Class 12 Economics chapter 11 wbbhse | একচেটিয়া বাজারের ভারসাম্য সমস্ত প্রশ্নউত্তর

    

Class 12 Economics chapter 11

একচেটিয়া বাজারের ভারসাম্য

উচ্চ মাধ্যমিক পরীক্ষার অন্তর্গত অর্থনীতি বিষয়ের ৫ নম্বর অধ্যায় 'একচেটিয়া বাজারের ভারসাম্য' থেকে ১ নম্বরের ২টি প্রশ্ন থাকবে। এই অধ্যায়ের অন্তর্গত গুরুত্বপূর্ণ ১ নম্বরের প্রশ্ন গুলো নিচে দেওয়া হল।

প্রশ্নের মানঃ ০১

A) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখোঃ  

1. একচেটিয়া বাজারে ভারসাম্য নির্ধারিত হয় যেখানে

a. P = MC b.MR = MC c.AR = MR d.AR = AC

Ans.b

2. একচেটিয়া বাজারে ভারসাম্য দাম হবে  a.MC-এর সমান b.MCঅপেক্ষা কম  c.MCঅপেক্ষা বেশি d.MR এর সমান

Ans. c

 3. একচেটিয়া বিক্রেতার MC ধনাত্মক হলে একচেটিয়া বিক্রেতা যেখানে ভারসাম্য অর্জন করবে সেখানে চাহিদার স্থিতিস্থাপকতার পরম মান______

a.একের সমান b.একের চেয়ে বড়ো c. একের চেয়ে ছােটো d.অসীম

Ans. b

4. লার্নারের সূচকের মান___থেকে___এর মধ্যে থাকে।

a. 0, 1 b. 1,-1 c. 0, d.

Ans. a

5. একচেটিয়া ক্ষমতা পরিমাপ করার জন্য লার্নারের সূচকের সূত্রটি হল

a. P-MC/P b. P-AC/P c. AR-MR/P d. P-MC/P

Ans. a

6. স্বল্পকালে ভারসাম্য অবস্থায় একচেটিয়া বিক্রেতা____মুনাফা অর্জন করে।

a.স্বাভাবিক b.স্বাভাবিকের বেশি c. স্বাকাবিকের কম d.স্বাভাবিকের বেশি বা স্বাকাবিকের কম

Ans.d

7. নীচের কোনটি একচেটিয়া বাজারের বৈশিষ্ট নয় ?

a. বাজারে একটিমাত্র ফার্ম ই দ্রব্যটি উৎপাদন করে b.দ্রব্যটির ঘনিষ্ঠ বিকল্প সব্য নেই c.নতুন ফা্মের প্রবেশের পথ রুদ্ধ d. ফার্ম দামকে প্রদত্ত বলে গ্রহণ করে

Ans. d

৪. ব্যয়হীন একচেটিয়া ভারসাম্যে আসবে যেখানে

a.|ep|=1 b.lepl> 1 c.|ep|<1 d.|ep|=0

Ans. a

9.লার্নারের সূচকের মান______এর সঙ্গে সমান।


10. পূর্ণ প্রতিযোগিতার  ক্ষেত্রে লার্নারের সূচকের মান হবে

a. 1 b. 0 c. ইনফিনিটি   d <1

Ans. b

11. একচেটিয়া ক্ষমতা মাপার সূত্রটি দিয়েছেন.

  a. মার্শাল   b.লার্নার c.কুর্নো d. রিকার্ডো

Ans. b

12. কোন বাজারে প্রতিটি ফার্ম দাম গ্রহীতা?

  a.একচেটিয়া বাজারে b.পূর্ণ প্রতিযোগিতার  বাজারে c. [a] এবং [b] উভয়ই d.[a] এবং [b]কোনোটিই নয়

Ans. b

13. দাম স্বত্ত্রীকরণ কত রকমের হতে পারে? 

a.এক b. দুই c. তিন d. চার

Ans. c

14. দাম স্বতন্ত্রীকরণের ক্ষেত্রে যে বাজারের চাহিদার স্থিতিস্থাপকতা কম সেই বাজারের দাম_____হবে।

a. কম b. বেশি c. কম অথবা বেশি d.এর কোনোটিই নয়

Ans. b

15. দুটি বাজারের মধ্যে দাম পৃথকীকরণ সর্বাধিক লাভজনক হবে, যখন______

c. MR1=MR2=MC d. P1=P2=MC

Ans. c

16. কোনো চিকিৎসক বিভিন্ন রোগীর কাছে বিভিন্ন ফি আদায় করলে এটি হবে_______দাম স্বতন্ত্রীকরণের উদাহরণ।

a. স্থানগত b.ব্যক্তিগত c.এককগত d.এর কোনোটিই নয়

Ans. b

17. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম___;একচেটিয়া বাজারে দাম___

a.চলরাশি, স্থির b.স্থির,চলরাশি c.চলরাশি,চলরাশি

d. স্থির,স্থির

Ans. b

18. একচেটিয়া ফার্ম যেখানে ভারসাম্য অর্জন করে সেই বিন্দুতে MC রেখা_____

a.নিম্নমুখী হতে পারে b.উর্ধ্বমুখী হতে পারে c.অনুভূমিক হতে পারে d.[a], [b], [c] তিনটিই হতে পারে

Ans. d

19. একচেটিয়া ফার্ম গড় ব্যয় রেখার নিম্নতম বিন্দুতে উৎপাদন করলে______মুনাফা অর্জন করে।

a. স্বাভাবিক b.স্বাভাবিকের থেকে বেশি c.স্বাভাবিকের থেকে কম d.এর কোনোটিই নয়

Ans. b

20. একচেটিয়া বাজারে প্রান্তিক রেভিনিউ, গড় রেভিনিউ অপেক্ষা______

a. বেশি b.কম c. বেশি অথবা কম উভয়ই d.এর কোনোটিই নয়

Ans. b

21. কোন বাজারে বিক্রয়কারী প্রতিষ্ঠানই সমগ্র শিল্প হিসেবে গণ্য হয়?

a. একচেটিয়ামূলক প্রতিযোগিতার  বাজারে

b.একচেটিয়া বাজারে c.ডুয়োপলি বাজারে d.মনোপসনি বাজারে

Ans. b

22. বিক্রেতার একচেটিয়া ক্ষমতা সৃষ্টির একটি কারণ হল

a. প্রসারিত বাজার b. সীমিত বাজার c. মুক্ত বাণিজ্য d. এর কোনোটিই নয়

Ans. b

23. একচেটিয়া কারবারি মুনাফা সর্বোচ্চ করার জন্য যে ভারসাম্য উৎপাদন স্থির করে, সেখানে চাহিদার দাম স্থিতিস্থাপকতার (e) মান

a. ep>1 হয় b. ep<1 হয় c. ep=1হয় d. ep=0 হয়

24. একচেটিয়া বাজারে ভারসাম্য দাম(PM)এবং পূর্ণ প্রতিযোগিতার  বাজারে ভারসাম্য দাম (PC)

-এর সম্পর্ক হল

 a. PC> PM  b.PC= PM c. PM>PC  d.এর কোনোটিই নয়

25.একচেটিয়া বাজারে ভারসাম্য পরিমাণ (QM) এবং পূর্ণ প্রতিযোগিতার  বাজারে ভারসাম্য পরিমাণ

(QC)এর সম্পর্ক হল

a.QC > QM b.QM > QC c.QM =QC d.এর কোনোটিই নয়

Ans. a

26. একচেটিয়া কারবারির ডারসাম্যের একটি শর্ত হল

a. MR = AC b.MR= MC c.AR = AC d.AR = MC

Ans. b

27. একচেটিয়া বাজারে উৎপাদকের সংখ্যা হল

a.একজন b.দুইজন c.তিনজন d.অসংখ্য

Ans.a

28. একচেটিয়া কারবারি হল

a.দাম গ্রহীতা b.দাম নির্মাতা c. [a] এবং [b] উভয়ই সত্য d. |a] এবং [b]-এর কোনোটিই নয়

Ans. b

29. একচেটিয়া বাজারে AR রেখার আকৃতি হল

a. উর্দ্ধমুখী b.উল্লম্ব c.অনুভূমিক d.নিম্নমুখী ।

Ans. d

30. একচেটিয়া বাজারে MR রেখা হল

a.উর্দ্ধমুখী b.উল্লম্ব c.অনুভূমিক d.নিম্নমুখী

Ans. d

31. একচেটিয়া বাজারে AR এবং MR-এর সম্পর্ক হল

a. AR=MR b.AR > MR c.AR < MR d.সবগুলিই সত্য

Ans. b

32. দীর্ঘকালে একচেটিয়া বাজারে ফার্ম

a.অস্বাভাবিক মুনাফা অর্জন করে b.স্বাভাবিক মুনাফা অর্জন করে c.[a] এবং [b] উভয়ই সত্য

d. [a] এবং [b] এর কোনোটিই নয়

Ans. b

33. একচেটিয়া বাজারে ভারসাম্যের পর্যাপ্ত শর্তটি হল

a.MC রেখার ঢাল> MR রেখার ঢাল b. MC রেখার ঢাল < MR রেখার ঢাল c.MC রেখার ঢাল=MR রেখার ঢাল d. এর কোনোটিই নয়

Ans. a

34. একচেটিয়া বাজারে ভারসাম্যের সময় চাহিদার (ep) স্থিতিস্থাপকতার মান হবে Ans. b

 a. ep<1 b. ep>1 c. ep=1 d.ep<1 

Ans. b

35. একচেটিয়া কারবারি যখন একই দ্রব্য বা সেবা বিভিন্ন ক্রেতার কাছে বিভিন্ন দামে বিক্রি করে তখন তাকে বলে

a. দ্রব্য পৃথকীকরণ b. দাম পৃথকীকরণ c.মুনাফা পৃথকীকরণ d.উৎপাদন পৃথকীকরণ

Ans. c

36. একচেটিয়া বাজারে ফার্মের উদ্দশ্য হল

a. উৎপাদন সর্বোচ্চ করা b.বিক্রয় সর্বোচ্চ করা c. মুনাফা সর্বোচ্চ করা d. দাম বিক্রয় সর্বোচ্চ করা

37. দাম পৃথকীকরণ লাভজনক হবে যখন দুটি বাজারের চাহিদার দামগত স্থিতিস্থাপকতা

a. সমান হবে b. অসমান হবে c.[a] এবং |b] উভয়ই সত্য d.[a] এবং [b]এর কোনোটিই নয়

Ans. b

38. সামাজিক একচেটিয়া কারবার হল

 a.পণ্য বিক্রি b.রেল পরিবহণ c. ওষুধ সরবরাহ d.এর কোনোটিই নয়

39. প্রান্তিক রেভিনিউ বৃদ্ধি পেলে জোগানের পরিমাণ বৃদ্ধি পায় কোন বাজারে?

a.একচেটিয়া বাজারে b. পূর্ণ প্রতিযোগিতার  বাজারে c. অলিগোপলি বজারে d. মনোপসনি বাজারে

Ans. a

40. দাম নির্ধারণের পদ্ধতির ওপর কোন অর্থনীতিবিদগণ সমীক্ষা করেন?

a.মার্শাল ও কেইনস্ b.অ্যাডাম স্মিথ এবং রিকার্ডো c.হিল এবং হিচ d. এরা কেউ নন।

Ans. c

41. একজন ডাক্তারের ধনী ও গরিব রােগীর কাছে বিভিন্ন ফি নেওয়া,

a.স্থানগত দাম পৃথকীকরণ b.ব্যাক্তিগত দাম পৃথকীকরণ c.বাণিজ্যিক দাম পৃথকীকরণ d.এর কোনোটিই নয়

Ans. b

42. কোন বাজারে চাহিদা ও ব্যয় অপেক্ষক ধারাবাহিক হয়?

a.পূর্ণ প্রতিযোগিতার  বাজারে b. মনোপসনি বাজারে c. একচেটিয়া বাজারে d. [a] এবং [b] উভয়ই

Ans. a

43. সরকারি পক্ষের কোনো ফার্ম বা শিল্পকে স্বত্বাধিকার প্রদানের ক্ষেত্রে কোনটি সত্য নয়?

a. কপিরাইট b.পেটেন্ট রাইট c. ট্রেড লাইসেন্স d.ডাম্পিং রাইট

Ans. a

44. নীচের কোনটি একচেটিয়া কারবারের দৃষ্টান্ত?

a. টুথপেস্ট b. রেলপথ c.মোটরগাড়ির টায়ারের বাজার d.এর কোনোটিই নয়

Ans. b

45. একচেটিয়া বিক্রেতার MC ধনাত্মক হলে একচেটিয়া বিক্রেতা যেখানে ভারসাম্য অর্জন করে। সেখানে |epl এর মান হল

a.একের চেয়ে ছোটো b.একের চেয়ে বড়ো c. একের সমান d. অসীম

Ans. b

46. একচেটিয়া বাজারে কোন ব্যয় থাকে না?

a. প্রান্তিক ব্যয় b.গড় ব্যয় c.মোট ব্যয় d.বিজ্ঞাপন ব্যয়

Ans. d

47. দুটি বাজারের মধ্যে লাভজনক দাম পৃথকীকরণ চালানো সম্ভব যদি বাজার দুটির______

a.চাহিদার স্থিতিস্থাপকতা একই হয় b.চাহিদার স্থিতিস্থাপকতা বিভিন্ন হয় c. চাহিদা রেখা একই হয় d. প্রান্তিক রেভিনিউ একই হয়

Ans. b

48. একচেটিয়া ফার্ম ভারসাম্যে আসবে যেখানে___ সর্বাধিক হয়।

a.মোট রেভিনিউ b. মোট উৎপাদন c.মোট মুনাফা d.এর কোনোটিই নয়

Ans. c

49. দুটি বাজারে একই দ্রব্য ভিন্ন ভিন্ন দামে বিক্রি হলে তাকে বলে---

a.দাম পৃথকীকরণ b. দাম সরলীকরণ c. দাম নির্মাতা d. দাম গ্রহীতা

Ans. a

50. একচেটিয়া বাজারে জোগান রেখার আকৃতি হবে নিম্নরূপ

a. উ্ধ্বমুখী b. নিম্নমুখীc. অনুভূমিক d.এর কোনোটিই নয়

Ans. d


B)নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ

1. সত্য না মিথ্যা লেখো: একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে কানাে পার্থক্য নেই।

Ans. সত্য।

2. সত্য না মিথ্যা লেখো: একচেটিয়া বিক্রেতা দাম গ্রহীতা।

Ans. মিথ্যা।

3. শূন্যস্থান পূরণ করো:একচেটিয়া ফার্মের গড় রেভিনিউ রেখা______

Ans. দাম রেখা।

4. একচেটিয়া বিক্রেতার কোনো উৎপাদন ব্যয় না থাকলে মোট মুনাফা কোথায় সর্বাধিক হবে?

Ans. একচেটিয়া বিক্রেতার কোনো উৎপাদন ব্যয় না থাকলে যখন মোট রেভিনিউ সর্বোচ্চ হয় তখন-ই মোট মুনাফা সর্বাধিক হবে।

5. সত্য না মিথ্যা লেখো: একচেটিয়া বিক্রেতা চাহিদা রেখার অস্থিতিস্থাপক অংশে কখনােই ভারসাম্যে থাকবে না।

Ans.সত্য।

6 শূন্যস্থান পূরণ করোঃ লার্নারের সূচকের মান চাহিদার স্থিতিস্থাপকতার পরম মানের_____এর সঙ্গে সমান।

Ans. অন্যোন্যক।

7. সত্য না মিথ্যা লেখো: একচেটিয়া বাজারের ভারসাম্য অবস্থায় চাহিদার স্থিতিস্থাপকতার মান এক অপেক্ষা কম হতে পারে না।

Ans. সত্য।

৪. একচেটিয়া বাজারে ভারসাম্যের শর্ত কী?

Ans. একচেটিয়া বাজারে ভারসাম্যের শর্ত হল- (i) MR=MC (ii) MR রেখার ঢাল < MC রেখার ঢাল

9. দাম স্বতন্ত্রীকরণ কাকে বলে?

Ans.যখন একচেটিয়া বিক্রেতা তার উৎপাদিত দ্রব্য বা সেবাকর্ম ভিন্ন ভিন্ন ক্রেতার নিকট বিভিন্ন দামে বিক্রি করে, তখন তাকে দাম স্বতন্ত্রীকরণ বলে।

10. শূন্যস্থান পূরণ করো: একচেটিয়া বাজারে দাম প্রান্তিক ব্যয় অপেক্ষা_______হয়।

Ans. বেশি।

11. একচেটিয়া বাজারের সংজ্ঞা দাও।

Ans.যে বাজার সংগঠনে একজন মাত্র বিক্রেতা থাকে, উৎপাদিত দ্রব্যের কোনো ঘনিষ্ঠ বিকল্প থাকে না এবং যেখানে অন্য ফার্মের প্রবেশের পথে আইনগত বা অর্থনৈতিক প্রতিবন্ধকতা থাকে, তাকে একচেটিয়া বাজার বলে।

12. দাম স্বতন্ত্রীকরণ কত প্রকার ও কী কী?

Ans. দাম স্বতন্ত্রীকরণ তিন প্রকার। যথা- ¡) ব্যক্তিগত দাম স্বতন্ত্রীকরণ। ii) স্থানগত দাম স্বতন্ত্রীকরণ। ¡¡¡) বাণিজ্যিক দাম স্বতন্ত্রীকরণ।

13. সত্য না মিথ্যা লেখো: একচেটিয়া বাজারে দাম প্রান্তিক ব্যয়ের সমান।

Ans.মিথ্যা।

14.শূন্যস্থানপূরণ করো: প্রতিরক্ষার সাজসরঞ্জাম উৎপাদন___একচেটিয়ার উদাহরণ।

Ans. রাষ্ট্রীয়।

15.সত্য না মিথ্যা লেখোঃ একচেটিয়া বাজারে নতুন ফার্ম প্রবেশ করতে পারে।

Ans.মিথ্যা।

16. সত্য না মিথ্যা লেখো:একই ধরনের চাহিদা ও ব্যয় অপেক্ষক থাকলে একচেটিয়া বাজারের দাম পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের দাম অপেক্ষা বেশি হবে।

Ans. সত্য।

17.শূন্যস্থানপূরণ করোঃ একচেটিয়া ফার্মের ক্ষেত্রে সকল সময়ই দাম, প্রান্তিক রেভিনিউ অপেক্ষা____ হবে।

Ans.বেশি।

18. সত্য না মিথ্যা লেখো:একচেটিয়া ফার্মের কোনো জোগান রেখা নেই।

Ans. সত্য

19.সত্য না মিথ্যা লেখো।পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং একচেটিয় বাজার উভয় ক্ষেত্রেই

সর্বাধিক মুনাফার জন্য প্রা্থমিক ভাবে MR = MC হওয়া দরকার।

Ans.সত্য।

20. সত্য না মিথ্যা লেখো ও দাম পৃথকীকরণ সম্ভব হতে হলে দুটি বাজারের চাহিদার স্থিতিস্থাপকতা অবশ্যই ভিন্নহতে হবে।

Ans.সত্য।

21.সত্য না মিথ্যা লেখ: একচেটিয়া বাজারে চাহিদা রেখার স্থিতিস্থাপক অংশে ভারসাম্য প্রতিষ্ঠিত হয়।

Ans.সত্য।

22.সত্য না মিথ্যা লেখ: একচেটিয়া বাজারে দাম প্রান্তিক ব্যয় অপেক্ষা কম হয়।

Ans.মিথ্যা।

23. সত্য না মিথ্যা লেখ:একচেটিয়া বাজারে গড় বিক্রয়লদ্ধ আয় এবং প্রান্তিক বিক্রয়লদ্ধ আয় সমান নয়।

Ans.সত্য।

24. সত্য না মিথ্যা লেখ: একচেটিয়া বাজারে ভারসাম্যের প্রথম ক্রমের শর্তটি হল প্রান্তিক বিক্রয়লদ্ধ আয় এবং প্রান্তিক ব্যয়ের সমতা।

Ans.সত্য।

25. সত্য না মিথ্যা লেখ: একচেটিয়া বাজারে দাম পূথকীকরণ লাভজনক হওয়ার একটি শর্ত হল চাহিদার দামগত স্থিতিস্থাপকতার ভিন়নতা।

Ans.সত্য।

26. সত্য না মিথ্যা লেখ: একচেটিয়া ক্ষমতার মাত্রা পরিমাপে লার্নারের সূচকে একচেটিয়া ক্ষমতার সঙ্গে চাহিদার দামগত স্থিতিস্থাপকতার প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে।

Ans.মিথ্যা।

27.সত্য না মিথ্যা লেখ:পূর্ণ প্রতিযোগিতার  বাজারে লার্নারের সূচকের মান শূন্য হয়।

Ans. সত্য।

28.শূন্যস্থান পূরণ করো: একচেটিয়া বাজারে___বিক্রেতা থাকে

Ans.একজন।

29. শূন্যস্থান পূরণ করো:একচেটিয়া বাজারে___ ক্রেতা থাকে।

Ans. অসংখ্য।

30.শূন্যস্থান পূরণ করো: একচেটিয়া বাজারে ঘনিষ্ঠ ___দ্রব্য থাকে না।

Ans. পরিবর্ত।

31. শূন্যস্থান পূরণ করো: একচেটিয়া বাজারে ফার্ম এবং___অভিন্ন।

Ans.শিল্প।

32.শূন্যস্থান পূরণ করো:____বাজারে নতুন কোনো ফার্মের শিল্পে প্রবেশ নিষিদ্ধ।

Ans. একচেটিয়া।

33. শূন্যস্থান পূরণ করোঃ একচেটিয়া কারবারির ভারসাম্য প্রতিষ্ঠিত হয় চাহিদা রেখার___অংশে।

Ans. স্থিতিস্থাপক।

34. শূন্যস্থান পূরণ করোঃ লানারর মত, একচেটিয়া ক্ষমতার মাত্রা এবং চাহিদার দামগত স্থিতিস্থাপকতার মধ্যে___সম্পর্ক আছে।

Ans. বিপরীত।

35.শূন্যস্থান পূরণ করো: একচেটিয়া বাজারে ভারসাম্যের পর্যাপ্ত শর্তটি হল প্রান্তিক রেভিনিউ

রেখার তুলনায় প্রান্তিক ব্যয় রেখার ঢাল___হয়।

Ans. বেশি।

36. শূন্যস্থান পূরণ করো:একচেটিয়া বাজারে গড় বিক্রয়লদ্ধ আয়ের তুলনায় প্রান্তিক বিক্রয়লদ্ধ আয়___হয়।

Ans. কম।

37.শূন্যস্থান পূরণ করো:দাম পৃথকীকরণের একটি শর্ত হল ভৌগোলিক______Ans.দূরত্ব।

38. শূন্যস্থান পূরণ করো:দাম পৃথকীকরনের সময় যে বাজারে স্থিতিস্থাপকতা বেশি সেই বাজারে___

দাম ধার্য করা হয়।

Ans. কম।

39.শূন্যস্থান পূরণ করো:একচেটিয়া কারবারি হল দাম_____

Ans. নির্মাতা।

40.শূন্যস্থান পূরণ করো:লানারের মতে, একচেটিয়া ক্ষমতার মাত্রা হল______ এর সমান।

Ans. P-MC/P

41.একচেটিয়া বাজারে AR এবং MR রেখা কীরুপ হয়?

Ans. নিম্নমুখী।

42.দাম পৃথকীকরণ কোন প্রকার বাজারে দেখা যায়?

Ans.একচেটিয়া বাজারে।

43.একচেটিয়া বাজারে কোনো উৎপাদন ব্যয় না থাকলে মোট মুনাফা কোথায় সর্বাধিক হবে?

Ans.চাহিদা রেখার যে বিন্দুতে |ep|এর মান 1, সেখানে মোট মুনাফা সর্বাধিক হবে।

44.একচেটিয়া ফার্মে ব্যয় রেখাগুলি কী আকৃতি সম্পন্ন?

Ans 'U' আকৃতির।

45. সত্য না মিথ্যা লেখ: চাহিদার স্থিতিস্থাপকতার পরম মান যত কম হবে একচেটিয়া ক্ষমতা তত কম হবে।

Ans. মিথ্যা।

46. শূন্যস্থান পূরণ করো: একচেটিয়া বাজারে নতুন ফার্মের প্রবেশের পথ সম্পূর্ণ___

Ans.রুদ্ধ।

47.শূন্যস্থান পূরণ করো:______প্রতিযােগিতা থেকে একচেটিয়ার উদ্ভব হতে পারে।

Ans.অসম।

48. শূন্যস্থান পূরণ করো:ব্যয়হীন একচেটিয়ার ভারসাম্য অর্জিত হবে যখন______এর মান শূন্য।

Ans. MR।

49.শূন্যস্থান পূরণ কর:যখন MR = 0 তখন |ep|=_____

Ans.1।

50. শূন্যস্থান পূরণ করো:একচেটিয়া বিক্রেতার ভারসাম্য হবে সেই বিন্দুতে যেখানে MR = MC এবং MC রেখা MR রেখাকে___থেকে ছেদ করে।

Ans. নীচ।

51. শূন্যস্থান পূরণ করো: চাহিদা রেখার

অংশে একচেটিয়া বিক্রেতা ভারসামে্য আসবে

না।

Ans. অস্থিতিস্থাপক।

52. শূন্যস্থান পুরণ করো:একচেটিয়া ক্ষমতার মাত্রা পরিমাপের সূত্রটি দিয়েছেন_____

Ans. লার্নার।

53.শূন্যস্থান পূরণ করো:ব্যয়হীন একচেটিয়ার ক্ষেত্রে লার্নারের সূচকের মান_______

Ans.1

54.শূন্যস্থান পূরণ করো:পূর্ণ প্রতিযোগিতার  বাজারে লার্নারের সূচকের মান______

Ans.0

55. শূন্যস্থান পুরণ কর: একচেটিয়া বাজারে দাম এবং দ্রব্যের পরিমাণ উভয়ই______

Ans. চলরাশি।

56. শূন্যস্থান পূরণ করোঃ একই দ্রব্য বিভিন্ন বাজারে বিভিন্ন দামে বিক্রি করাকে বলে দাম_____

Ans. স্বতন্ত্রীকরণ।

57.শূন্যস্থান পূরণ করো: একই দ্রব্য বিভিন্ন অঞ্চলে বিভিন্ন দামে বিক্রি হলে তাকে বলে___ দাম স্বতন্ত্রীকরণ।

Ans. আঞ্চলিক।

58. শূন্যস্থান পূরণ করো:একই দ্রব্য বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন দামে বিক্রি করলে তাকে বলে_____ দাম স্বতন্ত্রীকরণ।

Ans. ব্যক্তিভেদে।

59. সত্য না মিথ্যা লেখো:একচেটিয়া বাজারে একজন বিক্রেতা ও একজন ক্রেতা থাকে।

Ans. মিথ্যা।

60.সত্য না মিথ্যা লেখো: একচেটিয়া ফার্মের গড় রেভিনিউ অনুভূমিক।

Ans. মিথ্যা।

61. সত্য না মিথ্যা লেখো:পেটেন্টের মাধ্যমে একচেটিয়া সৃষ্টি হতে পারে।

Ans. সত্য।

62. সত্য না মিথ্যা লেখো:ব্যয়হীন একচেটিয়া ভারসাম্যে উপনীত হয় যেখানে |epl >1।

Ans.সত্য।

63. সত্য না মিথ্যা লেখো: একচেটিয়া বাজারে ভারসাম্য অবস্থায় MR রেখাকে MC রেখা নীচ

থেকে ছেদ করে।

Ans. সত্য।

64.সত্য না মিথ্যা লেখো: একচেটিয়া বিক্রেতার ক্ষেত্রে ভারসাম্য অবস্থায় P> AC হতে পারে।

Ans. সত্য।

65. সত্য না মিথ্যা লেখো:যেখানে একচেটিয়া বিক্রেতা স্বাভাবিক মুনাফা অর্জন করে সেখানে AR

রেখা AC রেখার নিম্নমুখী অংশে স্পর্শক।

Ans. সত্য।

66. সত্য না মিথ্যা লেখো: ভারসাম্য অবস্থায় একচেটিয়া ফার্মের MC রেখা নিম্নমুখী বা অনুভূমিক

হতে পারে।

Ans. সত্য।

67.সত্য না মিথ্যা লেখো: একচেটিয়া ফার্ম গড় ব্যয় রেখার নিম্নতম বিন্দুতে উৎপাদন করতে পারে না।

Ans. মিথ্যা।

68. সত্য না মিথ্যা লেখোঃ দাম স্বতন্ত্রীকরণ লাভজনক হবে যখন দুটি বাজারে চাহিদার স্থিতিস্থাপকতা বিভিন্ন।

Ans. সত্য।



        প্ৰিয় ছাত্র-ছাত্রী তোমাদের অন্যান্য সাপ্লিমেন্টারি কোনো নোটস বা রেফারেন্স প্রয়োজন হলে তোমরা আমাদের যোগাযোগ করতে পারো। তোমার শ্রেণীর অন্তর্গত সমস্ত বিষয়ের সাজেশন এবং ছোট বড় প্রশ্ন উত্তর এই ওয়েবসাইটে দেওয়া আছে, তোমরা চাইলে সেগুলো পড়ে দেখতে পারো। ফাইনাল পরীক্ষার আগে প্রত্যেকটা বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নের আরও একটা সাজেশন বের হবে, সেটা পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যেও।

2023 উচ্চমাধ্যমিক পরীক্ষার সাজেশন এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রত্যেক বিষয়ের শেষ দশ বছরের প্রশ্নপত্র পাওয়ার জন্য ওয়েবসাইটটি অবশ্যই ফলো করো।

নবীনতর পূর্বতন

نموذج الاتصال

close