স্থায়ী নিয়োগ, কলকাতা ম্যুনিসিপ্যাল কর্পোরেশন, শতাধিক পদে নিয়োগ, যোগ্যতা মাধ্যমিক পাশ

job-update

স্থায়ী নিয়োগ, কলকাতা ম্যুনিসিপ্যাল কর্পোরেশন, শতাধিক পদে নিয়োগ, যোগ্যতা মাধ্যমিক পাশ

কলকাতা, নিজস্ব সংবাদদাতা: রাজ্যে নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে West Bengal Municipal Service Commission, West Bengal এর তরফ থেকে। নিয়োগ করা হবে স্থায়ী ভাবে। ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। আবেদন করতে পারবেন আজকেই। অনলইনের মাধ্যমে ঘরে বসেই আবেদন করা যাবে। আবেদন শুরু হচ্ছে 29 ডিসেম্বর 2022 তারিখ থেকে। 


শূন্যপদ: Sub-Overseer- 75

(UR- 35, PWD- 03, Sports Person- 01, ST- 17, ST- 04, OBCA- 07, OBCB- 05)


বেতন: বেতন হবে Pay Level-4 অনুযায়ী Pay Matrix of ROPA 2019


বয়স: বয়স হিসেব করবেন 01/01/2022 তারিখ অনুসারে। বয়স হতে হবে 40 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে।


শিক্ষাগত যোগ্যতা: Madhyamik Pass or equivalent 

(Candidate having higher qualification may also apply)


আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে https://www.mscwb.org। আবেদন করার সময় বয়সের শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার নথিপত্র সমস্ত জিনিস গুলো ভালভাবে ফিলাপ করে সাবমিট করতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল করে দেওয়া হবে। আবেদন করার শেষ তারিখ 28/01/ 2023


আবেদন ফি: আবেদন ফি বাবদ

UR & OBC - 200/-

SC, ST, PWD- 50/- 

SC, ST, OBC (other states)- NA

টাকা জমা করতে হবে


প্রয়োজনীয় ডকুমেন্ট:

1) Age Proof

2) Education Qualification Prrof

3) Caste Certificate (optional)

4) Sports Certificate (optional)


নিয়োগ পদ্ধতি: নিয়োগ করা হবে বিশেষ কয়েকটি ধাপে। নির্দিষ্ট ধাপ গুলি হল-

Step I- Written Examination 200 marks 

MCQ, 100 Question, Question set will be in English, Time- 2 hour, Negetive Mark for each wrong question is 1

step II- Personality Test 40 marks


Download official notification- click here

Apply now- click here

নবীনতর পূর্বতন

نموذج الاتصال

close