Class 12 Economics chapter 21 wbbhse | ব্যাংক, বিমা ও বৈদেশিক বাণিজ্য সমস্ত প্রশ্নউত্তর

 

Class-12-Economics-chapter-21

ব্যাংক, বিমা ও বৈদেশিক বাণিজ্য

উচ্চ মাধ্যমিক পরীক্ষার অন্তর্গত অর্থনীতি বিষয়ের ২১ নম্বর অধ্যায় আয় ও নিয়োগ নির্ধারণ তত্ত্ব থেকে ১ নম্বরের ৩টি, ২ নম্বরের ৩টি প্রশ্ন থাকবে। এই অধ্যায়ের অন্তর্গত গুরুত্বপূর্ণ ১ নম্বরের প্রশ্ন গুলো নিচে দেওয়া হল।

প্রশ্নের মানঃ ০১

A)সঠিক উত্তরটি নির্বাচন করোঃ 

1.ভারতীয় জীবনবিমা নিগম স্থাপিত হয়

a.1956 খ্রিস্টাব্দে b. 1951 খ্রিস্টাব্দে c.1941 খ্রিস্টাব্দে d.1947 খ্রিস্টাব্দে

Ans. a

2.ভারতে অর্থনৈতিক সংস্কার কর্মসূচি প্রথম গৃহীত হয়

a.1951 গ্রিস্টাব্দে b.1961 খ্রিস্টাব্দে c.1981 খ্রিস্টাব্দে d.1991 খ্রিস্টাব্দে

Ans.d

3. নীচের কোনটি নরসিংহম কমিটির সুপারিশ নয়?

a .অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রে ঋণ কমাতে হবে b. SLR কমাতে হবে c.সব বাণিজ্যিক ব্যাংককে জাতীয়করণ করতে হবে d. সুদের হারের ওপর নিয়ন্ত্রণ তৃলে দিতে হবে

Ans.a

4. নীচের বিমা কোম্পানিগুলির মধ্যে কোনটি বেসরকারি?

a. National Insurance b.New India Assurance c. Tata AIG General Insurance d.United India Insurance

Ans.c

5. চলতি খাতে লেনদেনের জন্য ভারতের টাকাকে পূর্ণ রূপান্তরযোগ্য করা হয়

a.1992-93 খ্রিস্টাব্দে b.1993-94 গ্রিস্টাব্দে  c.1994-95 খ্রিস্টাব্দে d. 1991-92 খ্রিস্টার্থে

Ans.c

6. ব্যাংকিং ব্যবস্থার সংস্কারের সুপারিশ করার জন্য প্রথম নরসিংহ কমিটি গঠিত হয়

a. 1981 খ্রিস্টাব্দে b. 1986 খ্রিস্টাব্দে c. 1991 খ্রিস্টাব্দে d. 1993 খ্রিস্টাব্দে

Ans. c

7. নরসিংহোম কমিটি কত স্তর বিশিষ্ট ব্যাংকিং ব্যবস্থার সুপারিশ করেছিল?

a. তিন স্তর b. চার স্তর c.পাঁচ স্তর d. দুই স্তর

Ans. b

8. কোন খ্রিস্টাব্দে GICI গঠন করা হয়?

a. 1952 b. 1972 c. 1991 d. 1981

Ans.b

9. বীমা ক্ষেত্রে সংস্কার চালু করার জন্য কোন কমিটি নিয়োগ করা হয়?

a. নরসিংহম কমিটি b. রঙ্গরাজন কমিটি c. মালহোত্রা কমিটি d. মহালান কমিটি

Ans.c

10. কোন খ্রিস্টাব্দে IRDA Act পাস করা হয়?

a.1991 b.1995 c. 2001 d.1998

Ans.c

11. শিল্পক্ষেত্রে নিযুক্ত শ্রমিকদের সামাজিক নিরাপত্তা প্রদানের কাজ কোন সংস্থা করে?

a. LICI b.ESIC c.ICICI d.GICI

Ans.b

12. GATT চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়?

a. 1947 b.1945 c.1970 d.1981

Ans.a

13.WTO কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?

a.1991 b.1995 c.2001 d.1998

Ans.b

14.GATT-এর অষ্টম বারের আলোচনা অনুষ্ঠিত হয়

a. সিঙ্গাপুরে b.ব্যাংককে c.উরুগুয়েতে  d.টোকিওতে

Ans.c

15. যে কমিটির রিপোর্টের ভিত্তিতে ভারতে 1991 খ্রিস্টাব্দের পর ব্যাংকিং ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেওয়া হয় ,সেই কমিটি হল

a. চক্রবর্তী কমিটি b.রঙ্গরাজন কমিটি  c. নরসিংহম কমিটির d.তেন্দুলকার কমিটি

Ans. c

16. ব্যাংকিং ক্ষেত্রে সংস্কারের অঙ্গ হিসেবে ভারতীয় রিজার্ভ ব্যাংক

a.SLR হ্রাস করে b.CRR বৃদ্ধি করে c.রেপো রেট বৃদ্ধি করে d.কোনোটিই নয়

Ans.a

17. 1999 খ্রিস্টাব্দে ভারতে বীমা ক্ষেত্রকে নিয়ন্ত্রণ করতে গঠিত হয়

a.SEBI b.TRAI c.IRDA d.PRDA

And. c

18.WTO প্রতিষ্ঠিত হওয়ার আগে যে চুক্তির অস্তিত্ব ছিল, তা হল

a.GATT b.GAT c.GATE d.GATI

Ans.c 

19. বাণিজ্য সম্পর্কিত মেধা সম্পত্তির আধিকারিক কে সংক্ষেপে বলা হয়

a.TRIMPS b.TRIPS c.GATS d.GATT

Ans.c

20. বিশ্ব বাণিজ্য সংস্থার বাণিজ্য সম্পর্কিত বিনিয়োগ ব্যবস্থা কে সংক্ষেপে বলা হয়

a.TRIMS b.TRIPS c.GATS d.GATT

Ans.a

21.1947 খ্রিস্টাব্দে  GATT চুক্তিতে কতগুলি দেশ স্বাক্ষর করে

a.23 b.32 c.123 d.132

Ans .a

22. ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম লেখ

a.RBI b.SBI c.UBI d.IDBI

Ans.a

23. ভারতের সর্বপ্রথম ব্যাংক জাতীয়করণ হয়

a.1991 খ্রিস্টাব্দে b.1990 খ্রিস্টাব্দে c.1969 খ্রিস্টাব্দে d.1975 খ্রিস্টাব্দে

Ans.c

24. ভারতের দ্বিতীয় বার 6 টি বাণিজ্যিক ব্যাংক জাতীয়করণ হয়

a.1981 খ্রিস্টাব্দে b.1982 খ্রিস্টাব্দে c.1980 খ্রিস্টাব্দে d.1983 খ্রিস্টাব্দে

Ans. c

25.Public Law এর 480 এবং 665 ধারা হলো

a. বৈদেশিক সাম্য b.বিদেশী ব্যাংক কর্তৃক প্রদত্ত ঋণ c.বিদেশি বিনিয়োগ d.বিদেশের একটি চুক্তি

Ans.a

26. অঞ্চলভিত্তিক উন্নয়নে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য "নেতৃস্থানীয় ব্যাংক প্রকল্প" চালু করা হয়

a. 1965 খ্রিস্টাব্দে b.1955 খ্রিষ্টাব্দে c.1969 খ্রিস্টাব্দে d.1975 খ্রিস্টাব্দে

Ans.c

27. নির্দিষ্ট সময়ের পর বাণিজ্যিক ব্যাংকের অনাদায়ী থাকলে সৃষ্টি হয়

a. অকার্যকর সম্পদ b.স্থির সম্পদ c.পরিবর্তনশীল সম্পদ d.উন্মুক্ত সম্পদ

Ans.a

28. ভারতের বাণিজ্যিক ব্যাংকগুলোর ক্ষেত্রে "বিচক্ষণতা নিয়ম" প্রণয়ন করা হয়

a. বাসেল কমিটির সুপারিশ অনুসারে  b. নরসিংহম কমিটির সুপারিশ অনুসারে  c. ভারমা কমিটির সুপারিশ অনুসারে d.মালহোত্রা কমিটির সুপারিশ অনুসারে

Ans.a

29. বিচক্ষণতার নিয়মাবলী অনুযায়ী বাণিজ্যিক ব্যাংকগুলোতে CRAR হওয়া উচিত অন্তত

a.6% b.9% c .7% d.8%

Ans.b

30. বর্তমান ভারতে 'দেনা ব্যাংক' একটি

a.বেসরকারি বাণিজ্যিক ব্যাংক b. রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক c. বিদেশি বাণিজ্যিক ব্যাংক d.কোনোটিই নয়

Ans.b

31. ভারতে বেসরকারি ও বিদেশি বাণিজ্যিক ব্যাংকের শাখা বিশেষ ভাবে বৃদ্ধি পেয়েছে

a. 1991 খ্রিস্টাব্দের পর b.1969- 80 খ্রিস্টাব্দের মধ্যে c.1975-85 খ্রিস্টাব্দের মধ্যে d.1985-90 খ্রিস্টাব্দের মধ্যে

Ans.a

32.1993 খ্রিস্টাব্দে ভারতে বীমা ক্ষেত্রে সংস্কার সাধনের সুপারিশ করার জন্য গঠিত হয়

a. মালহোত্রা কমিটি b.ভার্মা কমিটি c.নরসিংহম কমিটির d.চক্রবর্তী কমিটি

Ans.a

33. ভারতে উদার আমদানি রপ্তানি নীতি অনুযায়ী বিভিন্ন দ্রব্য কে যখন রাজ্য বাণিজ্য কর্পোরেশন(STC)এর মাধ্যমে আমদানির বাধা দূর করা হয় ,তাকে বলে

a. বেসরকারিকরণ b.উদারীকরণ c.বিষ্ণায়ন d.প্রণালী মুক্তকরণ

Ans.d

34. চলতি খাতে লেনদেনের জন্য ভারতের টাকাকে পূর্ণ রূপান্তর করা হয়

a1992-1993 খ্রিস্টাব্দে b.1993-1994খ্রিস্টাব্দে c.1994-1995খ্রিস্টাব্দে d.1995-1996খ্রিস্টাব্দে

Ans.c


B)নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ 

1. শূন্যস্থান পূরণ করো : আর্থিক ক্ষেত্রে সংস্কারের সুপারিশ করার জন্য _________কমিটি গঠিত হয়।

Ans.নরসিংহম।

2. শূন্যস্থান পূরণ করো : ______ খ্রিস্টাব্দে LICI গঠিত হয় ।

Ans.1956।

3. শূন্যস্থান পূরণ করো:______খ্রিস্টাব্দে ভারতে সাধারণ বীমা সংস্থাগুলির জাতীয়করণ করা হয়।

Ans.1972।

4. শূন্যস্থান পূরণ করো: সাধারণবীমাকে___ পূরণের চুক্তি বলে।

Ans. ক্ষতি।

5. শূন্যস্থান পূরণ করো : জীবনবীমাকে ___ চুক্তি বলা হয়।

Ans. প্রতিশ্রুতির।

6. শূন্যস্থান পূরণ করো :বীমা ক্ষেত্রে সংস্কার চালু করার জন্য ______ খ্রিস্টাব্দে মালহোত্রা কমিটি নিয়োগ করা হয়।

Ans.1993।

7. শূন্যস্থান পূরণ করো: ___ খ্রিস্টাব্দে IRDA Act পাশ হয়।

Ans.1999।

8. সত্য না মিথ্যা লেখ :নরসিংহম কমিটির সুপারিশের ফলে করানো হয়েছে।

Ans. সত্য ।

9. সত্য না মিথ্যা লেখ : বিমার দ্বারা ঝুঁকি রোধ করা যায়।

Ans.মিথ্যা ।

10. সত্য না মিথ্যা লেখ : জীবনবিমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয়।

Ans. মিথ্যা।

11. সত্য না মিথ্যা লেখ :GATTএকটি সংস্থা, কিন্তু WTO একটি চুক্তি।

Ans. মিথ্যা।

12. সত্য না মিথ্যা লেখ: 1999 খ্রিস্টাব্দে দ্বারা LICI এর একচেটিয়া অবস্থার অবসান ঘটানো হয়েছে।

Ans.সত্য।

13.GICI - এর অধীনে কয়টি বিমা কোম্পানি ছিল?

Ans.GICI এর অধীনে চারটি বিমা কোম্পানি ছিল।

14. সত্য না মিথ্যা লেখ :ICICI prudential Life Insurance একটি সরকারি সংস্থা।

Ans. মিথ্যা ।

15.TRIPS এর পুরো নাম লেখো।

Ans. Trade Related Aspects of Intellectual Property Rights।

16.TRIMS- এর পুরো নাম লেখো।

Ans. Trade Related Investment Measures।

17.GATT-এর পুরো কথাটি লেখো।

Ans.General Agreement of Tariffs and Trade।

18.GATT চুক্তি কোথায় কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়?

Ans.GATT চুক্তি 1947 খ্রিস্টাব্দে সুইটজারল্যান্ডের জেনেভায় স্বাক্ষরিত হয়।

19.ডাঙ্কেল খসড়া কাকে বলে?

Ans. 1986-1987 -তে GATT-এর উরুগুয়ে রাউন্ডে GATT-এর তদানীন্তন সভাপতি আর্থার ডাঙ্কেল বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত যেসব সুপারিশ কার্যকর করার জন্য তুলে ধরেন,তা ডাঙ্কেল খসড়া নামে পরিচিত।

20. বৈদেশিক বাণিজ্যের উদারীকরণ কাকে বলে?

Ans. বৈদেশিক বাণিজ্যে আমদানি ও রপ্তানির ওপর নিয়ন্ত্রণ হ্রাস, মূলধন, শ্রমিক, পরিসেবা প্রভৃতির অবাধ আদানপ্রদানকে বৈদেশিক বাণিজ্যের উদারীকরণ বলে।

21. HUDCO-র পুরো কথাটি লেখো।

Ans. Housing and Urban Development Corporation l

22. আজীবন বিমা কাকে বলে?

Ans. যে বিমায় বিমা গ্রহীতাকে জীবনভর বিমার প্রিমিয়াম দিতে হয় এবং মৃত্যুর পর তার উত্তরাধিকারীগণ বিমার প্রতিশ্রুত অর্থ পান, তাকে বলে আজীবন বিমা।

23. মেয়াদি বিমা কাকে বলে?

Ans.যে বিমার ক্ষেত্রে একটি নির্দিষ্ট কালব্যাপী প্রিমিয়াম দিতে হয় এবং বিমা গ্রহীতা জীবিত থাকলে নির্দিষ্ট কালের মেয়াদ অন্তে তিনি বিমাকৃত অর্থ পাবেন কিন্তু ওই নির্দিষ্টকালের মধ্যে বিমা প্রহীতার মৃত্যু হলে মেয়াদি বিমাপত্রের শর্তানুযায়ী তার উত্তরাধিকারীগণকে বিমার প্রতিশ্রুত অর্থ দেওয়া হয়, তাকে মেয়াদি বিমা বলে।

24. IRDA-এর পুরো কথাটি লেখা।

Ans. Insurance Regulatory and Development Authority।

25.শূন্যস্থান পূরণ করো: বিমাকে সাধারণত______ শ্রেণিতে ভাগ করা হয়।

Ans. দুটি।

26. শূন্যস্থান পূরণ করো: বিমাকৃত বস্তুর ক্ষতিজনিত ঝুঁকি এড়ানোর জন্য___ বিমা করা হয়।

Ans. সাধারণ।

27.শূন্যস্থান পূরণ করো:_________ খ্রিস্টাব্দে ভারত সরকার জীবনবিমা কোম্পানিগুলিকে রাষ্ট্রায়ত করে।

Ans. 1956।

28. শূন্যস্থান পূরণ করো: জীবনবিমা দুরকমের হয় : আজীবন বিমা এবং ___বিমা।

Ans. মেয়াদি।

29.শূন্যস্থান পূরণ করো : Insurance Regulatory and Development Authority স্থাপিত হয়______ খ্রিস্টাব্দে।

Ans. 1999।

30. শূন্যস্থান পূরণ করো: WTO চুক্তি 1 জানুয়ারি , ______ থেকে বলবৎ হয়েছে।

Ans. 1995।

31.শূন্যস্থান পূরণ করো:ডাঙ্কেল ড্রাফট রচিত হয় GATT দেশগুলির___ রাউন্ড আলোচনার সময়।

Ans. উরুগুয়ে।

32. শূন্যস্থান পূরণ করো: GATT একটি চুত্তি, কিন্তু WTO একটি______ 

Ans. সংস্থা।

33. শূন্যস্থান পূরণ করো:2000-এর ডিসেম্বর থেকে GICI-এর অধীনথ চারটি সংস্থাকে_________ কোম্পানি হিসেবে ঘোষণা করা হয়েছে।

Ans. স্বাধীন।

34 শূন্যস্থান পূরণ করো: ভারতে শিল্প শ্রমিকদের সামাজিক নিরাপত্ত বিমা প্রদন করে___

Ans. ESIC.

35. শূন্যস্থান পূরণ করো: বিমা ক্ষেত্রে সংস্কার চালু করার জন্য___ কমিটি নিযুক্ত হয় 1993 খ্রিস্টাব্দে।

Ans. মালহোত্রা।

36. শূন্যস্থান পূরণ করো: বিমাকারী ও বিমা গ্রহীতার মধ্যে যে চুক্তিপত্র স্থাক্ষরিত হয়, তাকে___বলে।

Ans. বিমাপত্র।

37.শূন্যস্থান পূরণ করো: বিমা গ্রহীতা বিমাকারীকে যে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে তাকে___বলে।

Ans. প্রিমিয়াম।

.38.শূন্যস্থান পূরণ করো: অনিশ্চিত জীবনের ঝুঁকি এড়ানোর জন্য___ বিমা করা হয়।

Ans. জীবন।

39. সত্য না মিথ্যা লেখো: বিমার দ্বারা ঝুঁকি রোধ করা যায়।

Ans. মিথ্যা।

40. সত্য না মিথ্যা লেখো : ব্যাংকিং ক্ষেত্রে সংস্কার বিষয়ে নরসিংহম কমিটির সুপারিশ ছিল SLR বাড়াতে হবে।

Ans. মিথ্যা।

41. সত্য না মিথ্যা লেখো: নরসিংহম কমিটির সুপারিশ অনুযায়ী বাজারের সু্দের হারের ওপর রিজার্ভ ব্যাংকের নিয়ন্ত্রণ শিথিল করা হয়।

Ans.সত্য।

42. সত্য না মিথ্যা লেখো: Sate Bank of India ভারতের কেন্দ্রীয় ব্যাংক।

Ans. মিথ্যা।

43. সত্য না মিথ্যা লেখো:জীবনবিমা হল বিমা গ্রহীতার সঙ্গে বিমাকারী প্রতিষ্ঠানের একটি চুক্তি।

Ans. সত্য।

44. সত্য না মিথ্যা লেখো: GATT-এর সপ্তম রাউন্ডে WTO সথাপনের প্রস্তাব পেশ হয়।

Ans. মিথ্যা।

45. সত্য না মিথ্যা লেখো:1995 খ্রিস্টাব্ থেকে ভারত WTO-র সদস্য হয়েছে।

Ans.সত্য।

46. সত্য না মিথ্যা লেখো:নরসিংহম কমিটির মতে বাণিজ্যিক ব্যাংকগুলির দুরবস্থার একটি কারণ এদের ওপর অতিমাত্রায় কেন্দ্রীয় নিয়ন্ত্রণ।

Ans. সত্য।

47. সত্য না মিথ্যা লেখো:রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিকে শেয়ার বিক্রি করে বাজার থেকে মূলধন সংগ্রহ করতে অনুমতি দেওয়া হয়নি।

Ans. মিথ্যা।

48. সত্য না মিথ্যা লেখো: ব্যাংকগুলিকে নিয়ন্ত্রণের জন্য রিজার্ভ ব্যাংক বিচক্ষণতার মান ব্যবস্থাপনা (Prudential norm system) প্রবর্তন করেছে।

Ans.সত্য।

49. সত্য না মিথ্যা লেখো ও সাধারণ বিমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয়।

Ans.

50. সত্য না মিথ্যা লেখো:1991-এর নতুন অর্থনৈতিক নীতিতে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বাজারে অর্থ লগ্নি করতে অনুমতি দেওয়া হয়েছে।

Ans.সত্য।

51. সত্য না মিথ্যা লেখ: WTO-র সদস্যরা তাদের পেটেন্ট আইন সংশোধন করবে ।

Ans. সত্য ।

52. সত্য না মিথ্যা লেখ : চলতি খাতে রূপান্তরযোগ্যতার অর্থ হলো যেকোনো লেনদেনের ক্ষেত্রে বিদেশি মুদ্রা কেনাবেচার স্বাধীনতা।

Ans. মিথ্যা।

53. সত্য না মিথ্যা লেখ :ভারতের অর্থনীতিতে  1991 খ্রিস্টাব্দে থেকে উদারীকরণ প্রক্রিয়া শুরু হয়েছে।

Ans. সত্য ।

54. সত্য না মিথ্যা লেখ: মালহোত্রা  কমিটির সুপারিশ অনুযায়ী বীমা ক্ষেত্রে একচেটিয়া অধিকার এর অবসান ঘটানো হয়েছে।

Ans. সত্য ।

55. সত্য না মিথ্যা লেখ:GATT-এর নিয়মাবলী গুলি শুধু দৃশ্য বাণিজ্যের ক্ষেত্রে প্রযোজ্য ছিল।

Ans. সত্য ।

56. জীবন বীমার ক্ষেত্রে ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থার নাম কি ?

Ans. LICI।

57. ভারতের জীবন বীমা কারী একটি বেসরকারি প্রতিষ্ঠানের নাম করো ।

Ans. HDFC Standard life।

58. ভারতের সাধারণত বিমাকারী একটি বেসরকারি প্রতিষ্ঠান নাম করো।

Ans.ICICI Lombard General Insurance।

59. ভারত কোন সময় থেকে WTO- এর সদস্যপদ গ্রহণ করে?

Ans. 1995 খ্রিস্টাব্দে থেকে।

60. GATT- এর পুরো নাম কি?

Ans.General Agreement on Tariffs and Trade .

61. SLR- এর পুরো নাম কি?

Ans. Statutory Liquidity Ratio।

62. সমষ্টিগত জীবন বীমা কখন নেওয়া হয়?

Ans. ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সকল অংশীদার বা সকল কর্মচারীদের জন্য সমষ্টিগত বীমাপত্র দেওয়া হয়।

63. নরসিংহম কমিটির কয় স্তর বিশিষ্ট ব্যাংকিং পরিকাঠামো করার সুপারিশ করেছে?

Ans. চার স্তরবিশিষ্ট।

64.শূন্যস্থান পূরণ করো : RBI কর্তৃক ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি দুটি হল পরিমাণগত নিয়ন্ত্রণ ও ___ ঋণ নিয়ন্ত্রণ।

Ans. গুণগত।

65. শূন্যস্থান পূরণ করো : ঋণের প্রবাহ হ্রাস করার জন্য রিজার্ভ ব্যাংক নগদ জমার অনুপাত___ করবে।

Ans. বৃদ্ধি।

66. শূন্যস্থান পূরণ করো : 1969 খ্রিস্টাব্দে___টি ব্যাংকের জাতীয়করণ হয়।

Ans. 14।

67. শূন্যস্থান পূরণ করো : GICI-এর আত্মপ্রকাশ ঘটে______ খ্রিস্টাব্দে।

Ans. 1972।

68. সত্য না মিথ্যা লেখ:GATT চুক্তি স্বাক্ষরিত হয় 1947 খ্রিস্টাব্দে।

Ans. সত্য।

69. সত্য না মিথ্যা লেখ : বিশ্ব বাণিজ্য সংস্থার আবির্ভাব 1991 খ্রিস্টাব্দে।

Ans. মিথ্যা ।

70. সত্য না মিথ্যা লেখ : সমস্ত বাণিজ্যিক ব্যাংকে ভারতে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক।

Ans.মিথ্যা ।

71. সত্য বা মিথ্যা লেখ : ঋণযোগ্য তহবিলের বৃদ্ধির জন্য RBI ব্যাংক রেট___হ্রাস করে।

Ans. সত্য।

72. সত্য না মিথ্যা লেখ : RBI-এর একটি গুণগত বা নির্বাচনমূলক ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি হলো পার্থক্যমূলক সুদের হার।

Ans. সত্য।

73. ভারতে বর্তমানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংখ্যা কয়টি?

Ans. 27 টি।

74. কত খ্রিস্টাব্দে WTO-র আবির্ভাব হয়?

Ans.1995 খ্রিস্টাব্দে।

75. ব্যাংক রেট কাকে বলে?

Ans. যে সুদের হারে RBIবাণিজ্যিক ব্যাংকে টাকা ধার দেয়, তাকে ব্যাংক রেট বলে।

76.CRR- এর সম্পূর্ণ কথাটি কি?

Ans. Cash Reserve Ratio।

77. বীমা কয় প্রকার ও কি কি ?

Ans. বীমা দুই প্রকার- সাধারণ বীমা জীবন বীমা

78. কত খ্রিস্টাব্দে বীমা ক্ষেত্রে সংস্কারে মালহোত্রা কমিটি নিয়োগ হয়?

Ans.1993 খ্রিস্টাব্দে মালহোত্রা কমিটি  নিয়োগ হয়।

79. MFA-এর সম্পূর্ণ কথাটি কি?

Ans.MFA-এর সম্পূর্ণ কথাটি হল Multi Fibre Agreement।

80. শূন্যস্থান পূরণ করো : বাণিজ্য সম্পর্কিত সম্পত্তির অধিকার সুরক্ষিত করার WTO-র প্রতিটি সদস্য দেশকে উপযুক্ত ______আইন প্রণয়ন করা হয়।

Ans. পেটেন্ট।

81.GATT- এর কততম আলোচনাচক্রে WTO গঠনের প্রস্তাব পেশ করা ?

Ans. অষ্টম আলোচনাচক্রে।

82. শূন্যস্থান পূরণ করো : ভারতে আমদানির ওপর বিধি-নিষেধ কমিয়ে আনার জন্য অনেক আমদানির দ্রব্য কে মুক্ত______ লাইসেন্সের আওতায় আনা হয়।

Ans. সাধারণ।

83. ভারতের সাধারণ ব্যবহারকারী একটি বেসরকারি প্রতিষ্ঠানের নাম কর।

Ans. রয়াল সুন্দরম।

84. ভারতের জীবন বীমাকারী একটি বেসরকারি প্রতিষ্ঠানের নাম লেখ ।

Ans। বাজাজ অ্যালায়েন্স লাইফ ইন্সুরেন্স।

85. ভারতে কোন খ্রিস্টাব্দে আইন প্রণয়নের মাধ্যমে ভারতীয় সাধারণ বীমা নিগমকে(GIC) তার অধীনস্থ কোম্পানি গুলি থেকে বিচ্ছিন্ন করা হয়?

Ans.2001 খ্রিস্টাব্দে।

86. শূন্যস্থান পূরণ করো : 1980 খ্রিস্টাব্দ___ টি বাণিজ্যিক ব্যাংক রাষ্ট্রীয়করন হয়।

Ans.6।

87. শূন্যস্থান পূরণ করো : অনাদায়ী ঋণের কারণে বাণিজ্যিক ব্যাংকে ___সম্পদ সৃষ্টি হয়।

Ans. অকার্যকর।

88. সত্য না মিথ্যা লেখ : 2001-2012 খ্রিস্টাব্দের মধ্যে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের মোট শাখা গ্রামীণ শাখা অফিসের অংশ ক্রমশ হ্রাস পেয়েছে।

Ans. সত্য।

89. ব্যাংকিং ক্ষেত্রে সংস্কারের পূর্বে RBI এর নির্দেশ অনুযায়ী বাণিজ্যিক ব্যাংকগুলোকে তাদের মোট ঋণের অন্তত কত শতাংশ অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রে সরবরাহ করতে হতো?

Ans. 40 শতাংশ।

90. সত্য না মিথ্যা লেখ : রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের ঋণ প্রদানের ক্ষেত্রে কৃষিক্ষেত্রে, ক্ষুদ্র শিল্প ইত্যাদিকে অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্র বলা হয়।

Ans. সত্য।

91. শূন্যস্থান পূরণ করো : বাণিজ্যিক ব্যাঙ্কগুলি যাতে তাদের অনাদায়ী ঋণ সহজে আদায় করতে পারে সে জন্য প্রয়োজনীয় আইন হয় ______খ্রিস্টাব্দে।

Ans. 2002 ।

92. শূন্যস্থান পূরণ করো: ভারতে আর্থিক ক্ষেত্রে সংস্কারের মূল বিষয় হল ব্যাঙ্কিং পরিষেবা ___।

Ans. বেসরকারি।

93. সত্য না মিথ্যা লেখ : ভারতে 2009-2012 খ্রিস্টাব্দের মধ্যে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক গুলির মোট ঋণের মধ্যে NPA-এর অংশ বৃদ্ধি পেয়েছে।

Ans. সত্য।

94. সত্য না মিথ্যা লেখ : বর্তমানে ভারতে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর তুলনায় বেসরকারি বাণিজ্যিক ব্যাঙ্কগুলি কম হারে মুনাফা অর্জন করে।

Ans.মিথ্যা ।

95. সত্য না মিথ্যা লেখ : ভারতের 1993-2012 খ্রিস্টাব্দের মধ্যে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর তুলনায় বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের শাখার সংখ্যা বেশি হারে বিস্তার লাভ করেছে।

Ans. সত্য।

96. IRDA সংস্থাটি কোন কমিটির কাজকর্ম তদারকি করে?

Ans. Tariff Advisory Committee(TAC)।

97.ISP-এর সম্পূর্ণ কথাটি কি?

Ans. Import Substitution Policy ।

98. সত্য না মিথ্যা লেখ : ভারতের ব্যাংকিং ক্ষেত্রের সংস্কারের জন্য নয় নরসিংহম ও বীমা ক্ষেত্রে সংস্কারের জন্য মালহোত্রা কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছিল।

Ans. সত্য।

99. সত্য না মিথ্যা লেখ : LIC একটি বেসরকারী প্রতিষ্ঠান।

Ans. মিথ্যা ।


        প্ৰিয় ছাত্র-ছাত্রী তোমাদের অন্যান্য সাপ্লিমেন্টারি কোনো নোটস বা রেফারেন্স প্রয়োজন হলে তোমরা আমাদের যোগাযোগ করতে পারো। তোমার শ্রেণীর অন্তর্গত সমস্ত বিষয়ের সাজেশন এবং ছোট বড় প্রশ্ন উত্তর এই ওয়েবসাইটে দেওয়া আছে, তোমরা চাইলে সেগুলো পড়ে দেখতে পারো। ফাইনাল পরীক্ষার আগে প্রত্যেকটা বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নের আরও একটা সাজেশন বের হবে, সেটা পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যেও।

2023 উচ্চমাধ্যমিক পরীক্ষার সাজেশন এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রত্যেক বিষয়ের শেষ দশ বছরের প্রশ্নপত্র পাওয়ার জন্য ওয়েবসাইটটি অবশ্যই ফলো করো।

নবীনতর পূর্বতন

نموذج الاتصال

close