Class 12 Economics chapter 9 wbbhse | বাজারের শ্রেণিবিভাগ সমস্ত প্রশ্নউত্তর

   

Class 12 Economics chapter 9 wbbhse

বাজারের শ্রেণিবিভাগ

উচ্চ মাধ্যমিক পরীক্ষার অন্তর্গত অর্থনীতি বিষয়ের ৫ নম্বর অধ্যায় 'বাজারের শ্রেণিবিভাগ' থেকে ১ নম্বরের ১টি প্রশ্ন থাকবে। এই অধ্যায়ের অন্তর্গত গুরুত্বপূর্ণ ১ নম্বরের প্রশ্ন গুলো নিচে দেওয়া হল।

প্রশ্নের মানঃ ০১

1. দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার কাকে বলে?

Ans. যে বাজারে একজন মাত্র বিক্রেতা একজন  মাত্র ক্রেতা থাকে, তাকে দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার  বলে

2. ডুয়োপলি কাকে বলে?

Ans যে বাজারে দুই জন মাত্র বিক্রেতা বহু সংখ্যক ক্রেতার কাছে একটি সমজাতীয় বা পৃথকীকৃত দ্রব্য বিক্রি করে, তাকে ডুয়োপলি বলে

3. শূন্যস্থান পূরণ করো : একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে প্রত্যেক বিক্রেতা______দ্রব্য বিক্রি করে

Ans. পৃথকীকৃত কিন্তু পরস্পরের ঘনিষ্ট বিকল্প

4.সত্য না মিথ্যা লেখ : একচেটিয়া বাজারে কার্ম শিল্পের মধ্যে পাথক্য নেই

Ans:সত্য

5. বিশুদ্ধ অলিগোপলি কাকে বলে?

Ans: যে অলিগোপলিতে সকলেই একজাতীয় বা সমজাতীয় দ্রব্য বিক্রি করে, তাকে বিশুদ্ধ অলিগোপলি বলে

6. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে?

An যে বাজারে অসংখ্য বিক্রেতা অসংখ্য ক্রেতা থাকে, একটি সমজাতীয় দ্রব্যের ক্রয়বিক্রয় হয় এবং

বাজারে বিক্রেতা বা ফার্মের অবাধ প্রবেশ প্রস্থানের স্বাধীনতা থাকে, তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে এই বাজারের আরও কয়েকটি বৈশিষ্ট আছে

7. বিশুদ্ধ প্রতিযোগিতা কাকে বলে ?

Ans. যদি বাজারে অসংখ্য ক্রেতা- বিক্রেতা থাকে, যেখানে প্রতিটি বিক্রেতাই একজাতীয় দ্রব্য বিক্রি করে এবং বাজারে অবাধ প্রবেশাধিকার থাকে, তাহলে সেই বাজারকে বিশুদ্ধ প্রতিযোগিতা বলা হয়

8. অলিগোপলি বাজার কাকে বলে?

Ans. যে বাজারে সীমিত সংখ্যক বিক্রেতা বহু সংখ্যক ক্রেতার কাছে একটি সমজাতীয় বা পৃথকীকৃত দ্রব্য

বিক্রি করে, তাকে অলিগোপলি বাজার বলে যেমন-ঠান্ডা পানীয়

9. ডুয়োপলি বাজার কাকে বলে?

Ans. যে বাজারে দুইজন মাত্র বিক্রেতা বহু সংখ্যক ক্রেতার কাছে একটি সমজাতীয় বা পৃথকীকৃত দ্রব্য বিক্রি করে, তাকে ডুয়োপলি বাজার বলে যেমন-পশ্চিমবঙ্গে বিদ্যুৎ পরিসেবা CESC এবং রাজ্য বিদ্যুৎ পর্ষদ প্রদান করে

10. সত্য না মিথ্যা লেখো : পূর্ণ প্রতিযোগিতার বাজারে অবাধ প্রবেশাধিকার থাকে

Ans. সত্য

11. শুন্যস্থান পূরণ করো : যে বাজারে একজন ক্রেতা একজন বিক্রেতা থাকে সেই বাজারকে বলে______

Ans. দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার

12. সত্য না মিথ্যা লেখো : একচেটিয়া ফার্ম দাম নির্মাতা, দাম গ্রহীতা নয়

Ans. সত্য

13. সত্য না মিথ্যা লেখো : পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোনো ক্রেতা বা বিক্রেতা দামকে প্রভাবিত করতে পারে না

Ans. সত্য

14. সত্য না মিথ্যা লেখো : একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারকে একচেটিয়া বাজার এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সংমিশ্রণ হিসেবে গণ্য করা যায়

Ans. সত্য

15. শূন্যস্থান পুরণ করো : ভারতের রেল পরিবহণ হল____একচেটিয়ার উদাহরণ

Ans. রাষ্ট্রীয়

16. সময় মেয়াদ অনুযায়ী মার্শাল বাজারকে কয়-ভাগে ভাগ করেছেন?

Ans. সময় মেয়াদ অনুযায়ী মার্শাল বাজারকে চারটি ভাগে ভাগ করেছেন

17.প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে -টি ভাগে ভাগ করা যায়?

Ans. প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে দুটি ভাগে ভাগ করা যায়-পূর্ণ প্রতিযোগিতা অপূর্ণ প্রতিযোগিতা

18. একচেটিয়া বাজার কাকে বলে?

Ans. যে বাজারে একজন মাত্র বিক্রেতা এবং অসংখ্য ক্রেতা উপস্থিত থাকে এবং উৎপাদিত দ্রব্যের কোনো ঘনিষ্ঠ বিকল্প দ্ৰব্য থাকে না এবং যেখানে অন্য ফার্মের প্রবেশের পথে প্রতিবন্ধকতা থাকে, সেই ধরনের বাজারকে একচেটিয়া বাজার বলে

19. একচেটিয়া বাজারের একটি উদাহরণ দাও

Ans. রেল পরিবহণ

20. একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে?

Ans. যে বাজারে বহু সংখ্যক বিক্রেতা, বহু সংখ্যক ক্রেতার কাছে পৃথকীকৃত কিন্তু ঘনিষ্ঠ পরিবর্ত দ্রব্য বিক্রি করে থাকে, সেই ধরনের বাজারকে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার বলে

21. একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের একটি উদাহরণ দাও

Ans. একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের একটি উদাহরণ হল-টুথপেস্ট (কোলগেট, পেপসােডেন্ট ইত্যাদি কোম্পানি দ্বারা নির্মিত)

22. পৃথকীকৃত অলিগোপলি কাকে বলে?

Ans. অলিগোপলি বাজারে বিকৃত দ্রব্য যদি পুথকীকৃত কিন্তু ঘনিষ্ঠ পরিবর্ত হয়, তাহলে সেই বাজারকে পৃথকীকৃত অলিগোপলি বাজার বলে

23.বিভেদমূলক একচেটিয়া বাজার কী?

Ans. যখন কোনো একচেটিয়া কারবারি তার একই দ্রব্যের জন্য বিভিন্ন বাজারে বা বিভিন্ন ক্রেতার

নিকট ভিন্ন ভিন্ন দাম ধার্য করে তখন তাকে বিভেদমূলক একচেটিয়া বাজার বা দাম-পৃথকীকরণ বলে

24. দাম-পূথকীকরণ কোন প্রকার বাজারে দেখা যায় ?

Ans.দাম-পৃথকীকরণ একচেটিয়া বাজারের ক্ষেত্রে দেখা যায়

25. দাম-পৃথকীকরণ দেখা যায় এমন একটি বাজারের উদাহরণ দাও

Ans.দাম-পুথকীকরণ দেখা যায় এমন একটি বাজারের উদাহরণ হল-বিদ্যুৎ সরবরাহকারী বাজার এখানে একই পরিমাণ বিদ্যুতের জন্য গৃহস্থ, ব্যাবসায়িক প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান প্রভৃতির কাছে বিভিন্ন দাম ধার্য করা হয়

26. দ্বিপাক্ষিক একচেটিয়া বাজারের ক্রেতা এবং বিক্রেতার সংখ্যা কীরূপ থাকে?

Ans. দ্বিপাক্ষিক একচেটিয়া বাজারে একজন ক্রেতা এবং একজন বিক্রেতা উপস্থিত থাকে

27. অর্থনৈতিক বাজার কাকে বলে?

Ans. কোনো দ্রব্য বা উপাদানের ক্রেতা বিক্রেতাদের মধ্যে ক্রয়বিক্রয়ের উদ্দেশ্যে যে সামাজিক সম্পর্ক স্থাপিত হয়, তাকেই অর্থনৈতিক বাজার বলা হয় যেমন-বই, জামাকাপড় ইত্যাদি হল

দ্রব্যের বাজার

28. প্রতিযোগিতা অনুসারে বাজারকে যে দুটি ভাগে ভাগ করা যায় সেগুলি কী কী?

Ans. প্রতিযোগিতা অনুসারে বাজারের দুটি ভাগ হল-(¡) পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, (¡¡) অপূর্ণ

প্রতিযোগিতামূলক বাজার

29.ডাম্পিং কী?

Ans. একচেটিয়া কারবারি একই দ্রব্য দেশের বাজারে বেশি দামে এবং বিদেশের বাজারে কম দামে বিক্রয় করে থাকে, এটি সাধারণত করা হয় বিদেশি বাজার দখল করার জন্য একেই ডাম্পিং (Damping) বলা হয়

30. শূন্যস্থান পূরণ করো : দ্রব্য_,একচেটিয়ামূলক প্রতিযোগিতার বাজারের একটি বিশেষ বৈশিষ্ট্য

Ans. পৃথকীকরণ

31. শূন্যস্থান পুরণ করো: যদি কোনো দ্রব্যের বাজারে দুজন মাত্র বিক্রেতার উপস্থিতি থাকে, তবে তাকে_বাজার বলে

Ans. ডুয়োপলি

32. শূন্যস্থান পূরণ করো : যে বাজারে একজন ক্রেতা এবং একজন বিক্রেতা উপস্থিত, সেই বাজারকে দ্বিপাক্ষিক____বাজার বলে

Ans. একচেটিয়া

33. শূন্যস্থান পূরণ করো : পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজারে বিক্রেতারা____দ্রব্য বিক্রয় করে

Ans. সমজাতীয়

34. শূন্যস্থান পূরণ করো : পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজারে_প্রবেশ নির্গমন সন্তব হয়

Ans. অবাধ

35. সত্য না মিথ্যা লেখো : একচেটিয়া বাজারে MR সর্বদা AR অপেক্ষা বেশি হয়

Ans. মিথ্যা

36 সত্য না মিথ্যা লেখো : পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজারে বিক্রেতাদের মােট ব্যয়ের মধ্যে বিজ্ঞাপন খরচও অন্তর্ভুক্ত

Ans. মিথ্যা

37. সত্য না মিথ্যা লেখো : একচেটিয়া বাজারে ফার্ম শিল্পের মধ্যে কোনো পার্থক্য নেই

Ans. সত্য

38. সত্য না মিথ্যা লেখো : পূর্ণ প্রতিযোগিতার বাজারে প্রতিটি ফার্ম সমজাতীয় দ্রব্য বিক্রয় করে

Ans.সত্য

39. সত্য না মিথ্যা লেখো : পূর্ণ প্রতিযোগিতার বাজারে বিক্রেতা সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা রেখার সম্মুখীন হয়

Ans. সত্য

40. মনোপসনি (Monopsony) বাজার কাকে বলে?

Ans. যে বাজারে একজন মাত্র ক্রেতা এবং অনেক বিক্রেতা উপস্থিত থাকে তাকে মনোপসনি বলে

41. শূন্যস্থান পূরণ করো : একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে প্রত্যেক বিক্রেতা____দ্রব্য বিক্রয় করে

Ans. পৃথকীকৃত

42. ডুয়োপসনি (Duopsony) বাজার কাকে বলে?

Ans. যে বাজারে দুজন মাত্র ক্রেতা অনেক বিক্রেতা উপস্থিত থাকে তাকে ডুয়োপসনি বলে

43. অলিগোপসনি (Oliguopsony) বাজার কাকে বলে?

Ans. যে বাজারে স্বল্প সংখ্যক ক্রেতা কিন্তু অনেক বিক্রেতা উপস্থিত থাকে তাকে অলিগোপসনি  বলে

44. সত্য না মিথ্যা লেখো : দ্বিপাক্ষিক একচেটিয়া বাজারে দুজন বিক্রেতা থাকে

Ans. মিথ্যা

45. সত্য না মিথ্যা লেখো : পূর্ণাঙ্গ বাজারে চাহিদা রেখা উল্লম্ব হয়

Ans. মিথ্যা

46. সত্য না মিথ্যা লেখো : একচেটিয়া বাজারে ঘনিষ্ঠ পরিবর্ত দ্রব্যের অভাৰ লক্ষ্য করা যায়

Ans. সত্য

47. সত্য না মিথ্যা লেখো : একচেটিয়া বাজারে অবাধে প্রস্থান প্রবেশ করা যায়

Ans. মিথ্যা

48. শূন্যস্থান পূরণ করো:_বাজারে চাহিদা রেখা অনির্ধারিত থাকে

Ans.অলিগোপলি

49. শূন্যস্থান পূরণ করো : মুষ্টিমেয় ক্রেতার বাজারকে____বাজার বলে

Ans. অলিগোপসনি

50. শূন্যস্থান পূরণ করো :____বাজারে উৎপাদনের উপাদানের পূর্ণ গতিশীলতাথাকে

Ans. পূর্ণ প্রতিযোগিতামূলক

51. সত্য না মিথ্যা লেখো : একচেটিয়া বাজারে বিক্রেতা দাম নির্মাতা

Ans. সত্য

52. শূন্যস্থান পূরণ করো : কৃষিজাত দ্রব্য সামগ্রীর বাজারকে____বাজার বলা যেতে পারে

Ans. পূর্ণ প্রতিযোগিতামূলক

53.শূন্যস্থান পূরণ করে: পেটেন্টর মাধ্যমে_বাজার সৃষ্টি হয়

Ans. একচেটিয়া

54. শূন্যস্থান পূরণ করো : ভারতের মােটরগাড়ি নির্মাণের বাজারটি হল____বাজারের উদাহরণ

Ans. পৃথকীকৃত অলিগোপলি

55. শূন্যস্থান পূরণ করো : শ্রমিক সংঘ এবং মালিক সংঘের মধ্যে দরকষাকষির মাধ্যমে মজুরি নির্ধারিত হলে তা হবে____ বাজারের উদাহরণ

Ans.দ্বিপাক্ষিক একচেটিয়া

56. শূন্যস্থান পূরণ করো : পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে সকল ফার্মের অবাধ____থাকে

Ans. প্রবেশাধিকার

57. বিশুদ্ধ প্রতিযোগিতা পূর্ণ প্রতিযোগিতার মধ্যে পার্থক্য কী?

Ans. বিশদ্ধ প্রতিযোগিতার তিনটি বৈশিষ্ট সেই তিনটি বৈশিষ্টর সঙ্গ্যে আরও চারটি বৈশিষ্ট যুক্ত হলে তবে পূর্ণ প্রতিযোগিতা হয়

58. একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারকে একচেটিয়া এবং পূর্ণ প্রতিযোগিতার সংমিশ্রণ বলা হয় কেন?

Ans. কারণ এই বাজারের কতগুলি বৈশিষ্ট্য একচেটিয়া বাজারের মতো এবং কতগুলি বৈশিষ্ট্য পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের মতো

59. সত্য না মিথ্যা লেখো : অসম প্রতিযোগিতা থেকে একচেটিয়া সৃন্টি হতে পারে

Ans. সত্য

60. সত্য না মিথ্যা লেখো : একচেটিয়া বিক্রেতাকে দামগ্রহীতা বলা হয়

Ans. মিথ্যা

61. দ্বিপাক্ষিক অলিগোপলি কাকে বলে?

Ans. যদি মুষ্টিমেয় কয়েকজন ক্রেতা, মুষ্টিমেয় কয়েকজন বিক্রেতার সম্মুখীন হয় তাহলে সেই বাজারকে দ্বিপাক্ষিক অলিগোপলি বলে

62. সত্য না মিথ্যা লেখো : নতুন আবিষ্কারের মাধ্যমে একচেটিয়া উদ্ভব সম্ভব নয়

Ans. মিথ্যা

 

        প্ৰিয় ছাত্র-ছাত্রী তোমাদের অন্যান্য সাপ্লিমেন্টারি কোনো নোটস বা রেফারেন্স প্রয়োজন হলে তোমরা আমাদের যোগাযোগ করতে পারো। তোমার শ্রেণীর অন্তর্গত সমস্ত বিষয়ের সাজেশন এবং ছোট বড় প্রশ্ন উত্তর এই ওয়েবসাইটে দেওয়া আছে, তোমরা চাইলে সেগুলো পড়ে দেখতে পারো। ফাইনাল পরীক্ষার আগে প্রত্যেকটা বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নের আরও একটা সাজেশন বের হবে, সেটা পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যেও।

2023 উচ্চমাধ্যমিক পরীক্ষার সাজেশন এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রত্যেক বিষয়ের শেষ দশ বছরের প্রশ্নপত্র পাওয়ার জন্য ওয়েবসাইটটি অবশ্যই ফলো করো।

নবীনতর পূর্বতন

نموذج الاتصال

close