Class 12 Commercial Law & Preliminaries Auditing Suggestion 2023 | Part 2 Chapter 2 | উচ্চ মাধ্যমিক কমার্শিয়াল ল সাজেশন 2023
Class 12
Commercial Law & Preliminaries Auditing Suggestion | Part 2 Chapter 2 | WBBHSE
Chapter Name- প্রাক নিরিক্ষা পদ্ধতিMark Division- 4 x 2 = 08, 1 x 7 = 07
উচ্চ মাধ্যমিক পরীক্ষার অন্তর্গত Preliminaries Auditing বিষয়ের ২ নম্বর অধ্যায় 'প্রাক নিরিক্ষা পদ্ধতি' থেকে ১ নম্বরের ৭টি, ৪ নম্বরের ২টি প্রশ্ন থাকবে। এই অধ্যায়ের অন্তর্গত গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলো নিচে দেওয়া হল।
প্রশ্নের মান- ১
গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী:
(i) নিরীক্ষা শুরুর আগের বিবেচ্য চারটি বিষয়ের নাম লেখো।
(ii) আগের নিরীক্ষকের সঙ্গে যোগাযোগ বর্তমান নিরীক্ষকের কী ধরনের কর্তব্য?
(iii) নিরীক্ষা কর্মসূচির সুবিধা কী কী?
(iv) নিরীক্ষা কর্মসূচি কাকে বলে?
(v) নমুনা পরীক্ষা কাকে বলে?
(vi) নমুনা পরীক্ষার প্রয়োগক্ষেত্র কী কী?
(vii) নমুনা পরীক্ষার সীমাবদ্ধতাগুলি কী কী?
(vii) নিরীক্ষার ফাইল কাকে বলে? এটি কত প্রকার?
(ix) নিরীক্ষাকার্য সম্পাদনের পরেও কত বছর নিরীক্ষার ফাইল রেখে দিতে হয়?
(x) চারটি নিরীক্ষার নথির নাম লেখো।
(xi) নিয়মমাফিক পরীক্ষা কাকে বলে?
(xii) নমুনা পরীক্ষার একটি সুবিধা লেখো।
প্রশ্নের মান- ৪
• রচনাধর্মী প্রশ্ন:
(i) নিরীক্ষা কর্মসূচির যে-কোনো চারটি উদ্দেশ্য লেখো।
(ii) নিরীক্ষা কর্মসূচির সুবিধা কী কী?
(iii) নিরীক্ষা স্মারকলিপি কাকে বলে? স্মারকলিপির অন্তর্গত চারটি বিষয়ের নাম লেখো।
(iv) নিয়মমাফিক পরীক্ষা কাকে বলে? এই পরীক্ষার পরিধি লেখো।
(v) নিয়মমাফিক পরীক্ষার সুবিধা ও সীমাবদ্ধতাগুলি দেখাও।
(vi) নমুনা পরীক্ষার ক্ষেত্রে কোন্ কোন্ বিষয় বিবেচনা করা দরকার?
(vii) নমুনা পরীক্ষার সীমাবদ্ধতা কী কী?
(viii) পার্থক্য লেখো : নমুনা পরীক্ষা ও নিয়মমাফিক পরীক্ষা।
প্ৰিয় ছাত্র-ছাত্রী তোমাদের অন্যান্য সাপ্লিমেন্টারি কোনো নোটস বা রেফারেন্স প্রয়োজন হলে তোমরা আমাদের কন্টাক্ট করতে পারো। তোমার শ্রেণীর অন্তর্গত সমস্ত বিষয়ের সাজেশন এবং ছোট বড় প্রশ্ন উত্তর এই ওয়েবসাইটে দেওয়া আছে, তোমরা চাইলে সেগুলো পড়ে দেখতে পারো। ফাইনাল পরীক্ষার আগে প্রত্যেকটা বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নের আরও একটা সাজেশন বের হবে, সেটা পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যেও।
2023 মাধ্যমিক পরীক্ষার সাজেশন এবং উচ্চ-মাধ্যমিক পরীক্ষার শেষ দশ বছরের প্রশ্নপত্র পাওয়ার জন্য ওয়েবসাইটটি অবশ্যই ফলো করো।
.png)