Forest Department এ নিয়োগ বিজ্ঞপ্তি, স্থায়ী নিয়োগ
কলকাতা, নিজস্ব সংবাদদাতা: রাজ্যে নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে Forest Research Institute এর তরফ থেকে। নিয়োগ করা হবে স্থায়ী ভাবে। ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। ভারতের যেকোনো রাজ্যের বাসিন্দায় আবেদন করতে পারবেন। আবেদন করতে পারবেন অনলাইনে আজকেই।
শূন্যপদ ও শিক্ষাগত যোগ্যতা:
আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে https://fri.icfre.gov.in। আবেদন ফি বাবদ 1500 টাকা জমা(Gen, OBC, EWS), 700 টাকা জমা(SC, ST, Female Candidate) করতে হবে। আবেদন করার সময় বয়সের শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার নথিপত্র সমস্ত জিনিস গুলো ভালভাবে ফিলাপ করে সাবমিট করতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল করে দেওয়া হবে। আবেদন করার শেষ তারিখ 19/01/2023
নিয়োগ পদ্ধতি: নিয়োগ করা হবে বিশেষ কয়েকটি ধাপে। নির্দিষ্ট ধাপ গুলি হল-
Stage I- Computer Based Examination
Stage II Descritive Test
Stage III- Skill Test
Download official notification- click here
Apply now- click here
Tags
সরকারি চাকরী
.jpg)





