ব্যাংক রেট কাকে বলে? ব্যাংক রেট এর সাফল্যের শর্ত গুলি উল্লেখ করো:
ব্যাংক রেট:
যে সুদের হারে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে স্বল্পমেয়াদি ঋণ দিয়ে থাকে, তাকেই ব্যাংক রেট বলে। ব্যাংক রেট হল কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের একটি অন্যতম হাতিয়ার।
বাণিজ্যিক ব্যাংকগুলি প্রয়োজনে-অপ্রয়োজনে ঋণের সম্প্রসারণ ও সংকোচন করে থাকে, যা অর্থব্যবস্থায় বিপদ ডেকে আনতে পারে এবং অর্থব্যবস্থাকে অশুভ দিকে পরিচালিত করতে পারে। তাই জন্য প্রয়োজন হয় ঋণের নিয়ন্ত্রণের। কেন্দ্রীয় ব্যাংক হল এই ঋণের নিয়ন্ত্রণকর্তা। ঋণের নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় ব্যাংক যে গুরুত্বপূর্ণ হাতিয়ারটি অবলম্বন করেন, তাই হল ব্যাংক রেট। সব সময় এই হাতিয়ারটি সফলভাবে বাস্তবায়িত নাও হতে পারে। ব্যাংক রেট এর সাফল্যের জন্য নিম্নলিখিত শর্ত গুলি পূরণ হওয়া প্রয়োজন।
১) সুসংগঠিত মূলধনের বাজার:
ব্যাংক রেট নীতির সাফল্যের জন্য একটি বিস্তৃত এবং সংগঠিত মূলধনের বাজারের প্রয়োজন। যদি মূলধনের বাজারটি সুসংগঠিত না হয়, তাহলে ব্যাংক রেট পরিবর্তিত হলেও বাজারের সুদের হারের ওপর কোনো প্রভাব পড়বে না। ফলে অর্থনীতির উপর প্রভাব অনুভূত হবে না।
২) বাণিজ্যিক ব্যাংকের সহযোগিতা:
ব্যাংক রেট নীতির সাফল্যের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের সম্পূর্ণ সহযোগিতা থাকা দরকার। কেন্দ্রীয় ব্যাংক যখন ব্যাংক রেট বাড়িয়ে দেবে, তখন বাণিজ্যিক ব্যাংকগুলোকেও তাদের সুদের হার বাড়াতে হবে। আর তা না হলে ব্যাংক রেট নীতি কোনোভাবেই সফল হবে না।
৩) নমনীয় অর্থনৈতিক ব্যবস্থা:
ব্যাংক রেট নীতি সাফল্যের জন্য অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে নমনীয়তা থাকা দরকার। এর অর্থ এই যে ব্যাংক রেট পরিবর্তিত হলেও বাজারে সুদের হারও পরিবর্তিত হবে এবং সুদের হার পরিবর্তনের ফলে উৎপাদকেরা বিনিয়োগে উৎসাহী হবে।
৪) সুদের হার:
ব্যাংক রেট নীতি সফল হওয়ার জন্য ব্যাংক রেট এর সঙ্গে সুদের ঘনিষ্ঠ সম্পর্ক থাকা দরকার। ব্যাংক রেট পরিবর্তনের সঙ্গে সঙ্গে যদি বাজারে সুদের হার পরিবর্তন না হয়, তাহলে ব্যাংক রেট নীতি কোনো ভাবেই সফল হবে না।
অবশেষে, ব্যাংক রেট নীতি সফল হওয়ার জন্য উপরোক্ত সমস্ত নীতিগুলি অবলম্বন করতে হবে এবং সঠিক কার্যক্রমের মাধ্যমে ব্যাংক রেট নীতি সফল হবে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যাবে।
.png)