রেখা হবে__
Ans, উধ্বমুখী।
4.জোগানের স্থিতিস্থাপকতা কাকে বলে?
Ans. দ্রব্যের দামের শতকরা এক ভাগ পরিবর্তনের ফলে দ্রব্যের জোগানের শতকরা যে
হারে পরিবর্তন হয়, তাকে জোগানের স্থিতিস্থাপকতা বলে।
5. সত্য না মিথ্যা লেখো: পচনশীল দ্রব্যের জোগানের স্থিতিস্থাপকতা বেশি হয়।
Ans. মিথ্যা।
6.শূন্যস্থান পূরণ করো: সম্পূর্ণ অস্থিতিস্থাপক জোগান রেখার আকৃতি হবে ___
Ans. উলম্ব।
7. জোগান কাকে বলে?
Ans. কোনো দ্রব্যের জোগান বলতে একটি নির্দিষ্ট দামে ওই দ্রব্য যে পরিমাণ বাজারে
বিক্রির জন্য আনা হয়, তাকে বোঝায়।
8. জোগান তালিকা কী?
Ans, একটি নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে উৎপাদক বিক্রেতা যতটা পরিমাণ দ্রব্য
বিক্রি করতে ইচ্ছুক থাকে,তাকে যে তালিকার মাধ্যমে প্রকাশ করা হয়, তাকে জোগান তালিকা
বলে।
9. জোগান রেখা কাকে জোগান বলে?
Ans. যোগান রেখা হল যোগান অপেক্ষকের জ্যামিতিক চিত্ররূপ।
10. বাজার জোগান তালিকা কীভাবে পাওয়া যায়?
Ans. ব্যক্তিগত জোগান তালিকাগুলির যােগফল থেকেই আমরা বাজার জোগান তালিকা পেতে
পারি।
11. জোগানের নিয়মের একটি ব্যতিক্রম উল্লেখ করো।
Ans. যে সমস্ত দ্রব্যসামগ্রীকে পুনরায় উৎপাদন করা যায় না, সেই সমস্ত দ্রব্যের
জোগান স্থির। এই সমস্ত কার্যকরী দ্রব্যের দাম বাড়লেও এদের জোগান বাড়বে না। এই জাতীয় দ্রব্যের ক্ষেত্রে জোগানের নিয়ম কার্যকর হবেনা।
যেমন - শিল্পী যামিনী রায়ের অঙ্কিত ছবি
12. জোগানের পরিবর্তন কাকে বলে?
Ans. কোনো দ্রব্যের জোগান, দাম ছাড়া অন্যান্য যে সকল বিষয়ের ওপর নির্ভরশীল
(যেমন — অন্যান্য দ্রব্যের দাম, উপকরণ ব্যয়, মজুত বহন-ব্যয়, কর ও শুল্ক, প্রযুক্তির
পরিবর্তন প্রভৃতি) সেগুলির পরিবর্তন হলে তাকে জোগানের পরিবর্তন বলে।
13. জোগানের পরিমাণে পরিবর্তন কাকে বলে?
Ans. অন্যান্য সকল বিষয় অপরিবর্তিত অবস্থায় যদি দ্রব্যের দাম পরিবর্তিত হয়
তাহলে আমরা জোগান রেখার ওপর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যাই। তখন তাকে বলে জোগানের
পরিমাণে পরিবর্তন।
14. .জোগানের শূন্যস্থান পূরণ পরিমাণ করো: জোগান রেখা আঁকার সময় অনুভূমিক
অক্ষে পরিমাপ করা হয়
Ans. যোগনের পরিমান
15. জোগান রেখা ঊর্ধ্বমুখী হয় কেন?
Ans. দ্রব্যের দামের সঙ্গে সংশ্লিষ্ট দ্রব্যের ধনাত্মক সম্পর্ক হওয়ায় জোগান
রেখা ঊর্ধ্বমুখী হয়।
16. জোগান অপেক্ষকটির গাণিতিক রূপটি লেখো।
Ans. জোগান অপেক্ষকটির গাণিতিক রূপটি হল— S = f (P) এবং f (P)> 0 [S = জোগান ও P = দাম]
17. জোগানের নিয়ম কার্যকরী হলে জোগান রেখার আকৃতি কীরূপ হবে?
Ans. জোগানের নিয়ম কার্যকরী হলে জোগান রেখাটি হবে ঊর্ধ্বমুখী।
18. ব্যক্তিগত জোগান ও বাজার জোগানের মধ্যে সম্পর্কটি উল্লেখ করো।
Ans. সব বিক্রেতার ব্যক্তিগত জোগান যােগ করে বাজার জোগান পাওয়া যায়।
19. সম্পূর্ণ স্থিতিস্থাপক জোগান রেখাটি
কিরূপ আকৃতির হয়?
Ans. সম্পূর্ণ স্থিতিস্থাপক জোগান রেখাটি হল অনুভূমিক অক্ষের সমান্তরাল।
20. কোনো দ্রব্যের জোগান রেখা অপেক্ষাকৃত ডানদিকে সরে যাওয়ার একটি কারণ লেখো।
Ans. কোনো দ্রব্যের দাম স্থির অবস্থায় উৎপাদনে ব্যবহৃত উপাদানসমূহের দাম হ্রাস পেলে জোগান রেখা ডানদিকে
সরে যাবে।
21. শূন্যস্থান পূরণ করো: কোনো দ্রব্যের জোগান নির্ধারক একটি বিষয় হল উপাদানগুলির
Ans. দাম।
22. শূন্যস্থান পূরণ করো: ক্রমহ্রাসমান ব্যয়সম্পন্ন শিল্পের দীর্ঘকালীন জোগান
রেখা ঢালসম্পন্ন হয়।
Ans. ঋনাত্মক।
23. সত্য না মিথ্যা লেখো: ব্যক্তিগত শ্রমের জোগান রেখা সর্বদা ধনাত্মক ঢালযুক্ত
হয়।
Ans. মিথ্যা।
24. শূন্যস্থান পূরণ করো: একটি অনুভূমিক জোগান রেখা সম্পূর্ণ জোগান নির্দেশ
করে।
Ans. স্থিতিস্থাপক।
25. শূন্যস্থান পূরণ করো: একটি উলম্ব জোগান রেখা সম্পূর্ণ জোগান নির্দেশ করে।
Ans. অস্থিতিস্থাপক।
26. শূন্যস্থান পূরণ করো: দীর্ঘকালীন সময় কোনো দ্রব্যের জোগান অপেক্ষাকৃত
হয়।
Ans. স্থিতিস্থাপক।
27. শূন্যস্থান পূরণ করো: পচনশীল দ্রব্যগুলির জোগানের স্থিতিস্থাপকতা ধরনের
হয়।
Ans. অস্থিতিস্থাপক।
28. শূন্যস্থান পূরণ করো: দীর্ঘস্থায়ী দ্রব্যগুলির জোগানের স্থিতিস্থাপকতা
ধরনের হয়।
Ans. স্থিতিস্থাপক।
29. সত্য না মিথ্যা লেখো: ফার্মের জোগান MC রেখার দ্বারা নির্ধারিত হয়।
Ans.সত্য
30. সত্য না মিথ্যা লেখো: জোগান অপেক্ষকে দাম হল স্বাধীন চলরাশি।
Ans. সত্য
প্ৰিয় ছাত্র-ছাত্রী তোমাদের অন্যান্য সাপ্লিমেন্টারি কোনো নোটস বা রেফারেন্স প্রয়োজন হলে তোমরা আমাদের যোগাযোগ করতে পারো। তোমার শ্রেণীর অন্তর্গত সমস্ত বিষয়ের সাজেশন এবং ছোট বড় প্রশ্ন উত্তর এই ওয়েবসাইটে দেওয়া আছে, তোমরা চাইলে সেগুলো পড়ে দেখতে পারো। ফাইনাল পরীক্ষার আগে প্রত্যেকটা বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নের আরও একটা সাজেশন বের হবে, সেটা পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যেও।
2023 উচ্চমাধ্যমিক পরীক্ষার সাজেশন এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রত্যেক বিষয়ের শেষ দশ বছরের প্রশ্নপত্র পাওয়ার জন্য ওয়েবসাইটটি অবশ্যই ফলো করো।
.png)